আর জি করের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য। ক্ষোভের আগুন এখনও নেভেনি। এরই মধ্যে আরও এক ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের শক্তিগড়ে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর তদন্ত রুজু করেছে পুলিশ। চিকিৎসক 'তিলোত্তমা'র পর আরও এক ছাত্রীর মৃত্যুতে ফের সরব হয়েছেন শ্রীলেখা মিত্র।
পূর্ব বর্ধমানের শক্তিগড়ের ছাত্রীর মৃত্যুর খবরের লিঙ্ক পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, 'Another brutality ....another murder and probably RAPE too. Women by and large not safe in Bengal। এটাও কি আর একটা বিচ্ছিন্ন ঘটনা?' ('আরও একটা নৃশংস খুন, হয়তবা এটাও ধর্ষণ। এরপরেও বলবেন এরাজ্যে নারী সুরক্ষিত? এটাও কি আর একটা বিচ্ছিন্ন ঘটনা?) উল্লেখ্য, এই ঘটনায় এখনও পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্টের কথা ধর্ষণের কথা উল্লেখ করা নেই।
এই মৃত্যুর ঘটনায় জেলা পুলিশ সুপার অবশ্য সাফ জানিয়েছে, ‘ময়না তদন্তের রিপোর্টে পরিষ্কার উল্লেখ আছে, তরুণী খুনে ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে। ধর্ষণ করা হয়নি। যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় এধরনের খবর পোস্ট করবেন না। ভুয়ো পোস্টে পুলিশ কড়া ব্যবস্থা নেবে।’
প্রসঙ্গত আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য জুড়ে এখন আতঙ্কের ছায়া। তবে শক্তিগড়ের এই ঘটনার ক্ষেত্রে পুলিশ জানিয়েছে, ২২ বছরের ওই তরুণী বেঙ্গালুরু এক দোকানে কাজ করতেন। ১২ অগস্ট ছুটিতে তিনি শক্তিগড়ের বাড়িতে আসেন। তরুণীর পরিবার জানিয়েছে, তাঁদের মেয়ে বুধবার রাতে ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে যান। তারপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন বারবার তাঁকে ফোন করেও কোনও উত্তর পাননি বলে জানিয়েছেন।
এরপর ওই তরুণীর যখন দেহ উদ্ধার হয়, তখন তাঁর গলায় ছিল ধারালো অস্ত্রের কোপ। এদিকে এই তরুণী খুনের ঘটনায় তাঁর এক বন্ধুই জড়িত বলে অনুমান করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, শীঘ্রই অপরাধী ধরা পড়বে।