বাংলা নিউজ > বায়োস্কোপ > Fact Check: গুরুতর চোট পাওয়ায় বিছানা ছেড়ে উঠতে পারছে না কমেডি কুইন ভারতী সিং?

Fact Check: গুরুতর চোট পাওয়ায় বিছানা ছেড়ে উঠতে পারছে না কমেডি কুইন ভারতী সিং?

সত্যি কি অসুস্থ ভারতী? 

ভারতীর চোট পাওয়া নিয়ে ভাইরাল হওয়া এক খবরে চিন্তায় ভক্তরা। এবার তাতে নিজের প্রতিক্রিয়া দিতে দেখা গেল কমেডি কুইনকে। 

সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল প্রায়শই তারকাদের নিয়ে ছড়িয়ে পড়ে ভুয়ো খবর। কখনও কারও মৃত্যু সংবাদ ভাইরাল হয় তো কারও অসুস্থতার। এবার এটাই হল কমেডি কুইন ভারতী সিং-এর সঙ্গে। শুধু সোশ্যাল মিডিয়া নয়, এক সংবাদমাধ্যমেও ভারতীর বিছানায় শুয়ে থাকা একটা ছবি শেয়ার করে বলা হয়, অসুস্থ তিনি। এতটাই যে বিছানা ছেড়ে উঠতে পারছেন না!

এই খবর সামনে আসতেই চিন্তায় পড়ে যান অনেকে। মাসখানেক আগেই মা হয়েছেন, সন্তান জন্মের দিন পনেরো পরে ফিরেছেন কাজে। সবের মনে একটা প্রশ্নই ঘুরতে থাকে যে, হঠাৎ কী হল!

তবে এসব নিয়ে যে ভুয়ো খবর রটছে তা জানালেন ভারতী এবার নিজেই। ‘অনেক খবর আসছে আমার চোট লেগেছে। আমি উঠতে পারছি না বিছানা থেকে। এই সব ভুল। যে নিউজ চ্যানেল এই খবর দিয়েছে তাঁদের বলতে চাই আরও অনেক খবর আছে। বন্যায় যাদের ঘর ভেঙেছে তাঁদের দেখান, করোনার খবর দিন, কতজন করোনা থেকে সেরে উঠছেন সেটা দিন। কিন্তু এভাবে আমার প্রেগন্যান্সির সময়ের ছবি দিয়ে ভুয়ো খবর দেখানো একদম ঠিক নয়।’

ভারতী আরও বলেন, ‘জানি আমাকে অনেকে ভালোবাসে। আমার জন্য চিন্তা করে। তাই আপনাদের অনেক ভিউস মিলবে। কিন্তু তা বলে ভুল খবর দেখাবেন না দয়া করে। আর যারা আমার খোঁজ নিয়ে আমায় ম্যাসেজ করেছেন, তাঁদের অনেক ধন্যবাদ।’

সোশ্যাল মিডিয়ায় দোলনা থেকে পরে যাওয়ার একটা মজার ভিডিয়ো শেয়ার করেছিলেন ভারতী। সেটা নিয়েই জল এতদূর গড়ায়। আর তাতে বিরক্তি প্রকাশ করলেন ভারতী।

২ এপ্রিল মেয়ে হয় ভারতী আর হর্ষের। খুদের মুখ এখনও সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখেছেন তারকা দম্পতি। দু'জনেই জানিয়েছেন বাড়ির লোকের ইচ্ছের মান্যতা দিতেই তাঁদের এই সিদ্ধান্ত।

বন্ধ করুন