ছোটপর্দায় ফিরল বহুচর্চিত রিয়ালিটি শো এমটিভি রোডিজ। নতুন সিজনের নাম ‘রোডিজ–কর্ম ইয়া কাণ্ড’। স্যান্ডি সাহাকে বিশেষ ভূমিকায় দেখা যাবে এই সিজনে। সেই নিয়ে বাড়তি উত্তেজনা বাংলার দর্শকদের। এর মাঝেই সামনে এল রবিবার রাতের এপিসোডের বিস্ফোরক প্রোমো। সেখানে ক্যামেরার সামনে ব্যক্তিগত জীবন নিয়ে খুলমখুল্লা বয়ান দিল প্রাক্তন স্লিটসভিলা প্রতিযোগী ভূমিকা বশিষ্ঠ।
ভূমিকা জানান, স্লিটসভিলা শেষ হওয়ার পর কেমনভাবে বদলে যায় তাঁর জীবন। ‘সেলেব স্টেটাস’ বজায় রাখতে টাকার দরকার ছিল তাঁর, আর টাকার সেই চাহিদাই ভুল পথে চালিত করে ভূমিকাকে। রোডিজের অডিশন মঞ্চে দাঁড়িয়ে ভূমিকা বলেন, ফেম আর গ্ল্যামারের চাকচিক্য তাঁকে অন্ধ করে দিয়েছিল। নিজের জীবনশৈলী ধরে রাখতে এক স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য কিছু ভিডিয়ো শ্যুট করেন ভূমিকা। যেখানে এক মহিলাকে চুম্বনের এবং ক্য়ামেরার সামনেই জামা-কাপড় খুলে নগ্ন হওয়ার ভিডিয়ো আপলোড করা হয়। ওই ভিডিয়োটি প্রাইভেট রাখবার কথা ছিল, কিন্তু সেটি ফাঁস করে দেওয়া হয় ইন্টারনেটে। এরপরই রোষের মুখে পড়েন ভূমিকা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ডিপ্রেশনে চলে যান তিনি।
ভূমিকার কথা শুনে ইমোশন্যাল হয়ে পড়েন গ্যাং লিডার রিয়া চক্রবর্তী। প্রায়ত অভিনেতা সুশান্তের প্রেমিকা রয়েছেন এই শো-এর মেন্টরের ভূমিকায়। তাঁকে বুকে টেনে নিয়ে প্রশংসা করেন রিয়া। প্রিন্স নরুলাও সমর্থন করেন ভূমিকাকে, জানান আরও আগে গোটা বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলা উচিত ছিল তাঁর। সঞ্চালক সোনু সুদ সাহায্যের আশ্বাস দেন ভূমিকাকে। জানান, দোষীকে উপযুক্ত শাস্তি পাওয়ানোর যথাসাধ্য চেষ্টা করবেন তিনি।
গত সিজনেই রণবিজয় সিংয়ের পরিবর্তে রোডিজের সঞ্চালনার ভার নিয়েছেন সোনু সুদ। এবার রিয়া-প্রিন্সের পাশাপাশি গ্যাং লিডারের ভূমিকায় থাকছেন গৌতম গুলাটি। সুশান্তের মৃত্যুর পর এই প্রথম কোনও প্রোজেক্ট কাজ করছেন রিয়া। তাঁর রোডিজে শামিল হওয়া নিয়ে কম বিতর্ক তৈরি হয়নি। সুশান্ত ভক্তরা এই শো-কে বয়কটের ডাক দিয়েছেন।