বাংলা নিউজ > বায়োস্কোপ > Hatyapuri Trailer Launch: ‘এটা রান্না নয়, এটা চরিত্র’, কেন বললেন নতুন জটায়ু অভিজিৎ

Hatyapuri Trailer Launch: ‘এটা রান্না নয়, এটা চরিত্র’, কেন বললেন নতুন জটায়ু অভিজিৎ

হত্যাপুরী ছবির ট্রেলার

Hatyapuri Trailer Launch: ৩০ নভেম্বর মুক্তি পেল হত্যাপুরী ছবির ট্রেলার। সেখানেই ছবির বিষয়ে নিজেদের কোন অভিজ্ঞতার কথা জানালেন জটায়ু আর তোপসে?

বহু বছর বিরতির পর অবশেষে সিনেমা হলে আসতে চলেছে ফেলুদা। ফেলুদার হত্যাপুরী গল্প অবলম্বনে এই ছবি তৈরি করা হয়েছে। তবে চমক অন্য জায়গায়। এবার পর্দায় নতুন ফেলুদা হিসেবে থাকতে চলেছেন ইন্দ্রনীল। ৩০ নভেম্বর দক্ষিণ কলকাতার একটি রেস্তরাঁয় এই ছবির ট্রেলার মুক্তি পেল। উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। ফেলুদা ইন্দ্রনীলের সঙ্গে এবার বড়পর্দায় নতুন জটায়ু এবং তোপসেকেও দেখা যেতে চলেছে। আয়ুষ দাস থাকছেন তোপসে হিসেবে এবং অভিজিৎ গুহ জটায়ুর চরিত্রে। এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল তা নতুন ফেলুদা থেকে জটায়ু সকলেই ভাগ করে নিলেন।

এই প্রথমবার তোপসের চরিত্রে অভিনয় করবেন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ আয়ুষ দাস। তবে এটা সন্দীপ রায়ের সঙ্গে তাঁর প্রথম কাজ নয়। তিনি এর আগেও ‘যেখানে ভূতের ভয়’ ছবিতে কাজ করেছিলেন সন্দীপ রায়ের সঙ্গে। তবে এবারের ছবিটা একদমই আলাদা। ছোটবেলার হিরো ফেলুদার অ্যাসিস্ট্যান্ট, তথা তোপসের চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা কেমন ছিল তাঁর? সেই প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, 'ভীষণ মজা করে কাজ করেছি। সবাই ভীষণ ভালোবাসা দিয়েছে সেটে।' তিনি আরও বলেন, ' ইন্দ্রনীল দার সঙ্গে আগেও কাজ করেছি ছোটবেলায়। আর রানা আঙ্কেল (অভিজিৎ গুহ) তো কিছুদিন আগে একটি ধারাবাহিকে আমার বাবা হয়েছিলেন, সেখান থেকে এবার একেবারে জটায়ু! ফলে বেশ মজা করেই কাজ করেছি।'

ছবির শ্যুটিংয়ে কী মজা করতেন তাঁরা? এই প্রশ্নের উত্তরে আয়ুষ হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, 'অফস্ক্রিনে আমি আর ইন্দ্রনীল দা রানা আঙ্কেলের সঙ্গে মজা করতাম। অফস্ক্রিনের সেই মজাটাই অনস্ক্রিনে ধরা পড়েছে। আলাদা করে খাটতে হয়নি।' আয়ুষকে তো খাটতে হয়নি কিন্তু জটায়ুকে? অভিজিৎ গুহ সেই বিষয়ে জানান, 'এটা তো আর রান্না নয়। এটা চরিত্র। ফলে আলাদা করে কোনও প্রিপারেশন নিতেই হয়নি। এমনকি ছোটবেলায় যা গল্পগুলো পড়েছিলাম। এই ছবির আগে চিত্রনাট্যটা বারবার পড়েছি। আর বাবুদা (সন্দীপ রায়) যা বলেছে সেটাই শুনে চলেছি।' তিনি একই সঙ্গে বলেন, 'আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছি, এবার দর্শকদের দেখে বলার পালা। আশা করি খুব একটা মন্দ লাগবে না।'

একদমই তাই, এটা রান্না নয়, ছবি। আর সেটা তৈরি হয়ে গিয়েছে, এখন কেবল প্রেক্ষাগৃহে আসার পালা। তখনই বোঝা যাবে নতুন ফেলুদার সঙ্গে নতুন জটায়ু এবং তোপসের রসায়ন ঠিক কতটা জমেছে। দর্শকদের কতটা ভালো লাগল। আপাতত ২৩ ডিসেম্বরের অপেক্ষা। সেদিনই বড়পর্দায় মুক্তি পাচ্ছে সন্দীপ রায় পরিচালিত ছবি হত্যাপুরী।

বন্ধ করুন