বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘এখন যে কোনও সময় বাচ্চা হতে পারে’, বেবিবাম্পের ফটোশ্যুটের BTS Video শেয়ার ভারতীর

‘এখন যে কোনও সময় বাচ্চা হতে পারে’, বেবিবাম্পের ফটোশ্যুটের BTS Video শেয়ার ভারতীর

ভারতী-হর্ষ

ফটোশ্যুটের বিটিএস ভিডিয়ো নিজেদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন ভারতী-হর্ষ।

অন্তঃসত্ত্বা কমেডি কুইন ভারতী সিং। শীঘ্রই ভারতী এবং হর্ষ লিম্বোচিয়ার কোল আলো করে আসবে পরিবারের নতুন অতিথি। দিন দুয়েক আগেই অন্তঃসত্ত্বা অবস্থায় ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন ভারতী। সেই ফটোশ্যুটের বিটিএস ভিডিয়ো নিজেদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন ভারতী-হর্ষ।

ভিডিয়োতে ভারতী জানিয়েছেন, বর্তমানে তাঁর অবস্থার উপর যে কোনও সময় হাসপাতালে যেতে হতে পারে তাঁকে। তাই যেকটা দিন বাকি আছে তারমধ্যেই ফটোশ্যুট সারার চিন্তাভাবনা করেছিলেন। নয়তো বাকি সকলের মতো, ‘ছেলে হয়েছে’, ‘মেয়ে হয়েছে’ পোস্ট করতে হত তাঁদের। এরপরই হোলির দিন পর্যন্ত বেবিবাম্প নিয়ে বেশ কয়েকটি ফটোশ্যুটের ছবি নেটমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

ভারতীর কথায়, 'ফটোশ্যুটের পর কেমন একটা মনে হচ্ছে। যেন মনে হচ্ছে এক্ষুণি আমাকে হাসপাতালে যেতে হবে। ফ্যান এবং এসি চালানোর পরই খুবই গরম লাগে। আমার মনে হচ্ছে ফটোশ্যুট আইসল্যান্ড বা সুইৎজারল্যান্ডে করলে ভালো হত।'

সাদা গাউন পরেও ম্যাটারনিটি শ্যুট করেছেন ভারতী। হর্ষের পরনে সাদা জামা, ডেনিম জিনস। এরপর গোলাপী গাউন পরেও ফটোশ্যুট করেছেন কমেডি কুইন। চতুর্থ পোশাক হিসেবে পাউডার ব্লু গাউন পরেছেন ভারতী। তাঁর কথায়, ‘আমি ভেবেছি বাচ্চাটারও করাব। এইসব ঠিকই আছে। কিন্তু আমি তো বলতে পারি। যদিও ও বলতেও পারবে না। ফটাফট ওরটাও করিয়ে দেব। ও আর কী অভিযোগ করবে!’

যখনই ফটোশ্যুট শেষ হয়, হাত তুলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন ভারতী। পাঁচ রকমের লুকে ফটোশ্যুট সেরেছেন তিনি। ভিডিয়োর শেষে ছেলে-মেয়ের নাম রাখার জন্য হাজার খানা নাম পাঠানোর আবদার করেছেন ভারতী। সম্ভবত, এপ্রিলের শুরুতেই দম্পতির কোল আলো করে আসছে নতুন অতিথি।

 

বন্ধ করুন