এই পুজোয় মুক্তি পেয়েছিল তিন তিনটি বাংলা ছবি, 'বহুরূপী', 'টেক্কা' আর ‘শাস্ত্রী’। তবে এই তিনের মধ্যে সকলকে টেক্কা দিয়েছে উইনডোজ প্রোডাকশনের ছবি ‘বহুরূপী’। নেহাতই 'টেক্কা' দেওয়া নয়, বাংলা ছবির বক্স অফিসে ইতিহাস গড়ে ফেলেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের এই ছবি।
প্রয়োজনা সংস্থা উইনডোজ প্রোডাকশনের তরফে Hindustan Times Bangla-কে জানানো হচ্ছে, 'মাল্টিপ্লেক্সের যুগে সবচেয়ে বেশি আয়কারী বাংলা সিনেমা হল বহুরূপী। রাজ্যের বাইরে দেশব্যাপী এই ছবির আয় এখনও পর্যন্ত ৪. ২৭ কোটি টাকা। এখনও পর্যন্ত সাফল্যের সঙ্গে সিনেমা হলগুলিতে চলছে এই ছবি। বহুরূপী-র আগে জাতীয় মাল্টিপ্লেক্সে সবথেকে বেশিদিন চলা ছবি হল উইনডোজ প্রোডাকশনের ছবি বেলাশেষে। শুধু মাত্র কোয়েস্টের মাল্টিপ্লেক্সেই ২১৭ দিন ধরে চলেছিল বেলাশেষে।'
গত ৮ অক্টোবর মুক্তি পেয়েছে 'বহুরূপী'। মুক্তির পর ইতিমধ্যেই চতুর্থ সপ্তাহে পা দিয়েছে এই ছবি।
আরও পড়ুন-হঠাৎই অসুস্থ রচনা বন্দ্যোপাধ্যায়, বাতিল সমস্ত অনুষ্ঠান, কী হয়েছে?
আরও পড়ুন-‘কৌশানি ও আমি আর প্রেমিক-প্রেমিকা নই’, বলছেন বনি! হঠাৎ কী আবার হল?
এদিকে বক্স অফিস রিপোর্ট বলছে ইতিমধ্যেই বক্স অফিসে ১০ কোটির গণ্ডি টপকে ফেলেছে 'বহুরূপী'। প্রযোজনা সংস্থার তরফে জানানো হচ্ছে, 'এখনও পর্যন্ত 'বহুরূপী'র মোট ( Gross) আয় ১২. ৫ কোটি টাকা।' ফিল্ম বিশেষজ্ঞদের অনুমান মতোই দীপাবলির মধ্যেই ১২ কোটির গণ্ডি টপকে গিয়েছে এই ছবি।
এদিকে ‘টেক্কা’ ছবিটি বক্স অফিসে আয়ের নিরিখে ‘বহুরূপী’র থেকে বিশেষ পিছিয়ে নেই। তবে দেব-রুক্মিণী-স্বস্তিকাদের 'টেক্কা' এখনও ১০ কোটির আশেপাশে পৌঁছতে পারেনি বলেই খবর। অন্যদিকে ‘শাস্ত্রী’ ছবিটি বাকি দুই ছবির আয়ের তুলনায় বেশ পিছিয়ে রয়েছে। যদিও সুরিন্দর ফিল্মসের তরফে ছবির আয়ের কোনও তথ্য প্রকাশ্যে আনা হয়নি।
প্রসঙ্গত, নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘বহুরূপী’ ছবিতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী সহ অন্যান্যরা। এখানে বাস্তব ঘটনা অবলম্বনেই উঠে এসেছে ব্যাঙ্ক ডাকাতির গল্প। ছবির সাফল্য নিয়ে এর আগে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, 'এটা হয়েছে শুধুমাত্র ছবির গল্প মানুষের মন ছুঁয়ে গিয়েছে বলেই। সবার মুখে মুখে ছবিটির কথা ঘুরছে, সেটাই ভীষণ ভাবে কাজে দিয়েছে। সব বয়সের মানুষরাই বহুরূপী দেখছেন।'
এদিকে ‘বহুরূপী’র সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে বিশেষ স্মারক পাঠানো হয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশের তরফেও। এই সম্মাননার বিষয়টিও ফেসবুকের পাতায় নিজেই ভাগ করে নিয়েছিলেন শিবপ্রসাদ।