নায়িকার খপ্পড়ে সিদ্ধার্থ মোদক, কীভাবে উচ্ছেবাবুকে আগলে রাখবে মিঠাই নিয়ে চিন্তায় ভক্তরা। এর মাঝেই শনিবার রাতে আমচকাই শোরগোল আদৃত রায়ের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে। শেষবার ‘মনোহরা’র সেটে শট মিঠাই-এর দিলেন তিনি, এমনই স্মৃতিমেদুর পোস্ট করতে দেখা গেল আদৃতকে। তা দেখে তো চমকে গেল ভক্তরা! ‘মিঠাই’ যে শেষের দিকে তা কারুর অজানা নয়। কিন্তু এমন হঠাৎ করেই বন্ধ হবে ধারাবাহিক?
আজ্ঞে না! আদৃতের পোস্টের শেষলাইনে স্পষ্টতই উল্লেখ রয়েছে সেই কথা। কিন্তু ছোট্ট সেই লাইন নজর এড়িয়েছে অনেকের। আদৃত লিখেছেন, ‘আপনাদের জানিয়ে রাখি, ধারাবাহিক কিন্তু এখনও শেষ হয়নি’। তাহলে ব্যাপারটা কী? মনোহরায় ফ্লোরে শেষ শট দিল সিদ্ধার্থ মোদক, অথচ শো শেষ নয়! এই ব্যাপারে বিস্তারিত জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল ‘মিঠাই’-এর পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাসের সঙ্গে। পরিচালক জানালেন, ‘হ্যাঁ, আজ মনোহরার ফ্লোরে আমরা শেষবার শ্যুট করলাম। মিঠাইয়ের সেট বদল হচ্ছে। ওই সেটে জি-এর নতুন সিরিয়ালের শ্যুটিং হবে। রিনোভেশনের কাজ চলবে। মিঠাই টিমের আজই ওখানে শেষদিন ছিল’। তাহলে কি ভারতলক্ষ্মী স্টুডিও থেকে ঠিকানা বদলাচ্ছে মোদক পরিবারের? পরিচালক জানালেন ওই স্টুডিও-রই অন্যত্র শ্যুটিং হবে।

সৌমিতৃষার সঙ্গে পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস (ছবি সৌজন্যে ফেসবুক)
গল্পের গতি আর সোশ্যাল মিডিয়ার গুঞ্জন দুই ইশারা দিচ্ছে ‘মিঠাই’-এর গল্পে শীঘ্রই ইতি পড়বে, এই প্রসঙ্গে কী জানালেন পরিচালক? মুচকি হেসে তাঁর জবাব, ‘আনুষ্ঠানিকভাবে আমাদের কিছুই জানানো হয়নি মিঠাই শেষ হওয়ার ব্যাপারে। তবে হ্যাঁ, যার শুরু আছে তা শেষ তো হবেই’।
এদিন ‘মনোহরা’র সেট ঘুরিয়ে দেখান সিদ্ধার্থ মোদক। ফ্যানেদের উদ্দেশে লেখেন, 'মনোহরার ফ্লোরে ২০২০ সালের ২০শে ডিসেম্বর শ্যুটিং শুরু হয়েছিল। প্রথম শটটা ছিল সিদ্ধার্থ মোদকের ইন্ট্রোডাকশন শট। আজ ৬ই মে, ২০২৩ আমরা এই সেটে শেষ শট দিলাম। কাকতালীয়ভাবে সিদ্ধার্থ মোদকই সেই মানুষটা যে এই ফ্লোরে শেষবারের মতো দাঁড়িয়ে রয়েছে। সকলের প্রতি কৃতজ্ঞ…. শেষবারের মতো আপনারা আমাকে এই সিঁড়ি দিয়ে নামতে দেখলেন! ধন্যবাদ জি বাংলা, ধন্যবাদ ভারতলক্ষ্মী স্টুডিও! আপনাদের জানিয়ে রাখি, ধারাবাহিক কিন্তু এখনও শেষ হয়নি’।
জি বাংলার নিজস্ব প্রযোজনাতেই তৈরি হচ্ছে ‘ফুলকি’। দীর্ঘ টালবাহানার পর শুরু হতে চলেছে এই মেগার শ্যুটিং। সেই ধারাবাহিকের ছেড়েই ‘ঘরছাড়া’ মিঠাই পরিবার। এখন দেখবার কতদিনের মধ্যে শেষ হয় মিঠাইয়ের জার্নি।