বাংলা নিউজ > বায়োস্কোপ > Fact Check: মা হলেন সোনম? হাসপাতালের বিছানায় সদ্যোজাতের সঙ্গে ভাইরাল নায়িকার ছবি, তবে…

Fact Check: মা হলেন সোনম? হাসপাতালের বিছানায় সদ্যোজাতের সঙ্গে ভাইরাল নায়িকার ছবি, তবে…

সোনমের ভাইরাল ছবি ঘিরে শোরগোল

মার্চ মাসে ইস্টাগ্রাম পোস্টে মা হতে চলার সুখবর শেয়ার করে নিয়েছিলেন সোনম কাপুর। বিয়ের চার বছরের মাথায় মা হতে চলেছেন অনিল কন্যা। 

হাসপাতালের বিছানায় সন্তানকে আগলে শুয়ে রয়েছএন সোনম! প্রশান্তির হাসি নায়িকার চোখোমুখে, ফুটফুটে সন্তান বুকের উপর শুয়ে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় সোনম কাপুরের এই ছবি হু হু করে ছড়িয়ে পড়েছে। প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে থাকা সোনম কি তবে সন্তান প্রবস করে ফেললেন চুপিসাড়ে? জোর জল্পনা নেটপাড়ায়। অনেকে তো এই ছবি দেখেই শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন সোনম আর আনন্দকে।

তবে না, একটু ধৈর্য্য ধরতে হবে। সোনমের ভাবী সন্তান এখনও পৃথিবীর আলো দেখেনি। কোনও সোনম ভক্ত একটু বেশিই উৎসাহী হয়ে এই ফটোশপের মাধ্যমে এই ছবিটি বানিয়েছেন। সেখানে প্রযুক্তির সাহায্যের সোনমের মুখ জুড়ে দেওয়া হয়েছে অন্য কোনও মহিলার শরীরে। কাজটি এতটাই নিঁখুতভাবে করা হয়েছে যে একঝটকায় দেখলে আপনি সত্যি বিভ্রান্ত হতে পারেন। আসলে ভক্তদের কনফিউজ করতেই এই ছবিটি ভাইরাল করা হয়েছে।

ভাইরাল এই দুটি ছবিই ফেক
ভাইরাল এই দুটি ছবিই ফেক

গত মার্চে মা হতে চলার সুখবর প্রকাশ্যে আনেন সোনম। এরপর থেকে নিজের প্রেগন্যান্সি পর্বের নানান ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে চলেছেন সোনম। কখনও ওয়ার্ক আউটের তো কখনও হেলদি ডায়েটের। এই মুহূর্তে লন্ডনে রয়েছেন সোনম।

দিন কয়েক আগেই লন্ডনে হয়ে গিয়েছে সোনমের বেবি শাওয়ার অনুষ্ঠান। জানা যাচ্ছে, মুম্বইয়ে মেয়ের জন্য সাধের অনুষ্ঠানের আয়োজন করবেন অনিল ও সুনীতা কাপুর। তাই জোর জল্পনা লন্ডনে নয়, মুম্বইতেই সন্তানের জন্ম দেবেন সোনম। এই মুহূর্তে নয়া অতিথি আসবার উত্তেজনায় ভাসছে গোটা কাপুর পরিবার। 

 

বন্ধ করুন