টলিপাড়ায় সম্পর্ক ভাঙতে বা জুড়তে বেশি সময় লাগে না! একাধিক তারকার বিয়ে ভাঙার খবরে উত্তাল টলিপাড়া, এর মাঝেই এল জোড়া খবর। অভিনেতা রাজদীপ গুপ্ত এবং জেসমিন রায়ের চর্চিত প্রেম কাহিনিতে ফুলস্টপ পড়ল! হ্যাঁ, চলতি বছরের শুরুতেই পরস্পরের কাঁধে মাথা রেখে আদুরে ছবি পোস্ট করেছিলেন দুজনে।
উস্কে দিয়েছিলেন প্রেমেরচর্চা। কিন্তু মাস তিনেক যেতে না যেতেই সেই প্রেম উধাও! সোশ্যাল মিডিয়ায় পরস্পরকে আনফলো করেছেন দুজনে। একইসঙ্গে ডিলিট সব ছবি। কিন্তু এখানেই শেষ নয়, জেসমিন নয় এবার তন্বীর কাঁধে মাথা রাখলেন রাজদীপ! এই মুহূর্তে সান বাংলার ‘দ্বিতীয় বসন্ত’ সিরিয়ালে অভিনয় করছেন রাজদীপ। অন্যদিকে তন্বী আপতত ছোটপর্দা থেকে দূরে। শনিবার ছিল তন্বীর জন্মদিন। সেই উপলক্ষ্যেই রাজদীপ নায়িকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আদুরে পোস্ট লেখেন।
এই সকল ছবি দেখে অনুরাগীদের মনে হয়েছে, দু’জনের সম্পর্ক শুধু বন্ধুত্বে সীমাবদ্ধ নেই। একে-অপরকে মনও দিয়েছেন। সেই জল্পনা নিয়ে জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল রাজদীপের সঙ্গে। বেশ কয়েকবার চেষ্টার পর নায়ক ফোন ধরলেন। জানালেন শ্যুটিংয়ের কাজে তিনি শহরের বাইরে।
ব্যস্ততার সুরেই বললেন, 'বাবা বার্থ ডে পোস্ট করলেও এত লেখালেখি হবে! আমি তো কতজনকে নিয়েই জন্মদিনের শুভেচ্ছা জানাই, তার মানে কি আমি প্রেম করছি?' সত্যি কি তন্বী শুধুই তাঁর বন্ধু? রাজদীপের জবাব, ‘আমি যখন প্রেম করব নিজেই জানাব। বৃষ্টিতে ভিজতে ভিজতে শ্যুটিং করছি আপতত, মোটেই আমি কারুর সঙ্গে প্রেম করছি না। এটা কোনও কথা হল! ’
তন্বীর সঙ্গে আদরমাখা ছবির ক্যাপশনে রাজদীপ লিখেছেন, ‘আচ্ছা ঠিক আছে। আজকের দিনটি তোমার...আগামীকাল এবং পরের দিনও তোমার... তোমার জন্য ভালোবাসা, আনন্দ এবং হাসিমুখে ভরা একটি দিন কামনা করছি। শুভ আজ এবং রোজ… শুভ জন্মদিন এইচএস।’
পালটা জবাব দিয়েছেন রাজদীপের ‘এইচএস’ তন্বী। ওদিকে অভিনেত্রী স্বস্তিকা দত্ত এই পোস্টের কমেন্টে লেখেন, 'আমিও ঠিক এমনটাই চাই… হ্যাপি বার্থ ডে তন্বী'। রাজদীপ শহরের বাইরে, তন্বীও নিজের জন্মদিন সেলিব্রেট করেছেন গোয়ায়। টেলিপাড়ায় গুঞ্জন আজকাল ঘনঘন দেখা যাচ্ছে বাক্সবদল-এর রণ আর সিঁথিতে। হ্যাঁ, অতীতে একসঙ্গে কাজও করেছেন তাঁরা। কথায় আছে যা রটে তার কিছু তো বটে! ওদিকে মাস কয়েক আগে পর্যন্ত কোরিওগ্রাফার স্যান্ডির সঙ্গে তন্বীর ঘনিষ্ঠতা সবার নজর কাড়ত, কিন্তু এখন আর সেই সব ছবি বা ভিডিয়ো নায়িকার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে চোখে পড়বে না। সুতরাং দুয়ে দুয়ে চার করছেন ফ্যানেরা। বাকিটা তো ভবিষ্যত বলবে!