বাংলা নিউজ > বায়োস্কোপ > আমিরের বিরুদ্ধে ফের চরম ক্ষোভ উগরে দিলেন ভাই ফয়জল! শুনলে স্তম্ভিত হয়ে যাবেন

আমিরের বিরুদ্ধে ফের চরম ক্ষোভ উগরে দিলেন ভাই ফয়জল! শুনলে স্তম্ভিত হয়ে যাবেন

দাদা আমিরের সঙ্গে ফয়জল। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)

সম্প্রতি এক সাক্ষাতকারে 'মেলা' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর তাঁর আর দাদা আমিরের মধ্যে কী কথা হয়েছিল তা খোলসা করেই বলেছেন ফয়জল খান। সেই সাক্ষাতকারে আমিরের বিরুদ্ধে ফের চরম ক্ষোভ উগরে দিলেন

২০০০ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল 'মেলা'। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছিল আমির খান এবং তাঁর ছোট ভাই ফয়জল খান-কে। তবে সুই ভাই মিলেও সেই ছবিকে বাঁচাতে পারেননি। বক্স অফিসে ভরাডুবি হয়েছিল 'মেলা'-র। তীব্র সমালোচনায় এই ছবিকে ভরিয়ে দিয়েছিল ছবি সমালোচকের দল। ছবির এই দশার পর ভাই ফয়জলকে নাকি রাখঢাক না রেখে আমির সোজাসুজি জানিয়ে দিয়েছিলেন অভিনয়টা একেবারেই আসে না ফয়জলের। তাই সে যেন রুজি রোজগারের জন্য এইমুহূর্তে অন্য পথ বেছে নেয়!

সম্প্রতি এক সাক্ষাৎকারে 'মেলা' এবং আমির খান নিয়ে প্রসঙ্গ উঠলে সরাসরি একথা নিজেই জানিয়েছেন ফয়জল। যদিও এর আগে অন্য একটি সাক্ষাৎকারে 'মেলা'-র এই অভিনেতা জানিয়েছিলেন ওই ছবি ফ্লপ হওয়ার পরে তিনি বিভিন্নপ্রযোজক-পরিচালকদের দরজায় ঘুরে ঘুরেও কোনও কাজ পাননি।সেই সময় আমির তাঁকে কোনও সাহায্য করেছেন কি না, এ প্রশ্নের জবাব সম্ভবত আমিরই সবথেকে ভালো দিতে পারবেন। অবশ্য এর পরে রওনক কোটেচার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাতকারে 'মেলা' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর তাঁর আর আমিরের মধ্যে কী কথা হয়েছিল তা খোলসা করেই বলেছেন ফয়জল।

আমিরের ছোট ভাইয়ের কথায়, 'মেলা ফ্লপ হওয়ার পর আমাকে সরাসরি দাদা জানিয়েছিল আমার দ্বারা অভিনয়টা একেবারেই আসে না। তাই আমি যেন যত তাড়াতাড়ি সম্ভব জীবিকার জন্য অন্য পথ বেছে ফেলি চটপট। যদিও পরে জানা গেছিল ওই ছবি ফ্লপ করার পিছনে আরও নানান রকম কারণ ছিল তবু সেই সময় মুখ বুজে সব কথা হজম করেছিলাম। আর দেখুন , যেখানে আমি নিজেই মনে করেছিল আমি ফালতু অভিনেতা সেখানে কী করে ওঁর কাছেই ফের কাজের কথা বলব? কী করে ওঁর কাছে অভিনয়ের সুযোগ চাওয়ার তদ্বির করব?'

যদিও পরে আমির খানের প্রযোজনা সংস্থায় চিত্রনাট্য লেখা, দেখভাল ও ঝাড়াই বাছাইয়ের কাজ করেছেন ফয়জল। বর্তমানে নিজের পরিচালিত ছবি 'ফ্যাক্টরি' নিয়ে দারুণ ব্যস্ত রয়েছেন তিনি।

বায়োস্কোপ খবর

Latest News

নগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে জানুন ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল মঙ্গলদই লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য IPL 2024: ফের চারশো পার কোহলির, রায়না-ওয়ার্নারকে পিছনে ফেলে গড়ে ফেললেন নজির তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ‘হিজড়া’ বললেন কারামন্ত্রী অখিল গিরি করিমগঞ্জ লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য বীরভূমের বিজেপি প্রার্থী কোটিপতি, এক বছরেই তিন গুণ আয় বৃদ্ধি, দাবি হলফনামায় এপ্রিলে বেরোচ্ছে না উচ্চমাধ্যমিকের রেজাল্ট, তাহলে কবে? দেখতে পাবেন HT বাংলায় মে'র শুরুতেই মাধ্যমিকের রেজাল্ট, কবে ফলপ্রকাশ? এসে গেল দিনক্ষণ, কীভাবে দেখবেন? ‘ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিয়ে আম্বেদকরের পিঠে ছুরি মেরেছে’ কংগ্রেসকে তোপ মোদীর 'নম্বরটাই গুরুত্বপূর্ণ, দাড়ি-গোঁফ নয়' - ট্রোলের জবাবে বিস্ফোরক টপার প্রাচী

Latest IPL News

IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.