বাংলা নিউজ > বায়োস্কোপ > Ponchomi: TRP তালিকায় শুরুতেই ছক্কা হাঁকাল ‘নাগকন্যা’ পঞ্চমী, উচ্ছ্বসিত ‘কিঞ্জল’ রাজদীপ

Ponchomi: TRP তালিকায় শুরুতেই ছক্কা হাঁকাল ‘নাগকন্যা’ পঞ্চমী, উচ্ছ্বসিত ‘কিঞ্জল’ রাজদীপ

টিআরপি তালিকায় দ্বিতীয় পঞ্চমী

Rajdeep Gupta on Ponchomi: প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় দু-নম্বরে সুস্মিতা-রাজদীপের ‘পঞ্চমী’। সাফল্যের হাসি মুখে নিয়ে আরও বেশি পরিশ্রম করতে চান রাজদীপ। 

হিন্দির পর বাংলা টেলিভিশনেও ‘নাগিন’-এর গল্প নিয়ে হাজির সুস্মিতা দে ও রাজদীপ গুপ্তর জুটি। প্রথম ঝলকের সঙ্গেই দর্শকদের নজর কেড়েছিল ‘পঞ্চমী’। সম্প্রচার শুরুর পর এই মেগার ভিএফএক্স বিশেষ প্রশংসা কুড়িয়েছে। টিআরপি তালিকায় ভালো ফল করবে এই সিরিয়াল, তেমনটা আশা করেছিল সকলেই। তবে প্রত্যাশাকে ছাপিয়ে গেল ‘পঞ্চমী’। প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় দু-নম্বরে এই মেগা সিরিয়াল। ‘জগদ্ধাত্রী’কে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিল জি বাংলার এই মেগা, যার প্রেক্ষাপট নাগকন্যা এবং তাঁর অলৌকিক ক্ষমতা। এই সপ্তাহে ‘পঞ্চমী’র প্রাপ্ত নম্বর ৮.৪। আর তাতেই বেশ খুশি নায়ক, মানে গল্পের কিঞ্জল।

এই মেগা সিরিয়ালের সঙ্গেই দীর্ঘ ছয় বছর পর টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছেন রাজদীপ। হিন্দুস্তান টাইমসের তরফে যোগাযোগ করা হয় ধারাবাহিকের নায়িক রাজদীপ গুপ্তর-এর সঙ্গে। অভিনেতার কথায়, ‘আমরা সকলে খুব খুশি। তবে প্রথম সপ্তাহ তো, এখনই এক্সাইটেড হতে চাইছি না। প্রার্থনা এই সাফল্যের ধারা যাতে বজায় রাখতে পারি। এরজন্য পরিশ্রম করছি’। নিজের কামব্যাক প্রসঙ্গে পঞ্চমীর নায়ক বললেন, ‘কাজটা খুব এনজয় করছি। আমাদের টিমটা খুব ভালো। টেলিভিশনে কাজ করতে করতে একটা পরিবার তৈরি হয়, খুব তাড়াতাড়ি আমাদের সেই বন্ডিং তৈরি হয়েছে। সেটা খুব ভালো লাগছে। একটা পজিটিভ ভাইবস রয়েছে সেটে’।

কো-স্টার সুস্মিতার প্রশংসায় পঞ্চমুখ রাজদীপ। জানালেন, ‘ওর মাত্র তিন-চার বছর হয়েছে ইন্ডাস্ট্রিতে। সুস্মিতা খুব পরিশ্রমী মেয়ে, কোনওরকম ট্যানট্রাম নেই সেটে, ঝামেলা করে না। খুব মন দিয়ে কাজ করছে। অভিনেত্রী হিসাবে অনেকটা গ্রুম করেছে, সেটা দেখছি’।

রহস্য এবং আধ্যাত্মিকতার মেলবন্ধনে ‘পঞ্চমী’র গল্প সাজিয়েছেন সাহানা দত্ত। সাপে ফাঁড়া রয়েছে কিঞ্জলের, আর তাঁরই রক্ষাকবচ হবে পঞ্চমী। আগামী সপ্তাহে জি বাংলার পর্দায় রাত সাড়ে আট-টার স্লটে আসছে ‘রাঙা বউ’। নতুন প্রতিপক্ষকে টেক্কা দিতে কতটা সফল হয় এই নতুন জুটি সেটাই এখন দেখবার। 

বন্ধ করুন