বাংলা নিউজ > বায়োস্কোপ > Fact check: দালের মেহেন্দির গান শুনে দুঃখ ভোলেন প্রিন্স হ্যারি! ভাইরাল ছবি

Fact check: দালের মেহেন্দির গান শুনে দুঃখ ভোলেন প্রিন্স হ্যারি! ভাইরাল ছবি

ভাইরাল ছবি ঘিরে তোলপার নেটদুনিয়া

Fact check: ইংল্যান্ডের যুবরাজ জানিয়েছেন, জীবনের সবথেকে খারাপ সময়ে তিনি ভারতীয় বিখ্যাত সঙ্গীত শিল্পী দালের মেহেন্দির গান শোনেন। এমনই একটি ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। টুইট করেছেন গায়ক দালের মেহেন্দি নিজে। ভাইরাল ছবি কতটা সত্যি, ফ্য়াক্ট চেক করল হিন্দুস্তান টাইমস বাংলা-

ইংল্যান্ডের যুবরাজ হ্যারির আত্মজীবনীমূলক বই ‘স্পেয়ার’। যুবরাজের জীবনের নানা অজানা কথা উঠে আসে ওই বই থেকে। সম্প্রতি নেটমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গিয়েছে লেখা রয়েছে, ইংল্যান্ডের যুবরাজ জানিয়েছেন, জীবনের সবথেকে খারাপ সময়ে তিনি ভারতীয় বিখ্যাত সঙ্গীত শিল্পী দালের মেহেন্দির গান শোনেন।

ওই ছবিতে ইংল্যান্ডের যুবরাজ হ্যারির মন্তব্যের কোট করে লেখা, ‘যখন আমি একাকিত্ব অনুভব করি, পরিবার থেকে দূরে থকি, সব সময় নিজেকে একটু সময় দিই। বসে দালের মেহেন্দির গান শুনি। তাঁর তৈরি মিউজিক আমায় অনুরণিত করে, আমি অনেক কিছু নিজের সঙ্গে মিল খুঁজে পাই।’ পাশাপাশি ইংল্যান্ডের যুবরাজ হ্যারি এবং দালের মেহেন্দির একটি ছবিও জুড়ে দেওয়া রয়েছে পোস্টের সঙ্গে। আরও পড়ুন: সুচিত্রা সেনের জন্য শাড়ি উপহার পাঠিয়েছিলেন, মহানায়িকাকে নিয়ে স্মৃতিচারণায় ফিরদৌস

বিখ্যাত সঙ্গীত শিল্পী দালের মেহেন্দি যুবরাজ হ্যারির মন্তব্য নিয়ে ছবিটি টুইট করে লেখেন, ‘আমি গুরুনানক, আমার মা এবং বাবার আশীর্বাদের জন্য কৃতজ্ঞ। আমি একটি অনন্য পপ ফোক এথনিক মিউজিক স্টাইল তৈরি করেছি। আপনাকে অনেক ভালোবাসা রইল প্রিন্স হ্যারি। ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ করুক। কৃতজ্ঞ যে আমার সঙ্গীত আপনাকে সাহায্য করেছে @টিম_সাসেক্স।’

দালের মেহেন্দি পোস্টটি শেয়ার করতেই টুইটারে হু হু করে ভাইরাল। নেটিজেনরা কেউ কেউ হাসির খোরাক করেছেন বিখ্যাত গায়ককে। কেউ লিখেছেন, ‘এটা ধোকা হয়ে গিয়েছে। কিছু মনে করবেন না। তবে আপনিই সেরা।’ কারও মন্তব্য, ‘আমি মেগানের সঙ্গে টুনাক-টুনাক গানে প্রিন্স হ্যারিকে নাচতে দেখতে চাই।’ এক নেটিজেন লিখেছেন, ‘কেউ প্লিজ ওঁকে জানাও সত্যিটা’। কেউ লিখেছেন, ‘আমাদের সত্যিটা ওঁকে জানানো উচিত।’

বিষয়টি খতিয়ে দেখেছে হিন্দুস্তান টাইম বাংলা। ফ্যাট চেকে উঠে এসেছে, ছবিটি সম্পূর্ণ ফেক। যার ফলে নেটিজেনরা হু হু করে ট্রোল করছে এই টুইট নিয়ে।

 

বন্ধ করুন