‘নিম ফুলের মধু’র আগমনে ফের একবার স্লটহারা হয়েছে ‘ধুলোকণা’। প্রথম সপ্তাহে 0.৬ পয়েন্টে এগিয়ে ছিল জি বাংলার নতুন মেগা। কিন্তু গত সপ্তাহের টিআরপি তালিকাতেও সেরা চারে জায়গা করে নিয়েছিল লালন-ফুলঝুরি। প্রাপ্ত নম্বর ছিল ৭.০০। সে জায়গায় আচমকাই বিনা মেঘে বজ্রপাত! বুধবার টেলিপাড়ায় খবর রটে যায় শেষ হচ্ছে ‘ধুলোকণা’। স্টার জলসার আসন্ন সিরিয়াল ‘বাংলা মিডিয়াম’কে জায়গা করে দিতেই নাকি বিদায় নেবে ‘লালঝুরি’। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড়।
চ্যানেল কর্তৃপক্ষকে তুলোধনা করছে ‘ধুলোকণা’ ভক্তরা, অন্যদিকে মজা লুটছে ‘মিঠাই’ ফ্যানেরা। কিন্তু সত্যি কি বন্ধ হচ্ছে ধুলোকণা? জানতে ‘ধুলোকণা’র লেখিকা তথা প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিল হিন্দুস্তান টাইমস বাংলা। মিটিংয়ে ব্যস্ত প্রযোজক একবাক্যে সপাট উত্তর দেন, ‘হ্যাঁ, ঠিকই শুনেছেন ধুলোকণা শেষ হচ্ছে’। এর চেয়ে বেশি শব্দ খরচ করেননি প্রযোজক। সুতরাং গুঞ্জন মিথ্যা নয় তা সাফ হয়ে গেল।
চার সপ্তাহ আগও বেঙ্গল টপার ছিল ‘ধুলোকণা’ তাহলে কেন চ্যানেল কর্তৃপক্ষ আর প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস বন্ধ করে দিচ্ছে এই ধারাবাহিক? সূত্রের খবর গল্পের খেই হারিয়েছে ‘ধুলোকণা’। সিরিয়ালের বর্তমান ট্র্যাক দর্শক মনে দাগ কাটতে ব্যর্থ। নায়ক লালন এখন খলনায়কে পরিণত হয়েছেন, ফুলঝুরির প্রতি তাঁর আচরণ মোটেই সহ্য হচ্ছে না দর্শকদের। তিতিদের সঙ্গে লালনের ‘পরকীয়া’ নিয়েও কমচর্চা হয়নি। এর মাঝেই অঙ্কুর ফিরে আসায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল ভক্তরা, এর মাঝেই রাতারাতি সিরিয়াল শেষের খবরে তোলপাড় নেটপাড়া।
‘শ্রীময়ী’, ‘খড়কুটো’র মতো লীনা গঙ্গোপাধ্যায়ের এই ধারাবাহিকেও কি মৃত্যু দিয়ে শেষ হবে গল্প? ফুলঝুরি কি সত্যি প্রেগন্য়ান্ট? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য়? হাজারো প্রশ্ন এখন ‘ধুলোকণা’কে ঘিরে। তবে বছর শেষের আগেই বিদায়ঘন্টা বেজে গেল লালন-ফুলঝুরিদের তা স্পষ্ট।
দু-দিন আগেই জানা গিয়েছিল তিন মাসে শেষ হচ্ছে ‘মাধবীলতা’। আজই (বুধবার) শেষদিনের শ্যুটিং করছেন শ্রাবণী ভুঁইয়া, সুস্মিতা মুখোপাধ্যায়রা, এর মাঝেই চলে এল ‘ধুলোকণা’ শেষ হওয়ার আপটেড।