দেখতে দেখতে ৭০০ পর্ব পার করে ফেলেছে নিম ফুলের মধু। সাম্প্রতিক সময়ের অন্যতম জনপ্রিয় মেগা রুবেল দাস ও পল্লবী শর্মার এই সিরিয়াল। পর্ণার তারকেটে গেলে কখন যে কী ঘটবে তা দেখতে রাত ৮টা বাজলেই সব কাজ ছেড়ে দর্শক বসে পড়ে টিভির সামনে। মিঠাইয়ের মতো জনপ্রিয় মেগাকে স্লট থেকে সরিয়ে দর্শক মনে জায়গা পাওয়াটা সহজ ছিল না। সেই কঠিন কাজটাই সাফল্যের সঙ্গে করে দেখিয়েছে বাবু, বাবুর মা-সহ বাকিরা। আরও পডুন-পরিণীতার আগমনে স্লটহারা বেঙ্গল টপার নিম ফুল, জি বাংলার মেগার সম্প্রচার সময় ওলোটপালট
কিন্তু দিন কয়েক আগে মাথায় আকাশ ভেঙে পড়ে নিম ফুলের মধুর ভক্তদের। পুজোর আগে সিরিয়াল বন্ধের জল্পনার মাঝেই আচমকা স্লট বদল হয় এই মেগার। আগামী সোমবার থেকে রাত ৮টার বদলে সন্ধ্যা ৬টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। যা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছে ফ্যানেরা।
এর মাঝেই সোমবারের টিআরপি রিপোর্টে সেরার আসন দখল করেছে জি বাংলার এই মেগা। ফুলকির সঙ্গে যৌথভাবে এক নম্বরে নিম ফুলের মধু। স্লট বদলের এই সিদ্ধান্ত নিয়ে অবশেষ মুখ খুললেন সৃজন।
হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেতা বলেন, ‘কী বলব বলুন তো! এটা সম্পূর্ণরূপে চ্যানেলের সিদ্ধান্ত। অভিনেতা হিসাবে আমার সেখানে কিছু বলার নেই। তবে হ্যাঁ, স্লট চেঞ্জের ব্যাপারটা খুব সারপ্রাইজিং। নিম ফুলের গল্প কিন্তু ফুরিয়ে এসেছে। তাই মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি শেষ হবে। কিন্তু স্লট যে বদল হবে সেটা জানা ছিল না।’
এই ওঠাপড়ার মধ্যেও ফ্যানেদের ভালোবাসায় শীর্ষস্থানে নিম ফুলের মধু। সেটাই বড় প্রাপ্তি জানালেন রুবেল। অভিনেতার কথায়, ‘সেটাই সবচেয়ে বড় পাওনা। গল্প ফুরিয়ে এসেছে, এখানকার অনেক শিল্পীকে অন্য সিরিয়ালে সরানো হয়েছে। এত বাধা-প্রতিকূলতার পরেও যে টিআরপিতে আমরা এক নম্বরে সেটা আলাদা ভালোলাগা।’
হাইভোল্টেজ পর্ব হচ্ছে নিম ফুলের মধুতে। ইশার চক্রান্তে মেয়েহারা পর্ণা-সৃজন। চোখের সামনে থেকে ইশা কিডন্যাপ করেছে পুঁটিকে। এখন পর্ণার মেয়েকে দেশের বাইরে পাচার করতে উদ্যোগী সে। কীভাবে মেয়েকে রক্ষা করবে পর্ণা, সেই নিয়েই এগোবে গল্প।
ইশার সঙ্গেই কি ফুরোবে নিম ফুলের গল্প? তা এখনই স্পষ্ট নয়। এই মাসেই দু-বছর পূর্ণ করবে এই ধারাবাহিক। জি বাংলায় আপতত দুটো নতুন মেগা আসছে। আদৃতের মিত্তির বাড়ি এবং এসভিএফের নতুন সিরিয়াল। গল্প শেষের পথে থাকলেও, নিম ফুলের দুর্দান্ত টিআরপি কিন্তু ভাবাচ্ছে নির্মাতাদের।