ক্যাটরিনা-ভিকির রাজকীয় বিয়ের পর্ব মিটেছে দু-দিন আগেই। তবে সেই বিয়ের ঘোর এখনও কাটিয়ে উঠতে পারছে নেটপাড়ার বাসিন্দরা। ফেসবুক, টুইটার-সর্বত্রই ‘ভিক্যাট’-এর ঝাঁ চকচকে বিয়ের সব ছবি। স্বপ্নের সেই বিয়ে নিয়ে কম আলোচনা তো হল না গত কয়েকদিন ধরে! ক্যাটরিনা-ভিকির বিয়ের জেরে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছিল রাজস্থানের ৭০০ বছরের পুরোনো দুর্গকে। সোয়াই মাধোপুরের বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টের নিশ্ছিদ্র নিরাপত্তা টপকেও ফাঁস হয়েছিল নবদম্পতির ছবি। আবছা হলেও সেই ছবি দেখেও সাময়িকভাবে দিলখুশ ছিল ক্যাটরিনা-ভিকির ভক্তদের। ওই কথায় আছে না নেই মামার চেয়ে কানা মামা ভালো।
বৃহস্পতিবার সন্ধ্যাতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি ভিডিয়ো, সেখানে এক ফোর্টের বারান্দায় মালাবদল সারতে দেখা গিয়েছিল বর-কনেকে। আলোর রোশনাই, অতিথিদের করতালিতে ভরপুর সেই ঝাপসা ভিডিয়োটি ক্যাটরিনা-ভিকির 'বরমালা' অনুষ্ঠানের তেমনটাই দাবি করা হয়েছিল। সাত পাঁচ না ভেবে ওই ভিডিয়োটি জমিয়ে শেয়ার করেছে নেটিজেনরা। কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছে শুভেচ্ছা বার্তায়। কিন্তু সত্যিটা সামনে আসতেই হতবাক সকলে। যে ভিডিয়োটি সকলে ভিক্যাট জুটির বিয়ের অনুষ্ঠানের প্রথম ভিডিয়ো বলে ভেবেছিল ওটি আদতে দক্ষিণী সুপারস্টার রাম চরণের শ্যালিকা অনুশপলা কামিনেনির বিয়ের ভিডিয়ো। দিন কয়েক আগেই আরমান ইব্রাহিমের সঙ্গে হায়দরাবাদে অবস্থিত ডোমাকোন্ডা দূর্গে বিয়ের পর্ব সারেন অনুশপলা।
ভালোভাবে লক্ষ্য করলেই দেখা যাবে ওই ভিডিয়োতে যে কনেকে দেখা যাচ্ছে তাঁর পরনে রয়েছে হালকা গোলাপি রঙা শাড়ি, অথচ ক্যাটরিনা তাঁর বিয়েতে লাল লেহেঙ্গা পরেছিলেন। শুধু তাই নয়, ক্যাটরিনা-ভিকির বরমালা-র ছবিও সামনে এসেছে ইতিমধ্যেই। দিনের আলোতেই মালাবদল সেরেছেন তারকা দম্পতি সেটা তো নীচের ছবিটিই বলে দিচ্ছে। সুতরাং ভাইরাল ভিডিয়োটি যে ফেক তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।