সদ্যই মুক্তি পেয়েছে পুষ্পা ২। দিন কাটতে না কাটতেই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে পুষ্পা ২ চলাকালীন নাকি সিনেমা হলের মধ্যেই আল্লু অর্জুনের কিছু ভক্ত আতশবাজি, তুবড়ি, ইত্যাদি ফাটিয়েছেন। কিন্তু এটা কি সত্যি?
কী ঘটেছে?
এদিন একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয় একটি পেজের তরফে সেখানে দেখা যাচ্ছে পর্দায় যখন সিনেমা চলছে তখন সিনেমা হলের মধ্যেই একদল ব্যক্তি বাজি ফাটাচ্ছেন। কী নেই তাতে আতশবাজি থেকে তুবড়ি সহ অন্যান্য সব ধরনের বাজি আচমকাই সিনেমা হলের অন্দরে ফাটতে শুরু করে, ছিটকাচ্ছে আগুনের ফুলকি। যাঁরা দর্শক ছিলেন অনেকেই এদিক ওদিক দৌড়াতে শুরু করেন আচমকা এই ঘটনা ঘটায়। ভিডিয়ো পোস্ট করে এই পেজের তরফে লেখা হয়, 'পুষ্পা ২ নিয়ে মানুষের উত্তেজনা সত্যিই দেখার মতো।'
কিন্তু এই ভিডিয়ো কি আদতেও সত্যি? কারণ এই ভিডিয়ো দেখেই গত বছর দীপাবলির সময় মুক্তি পাও টাইগার ৩ এর কথা মনে করিয়ে দিল। সেই সময় ভাইজানের কিছু ভক্তরা হলের মধ্যে এভাবেই বাজি ফাটিয়েছিলেন। তাহলে কি সেই ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটল? না। মোটেই সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটেনি। বরং এই ভিডিয়ো সেই টাইগার ৩ এর ভাইরাল ভিডিয়ো। পুষ্পা ২ চলাকালীন এমন কোনও ঘটনা ঘটেনি।
যে ভিডিয়ো ভাইরাল হয়েছে নতুন করে সেখানে একটু খেয়াল করে সিনেমা হলের পর্দায় চলা সিনেমার সিন দেখলে যে কেউ বুঝতে পারবেন সেটা আসলে টাইগার ৩। এমনকি নেটিজেনরাও এই ভুল ধরিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: হাইপ না সত্যি! ঋতিক্বের সঙ্গে কার্যত ইরফানের তুলনা টানলেন রাজ!
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'এটা মোটেই পুষ্পা ২ নয়। এটাই ভাইজানের টাইগার ৩। বলিউডের টাইগার সলমন খান এখনও বেঁচে আছে।' কেউ আবার লেখেন, 'যা খুশি একটা লিখে চালিয়ে দিলেই হল নাকি?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'যে সময়ের ঘটনাই হোক না কেন কী প্রচণ্ড অমানবিক! কত মানুষ রয়েছেন হলে, কেউ যদি আগুনের কারণে বা ধাক্কাধাক্কিতে আহত হতেন তাহলে? এত কীসের উন্মাদনা?'
প্রসঙ্গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে পুষ্পা ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি পুষ্পা ২। মুখ্য ভূমিকায় আবারও আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা আছেন।