'ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস'-এর দ্বিতীয় সিজনের স্ট্রিমিং শুরু হয়েছে সম্প্রতি। ছবির প্রযোজক করণ জোহরের মন্তব্য, তিনি কখনও ধারণাও করতে পারেননি সীমা সাজদেহ, মাহিপ কাপুর, ভাবনা পাণ্ডে এবং নীলম কোঠারির এই শো বিশ্বব্যাপী এতটা ট্রেন্ডিং হবে।
সম্প্রতি 'ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস'দের নিয়ে নেটমাধ্যমে একটি পোস্ট করেছেন করণ জোহর। পোস্টে তাঁদের ‘সাহসী’ বলে উল্লেখ করেছেন তিনি। মাহিপ কাপুর, ভাবনা পাণ্ডে, সীমা সাজদেহ এবং নীলম কোঠারি নেটফ্লিক্স শো ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এর নতুন একটি সিজন নিয়ে ফিরে এসেছেন। আরও পড়ুন: ৪-এ পা রাখল শাহিদ-মীরা পুত্র জৈন! জমকালো জন্মদিন পার্টির অন্দরের ছবি ভাইরাল
করণের ধর্মাটিক এন্টারটেইনমেন্টের প্রযোজনায় তৈরি রিয়েলিটি শোয়ের স্টাইলের ডকুমেন্টারিটি BFF-কাম-বলিউড-স্ত্রীদের গ্ল্যামারাস জীবন নিয়ে দেখানো হয়েছে। ২ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই শো। মঙ্গলবার করণ জোহর ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট করেন। এ দিন নেটফ্লিক্স ইন্ডিয়াতে ট্রেন্ডিংয়ে ১-এ ছিল এই শো। এই সাফল্যে সকল কাস্টের প্রশংসা করেছেন করণ। আরও পড়ুন: বিন্দুমাত্র ভয় নেই শরীরে! যশের সঙ্গে ডেঞ্জার জোনে নুসরত, দেখলেই গায়ে কাঁটা দেবে
পোস্টে করণ লেখেন, ‘কখনও ভাবিনি এমন একটি দিন আসবে যেখানে আমার এই দুর্দান্ত বন্ধুরা বিশ্বব্যাপী ট্রেন্ডিংয়ে থাকবে। সুতরাং, সেই দিক থেকে দেখলে অবশ্যই এটা অদ্ভুত। আবার আনন্দেরও বলা যায়। অবশ্যই, এটি ম্যানিকিউরড এবং কৃত্রিম বলে মনে হতে পারে (আমাদের সবার নয়)। স্বীকার করতে হবে যে এই মেয়েরা নিজেদেরকে মেলে ধরার সাহস রেখেছে এবং জেনে শুনেই রেখেছে, যেন আপনারা তাঁদের দেখে মন খুলে হাসতে পারেন!!!! আমি তাঁদের জন্য গর্বিত। তাঁদের খুব ভালোবাসি। আপনারা যত খুশি ট্রোল করতে পারেন, তবে তাঁদের রক অ্যান্ড রোল থেকে থামাতে পারবে না!!!! প্রচুর লোকে শো দেখছে। এটাই দুর্দান্ত ব্যাপার।' আরও পড়ুন: কেস করেছে! এবার রেমোর ‘নাচ বেবি’ হলেন সানি লিওন, ভাইরাল ভিডিয়ো
বলিউড তারকাদের স্ত্রী’দের বাস্তব কাহিনি নিয়ে তৈরি 'ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস'। তারই দ্বিতীয় সিজন সম্প্রতি স্ট্রিমিং হচ্ছে নেটফ্লিক্সে। এই সিরিজের কেন্দ্রবিন্দুতে রয়েছেন চার বলি অভিনেতার রিয়েল লাইফ পার্টনার। সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর, সোহেল খানের প্রাক্তন স্ত্রী সীমা সাজদেহ, চাঙ্কি পাণ্ডের স্ত্রী ভাবনা পাণ্ডে এবং প্রাক্তন অভিনেত্রী তথা সমীর সোনির বেটার হাফ নীলম কোঠারি সোনি। তারকা-খচিত বন্ধু চক্রের জন্য পরিচিত তাঁরা। যার মধ্যে রয়েছেন অভিনেতা শাহরুখ খানের স্ত্রী এবং ইন্টেরিয়র ডিজাইনার, গৌরী খান। এতে ববি দেওল, জোয়া আখতার এবং মালাইকা অরোরার মতো সেলিব্রিটিদের ক্যামিও রোলেও দেখা যাচ্ছে।