সম্প্রতি রানি মুখোপাধ্যায়ের একটি ইন্টারভিউয়ের ছবি ভাইরাল হয়েছে। যেখানে তাঁর বলা কিছু কথাকে উদ্ধৃত করা হয়েছে। কিন্তু আদৌ কি সেই কথাগুলো তিনি বলেছেন? খুঁজে দেখল হিন্দুস্তান টাইমস বাংলা।
কী ঘটেছে?
এদিন পিঙ্কভিলাকে দেওয়া রানি মুখোপাধ্যায়ের একটি ইন্টারভিউ থেকে কিছু স্ক্রিনশট পোস্ট করে তাঁর বলা কথাকে কোট করে একটি ছবি পোস্ট করা হয়। আর সেখানেই জানানো হয় রানি নাকি বলেছেন, 'নিজের মেয়েকে ভদ্র হতে শেখান। লোকসমাজে ভদ্র থাকতে অন্যদের সম্মান করতে শেখান। পুরুষতন্ত্রকে নস্যাৎ করার সময় পরে পাবেন।' আরজি কর কাণ্ডের পর যেখানে মহিলাদের নিরাপত্তা, ন্যায্য দাবি নিয়ে সকলে সরব হয়েছেন সেখানে বলিউড তথা ভারতের অন্যতম খ্যাতনামা অভিনেত্রীর মুখে এমন কথা অনেকেই মেনে নিতে পারেননি। কিন্তু এমনটা কি আদৌ রানি মুখোপাধ্যায় বলেছেন?
ফ্যাক্ট চেক?
পিঙ্কভিলার যে সাক্ষাৎকারে স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে প্রথমত এখানকার নয়ই। বরং ৮ মাস পুরোনো। এবং গোটা ইন্টারভিউতে কোথাও রানি মুখোপাধ্যায়কে এমন নারী বিদ্বেষী মন্তব্য করতে দেখা যায়নি। উল্টে তিনি বলেছেন বিয়ে করার আগে, সন্তান নেওয়ার আগে যেন প্রতিটি মেয়ে নিজের পায়ে দাঁড়ায়। নিজের পরিচিতি তৈরি করে। উপার্জন করে। এতে স্বামীর চোখে বা কাছে তার সম্মান বাড়বে। একই সঙ্গে পুরুষদের সপোর্টিভ হওয়ার কথাও বলেন। ফলে বর্তমানে যে ছবিটি ভাইরাল হয়েছে সেটা সম্পূর্ণ ভাবেই ভুয়ো।
আরও পড়ুন: 'এই শারদীয়ায় এটুকুই চাই...' রাত দুটোয় একা শহর ঘুরে বেড়ালেন মধুমিতা! দেবী দুর্গার কাছে চাইলেন কী?