স্টার জলসায় আসছে নতুন দুটি মেগা সিরিয়াল- দুই শালিক এবং রাঙামতি তীরন্দাজ। নতুন মেগাকে জায়গা করে দিতে নিঃসন্দেহে কোপ পড়বে পুরোনো সিরিয়ালে। সেইমতোই মাত্র ৭ মাসেই বন্ধ হচ্ছে স্টার জলসার চলতি মেগা ‘বঁধুয়া’। রেজওয়ান রব্বানি শেখ এবং নবাগতা জ্যোতির্ময়ীর অন্যরকম প্রেমের গল্প নিয়ে শুরু হয়েছিল এই মেগা সিরিয়াল।
গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সম্প্রচার শুরু হয় ‘বঁধুয়া’র। মেয়েবেলায় ঘনিষ্ঠের হাতে হেনস্থার শিকার পেখম, সেই কারণেই পুরুষের স্পর্শ তাঁকে বিচলিত করে তোলে। তবে স্বামীর সাপোর্টে সব ভয়কে জয় করে নিজের হেনস্থাকারীকে শাস্তি দিয়েছে পেখম। গল্পের কনস্টেপ্ট অন্যরকম হলেও টিআরপি তালিকায় তার বিশেষ প্রভাব পড়েনি। বরং লাগাতার স্লট হার থেকেছে এই মেগা।
অবশেষে খানিক বাধ্য হতেই বঁধুয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্টার জলসা কর্তৃপক্ষ। গত ২২শে সেপ্টেম্বর অর্থাৎ রবিবারই শেষ দিনের শ্যুটিং হয়ে গিয়েছে এই মেগার। সিরিয়াল বন্ধের খবরে সিলমোহর দিয়েছেন আবির স্বয়ং। এই সপ্তাহ শেষেই টিভির পর্দা থেকে বিদায় নিচ্ছে আবির-পেখমের গল্প। শনিবার অর্থাৎ ২৮শে সেপ্টেম্বর শেষ সম্প্রচার ‘বঁধুয়া’র।
‘নবাব নন্দিনী’ শেষ হয়েছিল গত বছর মার্চে। তারপর লম্বা অপেক্ষার পর বঁধুয়ার সঙ্গে ছোটপর্দায় ফিরেছিলেন রেজওয়ান। তবে এই ফেরা পুরোপুরি সার্থক এমনটা বলা যাবে না।
এখনও পর্যন্ত জলসার আসন্ন মেগা রাঙামতি তীরন্দাজে লিড রোলে রয়েছেন নবাগতা মনীষা মন্ডল। গ্রামের মেয়ের তীর-ধনুক চালিয়ে দেশের প্রতিনিধিত্ব করবে অলিম্পিকে, এমনই স্বপ্ন দিয়ে সাজানো এই মেগার গল্প। মনীষার বিপরীতে এই সিরিয়ালে থাকছেন নীলাঙ্কুর। যাঁকে দেখা যাবে পাইলটের ভূমিকায়।
অন্যদিকে ক্রেজি আইডিয়াস প্রোডাকশনের আসন্ন মেগা দুই শালিকে দেখা যাবে দুই যমজ বোনের গল্প। যেখানে মুখ্য চরিত্র থাকছেন তিতিক্ষা দাস এবং নন্দিনী দত্ত। এই সিরিয়ালে নায়কের ভূমিকায় থাকবেন অর্কপ্রভ এবং সায়ন বসু। সুতরাং পুজোর আগে ডবল ধামাকার ডোজ নিয়ে আসছে এই দুই মেগা। দুই শালিক নাকি রাঙামতি তীরন্দাজ, বঁধুয়ার জাগয়া নেবে কোন সিরিয়াল, তা এখনও স্পষ্ট নয়।