একসময় একে অপরের প্রেমে ডুবে ছিলেন। সেসময় কাপুর নন্দিনীর সঙ্গে শাহিদের প্রেম ছিল চর্চার অন্যতম বিষয়। বিয়েরও ঠিক ছিল, শাহিদকে একপ্রকার জামাই হিসাবে মেনেই নিয়েছিলেন রণধীর কাপুর। তবে হঠাৎই ভেঙে যায় সেই সম্পর্ক। তবে সেসবই এখন অতীত, বহু পুরনো কথা। বর্তমানে শাহিদ ও করিনা দুজনেই নিজ নিজ ব্যক্তিগত জীবনে সুখী দম্পতি।
তবে প্রেম ভাঙার পর একসঙ্গে কখনও কথা বলতে দেখা যায়নি শাহিদ-করিনাকে। বিচ্ছেদের পরে 'উড়তা পঞ্জাব' ছবিতে একসঙ্গে কাজ করলেও একে অপরের সঙ্গে কোনও দৃশ্য ছিল না। এক অপরের সঙ্গে ছবির প্রচারও করেননি, শুধু ট্রেলার লঞ্চে একপ্রকার বাধ্য হয়েই একসঙ্গে এসেছিলেন। তবে সেসবই এখন অতীত। অনুরাগীদের চমকে দিয়ে শনিবার জয়পুরে আয়োজিত IIFA (আইফা) ২০২৫-এর সাংবাদিক সম্মেলনে কাছাকাছি এলেন দুই প্রাক্তন শাহিদ ও করিনা। অতীত ভুলে শুধু পাশাপাশিই দাঁড়াননি, একে অপরকে সৌজন্যের খাতিরে আলিঙ্গনও করেন। এমনকি পাশাপাশিই দাঁড়িয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন-নানা পাটেকরের বিরুদ্ধে আনা তনুশ্রী দত্তের MeToo-র অভিযোগ খারিজ, কী জানাল মুম্বই আদালত?
আরও পড়ুন-ফের কাছাকাছি শাহিদ-করিনা, অজন্তেই তৈরি হয়ে গেল 'জব উই মেট'-এর সেই মুহূর্ত! তারপর?
আর এই ভিডিয়ো নেটপাড়ায় উঠে আসতেই কমেন্টের বন্যা বয়ে যায়। একজন অবাক হয়ে লেখেন, ‘এটা কী দেখছি! আমি হতবাক, অলৌকিক ব্যাপার…’। কেউ লেখেন 'নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না তো!', কারোর মন্তব্য, ‘'ওএমজি কেয়া হো গয়া ইয়ে (কী হয়েছে)।’ কারোর মন্তব্য, ‘অবশেষে পরিণত মানুষের মতো আচরণ করছেন ওঁরা’। কারোর মন্তব্য, ‘যব উই মেল অ্যাগেইন’। কারোর কথায়, ‘যত যাই হোক, শাহিদ একটু হলেও অস্বস্তিতে বলেই মনে হচ্ছে।’ কেউ আবার শাহিদ-করিনার মধ্যে আরও একবার সেই পুরনো গীত-আদিত্যকেই খোঁজার চেষ্টা করেছেন।
প্রসঙ্গত এর আগে ২০২৪-এর ফেব্রুয়ারি মাসে 'দাদাসাহেব ফালকে' অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও শাহিদকে এড়িয়ে যেতে দেখা গিয়েছিল করিনাকে। সেবাও শাহিদ প্রাক্তনকে দেখে সৌজন্যে হাসার চেষ্টা করলেও করিনা তাঁকে এড়িয়ে পাশের জনকে হাই বলে পাশ কাটিয়ে গিয়েছিলেন। তবে এবার সম্পর্ণ আলাদা ভাবেই দেখা গেল এই জুটিকে। আর তাই এবার আইফা-তে তাঁদের এভাবে দেখে কিছুটা হলেও অবাক নেটপাড়া।
কারিনা ও শাহিদ
২০০০ এর দশকের শেষের দিকে করিনা ও শাহিদ দীর্ঘসময় একে অপরকে ডেট করেছিলেন। ‘ফিদা’, ‘চুপ চুপ কে’ এবং ‘জব উই মেট’-সহ বহু ছবিতে একসঙ্গে অভিনয় করেন তাঁরা। পর্দা়র প্রেম বাস্তবেও গড়ায়। অনেকেই এই জুটিকে বেশ পছন্দও করতেন। শোনা যায়, শাহিদকে ভালোবেসেই একসময় করিনা নিরামিষাশী হয়ে গিয়েছিলেন। তবে হঠাৎই একদিন এই সম্পর্ক ভেঙে যায়। পরে করিনা সইফ আলি খানকে ভালোবেসেই বিয়ে করেন। তাঁদের দুই পুত্র সন্তান রয়েছে। অন্যদিকে শাহিদও মীরা রাজপুতকে বিয়ে করেন এবং তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
শাহিদ, করিনা সহ অন্যান্যরা সকলেই ২০২৫ এর আইফা (ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস)য় যোগ দিতে জয়পুরে রয়েছেন। এবার এটা ২৫তম বর্ষ। মূল অনুষ্ঠানে দাদু রাজ কাপুরকে শ্রদ্ধা জানিয়ে কারিনা মঞ্চে পারফর্ম করবেন বলেও জানা যাচ্ছে। শনিবার, 8 ই মার্চ এই অনুষ্ঠানের শুরু, আগামী ৯ মার্চ রবিবার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।