বাংলা নিউজ > বায়োস্কোপ > Akshay-Raveena: এত বছরেও কমেনি ‘স্পার্ক’! HT India's Most Stylish-এ এসে অক্ষয়-রবিনা দিলেন কঠিন প্রশ্নের জবাব

Akshay-Raveena: এত বছরেও কমেনি ‘স্পার্ক’! HT India's Most Stylish-এ এসে অক্ষয়-রবিনা দিলেন কঠিন প্রশ্নের জবাব

অক্ষয়-রবিনা

বহুদিন পর এই অনুষ্ঠানে এসে ফের একবার 'প্রাক্তন' রবিনাকে জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করেন আক্কি। দর্শকাসনে পাশাপাশি বসে একে অপরের সঙ্গে কথা বলতেও শোনা যায় অক্ষয় ও রবিনাকে। তা কী কথা হচ্ছিল দুজনের? সেটি অবশ্য স্পষ্ট নয়। তবে পাশাপাশি বসে রবিনাকে নিজের পায়ের দিকে হাত দেখিয়ে কিছু একটা বলতে দেখা যায়। 

অনুষ্ঠিত হল হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া’স মোস্ট স্টাইলিশ ২০২৩। সেখানেই মুখোমুখি হয়েছিলেন দুই প্রাক্তন প্রেমিক-প্রেমিকা। আর এঁরা হলেন অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন। বহুদিন পর সেই অনুষ্ঠানে এসে ফের একবার 'প্রাক্তন' রবিনাকে জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করেন আক্কি। শুধু তাই নয়, দর্শকাসনে পাশাপাশি বসে একে অপরের সঙ্গে কথা বলতেও শোনা যায় অক্ষয় ও রবিনাকে।

তা কী কথা হচ্ছিল দুজনের?

সেটি অবশ্য স্পষ্ট নয়। তবে পাশাপাশি বসে রবিনাকে নিজের পায়ের দিকে হাত দেখিয়ে কিছু একটা বলতে দেখা যায়। তবে এটা বেশ বোঝা যায়, দুজনেই একে অপরের সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলেন। প্রাক্তন রবিনার কথায় সম্মতি প্রকাশ করে অক্ষয়কেও ঘাড় নাড়তে দেখা যায়। প্রসঙ্গত, HT India’s Most Stylish 2023-এ অক্ষয় কুমার স্টাইল হল অফ ফেম – (পুরুষ বিভাগে) পুরস্কার জিতেছেন। সেই পুরস্কার অক্ষয়ের হাতে তুলে দিয়েছেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, আক্কির নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই অক্ষণ মঞ্চে যাওয়ার জন্য চেয়ার ছাড়েন, তখন রবিনাও চেয়ার ছেড়ে উঠে যান। রবিনা অক্ষয়ের হাতে পুরস্কার তুলে দেন এবং সৌজন্য বিনিময়ে একে অপরকে জড়িয়ে ধরেন।

আরও পড়ুন-ব্রিটেনের রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে সোনম, হিন্দিতে 'নমস্তে' দিয়েই শুরু করলেন বক্তব্য

<p>অক্ষয়-রবিনার আলিঙ্গন</p>

অক্ষয়-রবিনার আলিঙ্গন

অক্ষয়-রবিনার এই ভিডিয়ো সামনে আসতেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ মজা করে লিখেছেন, ‘এটা কী দেখছি!’, কারোর কথায়, ‘বহুদিন পর এই জুটিকে একসঙ্গে দেখছি।’ কারোর কথায়, ‘সময়ের সঙ্গে সবকিছু ঠিক হয়ে যায়। তাই আজ মন ভাঙলে দুঃখ করবেন না। ১০বছর পর সেই ঘটনাই আপনাকে হাসাবে।’ কারোর মন্তব্য, ‘অডিওতে তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত দেওয়া উচিত ছিল’। কেউ আবার বলেছেন, ‘এরা এমনিতে বিশেষ কথা বলেন বলে তো মনে হয় না।’ কারর দাবি, ‘এখনও এরাঁই হট জুটি।’ এমনই নানান মন্তব্য উঠে এসেছে।

এদিকে হিন্দুস্তান টাইমসের এই অনুষ্ঠানে মঞ্চে র‍্যাপিড ফায়ার অনুষ্ঠানেও অংশ নিয়েছেন অক্ষয় ও রবিনা। তাঁদেরকে স্বচ্ছন্দেই পাশাপাশি দাঁড়িয়ে দর্শকদের সঙ্গে কথা বলতে দেখা যায়।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

২ দশক পর দামোদর নদে ধরা পড়ল ইলিশ, নিলামে তোলা হলে কত দাম পেল সেই মাছ? ‘এটাই কামব্যাক ম্যাচ ছিল! পাওয়ালপ্লেতেই টার্গেট করে জিতেছি’! বললেন কিউয়ি অধিনায়ক নারী স্বাধীনতার মানে পতাকা নিয়ে রাস্তায় নেমে যাওয়া নয়: পাওলি দাম একা থাকতে কষ্ট হচ্ছে বলে কারা ফিরে যাবেন প্রাক্তনের কাছে? কী বলছে প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল মাত্র ১ বলেই T20 বিশ্বকাপ শেষ! চোয়ালে বল লেগে মাঠ ছাড়লেন উইন্ডিজ ক্রিকেটার… বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল 'প্রমাণ মিলেছে...', আরজি কর কাণ্ডে আদালতে মুখবন্ধ খাম জমা করে বড় দাবি CBI-এর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.