এই মুহূর্তে ছোটপর্দার অন্যতম হিট জুটি দুর্জয়-রাণী। ‘তোমাদের রাণী’র সুবাদে দর্শক মনে পাকা জায়গা করে নিয়েছেন অভিকা মালাকার এবং অর্কপ্রভ। তাঁদের অনস্ক্রিন রসায়ন শুরু থেকেই রয়েছে চর্চায়। স্কুলের গণ্ডি না পেরানো অভিকা এই সিরিয়ালে কলেজ পড়ুয়া (ডাক্তারি) মায়ের চরিত্রে অভিনয় করছে। একরত্তি দুনিকে সামলাতে নাজেহাল বাবা-মা। তবে রোম্যান্সে খামতি নেই দুর্জয়-রাণীর। আরও পড়ুন-মাধ্যমিকে কেমন রেজাল্ট হয়েছিল ‘দুর্জয়’-এর? অর্কপ্রভ বলছেন, ‘খুব একটা আহামরি..’
‘তোমাদের রাণী’র সাম্প্রতিক এপিসোডের একটি দৃশ্য ঘিরে চর্চা থামছে না সোশ্যাল মিডিয়ায়। রেগে কাঁই দুর্জয়, বরের মাথা ঠাণ্ডা করতে তাকে নিয়ে স্নানঘরে রাণী। এরপর বাথরুমে শাওয়ারের জলে ভিজতে ভিজতে চরম রোম্যান্স ‘দুর্জানী’র। সেই দৃশ্য দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের। কেউ বলছেন, ‘পরিবারের সঙ্গে বসে তো এই শো দেখা যাবে না’। আবার কেউ মজা করে লিখছেন, ‘দুনির বোন টুনি এল বলে’। তবে এই প্রথম তোমাদের রাণীর অন্তরঙ্গ দৃশ্য চর্চায় এমন নয়।
স্নানঘরে রোম্যান্স নিয়ে সমালোচনার কথা কানে গিয়েছে সিরিয়ালের নায়কেরও। এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেতা অর্কপ্রভ সাফ জানালেন, ‘মানুষ যা দেখতে চায় সেটাই দেখানো হয়। উপভোক্তরা যা কনসিউম করতে চান, সেটাই মার্কেটে ব্যাবসায়ীরা সাপ্লাই দেন। এন্টারটেনমেন্টের জগতেও পুরোটাই ওই ডিম্যান্ড আর সাপ্লাইয়ের ফর্মুলা মেনে চলে। ধরুন ছপাকের মতো একটা সমাজিক ছবি এসেছিল, অ্যাসিড হামলার শিকার এক মেয়ের লড়াইকে ঘিরেই তৈরি ছপাক। কিন্তু সেই ছবিটা চলেনি। অথচ যখন একটা ইনটিমেট সিন হচ্ছে তখন সবাই টিভি খুলে বসে পড়ে। সেটা নিয়ে সমালোচনা করেন, কিন্তু টিভিটা ঠিক খুলে বসে পড়েন। সুতরাং মানুষ যা চাইছে আমরা সেটাই পূরণের চেষ্টা করি’।
অভিকার সঙ্গে অর্কপ্রভর বয়সের ফারাক বিস্তর। অন্তরঙ্গ মুহূর্ত শ্যুট করতে অস্বস্তিবোধ হয় না? মুচকি হেসে নায়কের জবাব, ‘আমাদেরকে আলাদা করে কিছু এক্সপ্লেন করতে হয় না। ডিরেক্টর এসে হালকা করে বুঝিয়ে দিয়ে যান, তারপর নিজেদের মতো করেই আমরা করে নিই। আসলে পুরোটাই হল ক্যামেরার অ্যাঙ্গেল। ক্যামেরা অ্যাঙ্গেলগুলো এমনভাবে নেওয়া হয় মনে হয় কোনও অন্তরঙ্গ সিন চলছে, আদপে ব্যাপারটা তেমন নয়। শটের মধ্যেই যেটুকু… অসুবিধা হয় না আলাদা করে। আমাদের তো ওয়েব সিরিজ বা সিনেমা নয় যে প্রচণ্ড ইনটিমেট কিছু দৃশ্য চলছে। হয়ত সামান্য একটা কপালে কিস বা গালে কিস, এর চেয়ে বেশি কিছু হয়ও না। সেক্ষেত্রে খুব বেশি অসুবিধা হয় না’।
বিতর্ক-সমালোচনা যতই সঙ্গে থাক, তোমাদের রাণীর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। জুটির অনস্ক্রিন রসায়ন দেখে অনেকের ধারণা বাস্তবে প্রেম করছেন তাঁরা, যদিও সেই সম্ভাবনা আগেই উড়িয়েছেন দুজনে। অর্ক স্পষ্ট বলেছেন, ‘আমরা খুব ভালো বন্ধু, এইটুকুই বলব। আপতত আমি একদম সিঙ্গল’।