বাংলা নিউজ > বায়োস্কোপ > Fact Check: বর্ধমানে ফের তরুণীর দেহ উদ্ধার, ঘটনা নিয়ে সরব শ্রীলেখা, কিন্তু সত্যিটা কী?

Fact Check: বর্ধমানে ফের তরুণীর দেহ উদ্ধার, ঘটনা নিয়ে সরব শ্রীলেখা, কিন্তু সত্যিটা কী?

ছাত্রীর মৃত্যুতে সরব শ্রীলেখা

এই মৃত্যুর ঘটনায় জেলা পুলিশ সুপার অবশ্য সাফ জানিয়েছে, ‘ময়না তদন্তের রিপোর্টে পরিষ্কার উল্লেখ আছে, তরুণী খুনে ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে। ধর্ষণ করা হয়নি। যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় এধরনের খবর পোস্ট করবেন না।'

আর জি করের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য। ক্ষোভের আগুন এখনও নেভেনি। এরই মধ্যে আরও এক ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের শক্তিগড়ে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর তদন্ত রুজু করেছে পুলিশ। চিকিৎসক 'তিলোত্তমা'র পর আরও এক ছাত্রীর মৃত্যুতে ফের সরব হয়েছেন শ্রীলেখা মিত্র।

পূর্ব বর্ধমানের শক্তিগড়ের ছাত্রীর মৃত্যুর খবরের লিঙ্ক পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, 'Another brutality ....another murder and probably RAPE too. Women by and large not safe in Bengal। এটাও কি আর একটা বিচ্ছিন্ন ঘটনা?' ('আরও একটা নৃশংস খুন, হয়তবা এটাও ধর্ষণ। এরপরেও বলবেন এরাজ্যে নারী সুরক্ষিত? এটাও কি আর একটা বিচ্ছিন্ন ঘটনা?) উল্লেখ্য, এই ঘটনায় এখনও পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্টের কথা ধর্ষণের কথা উল্লেখ করা নেই।

এই মৃত্যুর ঘটনায় জেলা পুলিশ সুপার অবশ্য সাফ জানিয়েছে, ‘ময়না তদন্তের রিপোর্টে পরিষ্কার উল্লেখ আছে, তরুণী খুনে ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে। ধর্ষণ করা হয়নি। যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় এধরনের খবর পোস্ট করবেন না। ভুয়ো পোস্টে পুলিশ কড়া ব্যবস্থা নেবে।’

আরও পড়ুন-'এরাঁ মানুষ বলার যোগ্য নয়…', আর জি কর কাণ্ডে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে প্রকাশ্যেই সরব শ্রীলেখা

শ্রীলেখা মিত্রর পোস্ট
শ্রীলেখা মিত্রর পোস্ট

প্রসঙ্গত আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য জুড়ে এখন আতঙ্কের ছায়া। তবে শক্তিগড়ের এই ঘটনার ক্ষেত্রে পুলিশ জানিয়েছে, ২২ বছরের ওই তরুণী বেঙ্গালুরু এক দোকানে কাজ করতেন। ১২ অগস্ট ছুটিতে তিনি শক্তিগড়ের বাড়িতে আসেন। তরুণীর পরিবার জানিয়েছে, তাঁদের  মেয়ে বুধবার রাতে ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে যান। তারপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন বারবার তাঁকে ফোন করেও কোনও উত্তর পাননি বলে জানিয়েছেন।

এরপর ওই তরুণীর যখন দেহ উদ্ধার হয়, তখন তাঁর গলায় ছিল ধারালো অস্ত্রের কোপ। এদিকে এই তরুণী খুনের ঘটনায় তাঁর এক বন্ধুই জড়িত বলে অনুমান করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, শীঘ্রই অপরাধী ধরা পড়বে। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

সৌরভ নয়, বাবার সঙ্গে ঠাকুর দেখতে বের হলেন দর্শনা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী–জাতীয় শিশু দিবসের ছুটি বাতিল! বাংলাদেশে নতুন অধ্যায় Ind vs Ban 2nd T20I Live Updates- দিল্লিতে সিরিজ জয়ের লক্ষ্যে ভারতীয় দল শ্বশুরবাড়ির পুজো, স্বামী স্বর্ণেন্দুর সঙ্গে ট্রাকে করে ঠাকুর আনলেন শ্রুতি দাস বাধার পর বাধা, তাও এগোচ্ছে অভয়া পরিক্রমা? কোন কোন পুজো মণ্ডপ হয়ে যাবে? রইল রুট ইনিংসে হেরে লজ্জায় মুখ পুড়ল অস্ট্রেলিয়ার, ভারতের কাছে ‘টেস্টেও’ চুনকাম অজিরা স্কুলবাসে আগুন লেগে মৃত ২৩, শেষকৃত্য করলেন থাইল্যান্ডের সন্ন্যাসীরা Healthy Juice: করলার রস এই কারণে অমৃতের সমান সন্তান আসার পর শুধুই দূর-ছাই করেছেন একসময়ের আদরের পুটুকে, আজ সেই ভুলেরই…: পরীমনি সিজারের পর রক্তক্ষরণ, পুনরায় সেলাই করতে গিয়ে মৃত্যু প্রসূতির, বিক্ষোভ পরিবারের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.