বাংলা নিউজ > বায়োস্কোপ > Narayan Debnath: ইচ্ছা ছিল বাঁটুলকে দিয়ে করোনা তাড়াবেন, বলছেন পরিবারের সদস্যরা

Narayan Debnath: ইচ্ছা ছিল বাঁটুলকে দিয়ে করোনা তাড়াবেন, বলছেন পরিবারের সদস্যরা

বাঁটুলের একটি অ্যাডভেঞ্চার অপূর্ণ থেকে গেল। (ছবি: রাহুল মজুমদার)

বাংলাদেশ বা কার্গিলে গিয়ে শত্রুদের শায়েস্তা করার কাজ অনেক কাল আগেই করেছে বাঁটুল। পরিকল্পনা ছিল বাঁটুলকে দিয়ে করোনা তাড়াবেন। সেই স্বপ্নপূরণ হল না নারায়ণ দেবনাথের।

এখনও তাঁর কাজের টেবিলে রং-তুলি-আঁকার কাগজ। মনে হয়, এই বুঝি তিনি এসে আবার কাজে বসবেন। সাদা কাগজে প্রথমে রেখাচিত্রের মতো করে এঁকে নেবেন বাঁটুল-হাঁদা-ভোঁদা-নন্টে-ফন্টেদের। তার পরে পাশের চিনেমাটির গ্লাসের জলে তুলি ভিজিয়ে তাতে লাগিয়ে নেবেন রং। সেই রঙে কখনও রাঙিয়ে দেবেন বাঁটুলে জামা, কখনও বাহাদুর বেড়ালের ঘরের দেওয়াল। 

এই কাজের টেবিলে একগাদা কাজ বাকি রেখেই অনির্দিষ্টের পথে যাত্রা করেছেন নারায়ণ দেবনাথ। মঙ্গলবার সকালে। শিল্পীর পরিবারের মানুষরা মেনেও নিতে পারেননি এই ঘটনা। এর আগেও বহু বার নারায়ণবাবু অসুস্থ হয়ে পড়েছেন। গুজব ছড়িয়েছে, তিনি আর নেই। তবু সে সব গুজবকে মিথ্যা প্রমাণ করেই সুস্থ হয়েছেন শিল্পী। ফিরেছেন কাজেও। পরিবারের সকলেই চেয়েছিলেন, এবারেও যেন তেমনই হয়, বাড়ি ফিরে আসেন উনি। কিন্তু এবার তা হল না। 

‘উনি পাঁচ প্রজন্মকে দেখেছেন। আমার ছেলেকেও উনি ছবি এঁকে দিয়েছেন’, সংবাদমাধ্যমকে বলেছেন নারায়ণবাবুর নাতি। বলেছেন, নারায়ণ দেবনাথের বিদায় আসলে একটা বিরাট প্রজন্মের শেষ হওয়া, তার যবনিকা পতন হওয়া।

গত দু’বছর ধরে কোভিডের আতঙ্কে ভুগছে গোটা পৃথিবী। নারায়ণবাবু কি এই নিয়েও কমিকস আঁকার কথা ভেবেছিলেন? এর আগে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং কার্গিলে যুদ্ধের সময়ে নারায়ণবাবুর ‘বাঁটুল দি গ্রেট’ হাজির হয়েছিল সেখানে। নিজস্ব ঢঙে শত্রুপক্ষকে নাকানিচোবানি খাইয়েছিল সে। এভাবেই বারবার সমসাময়িক পরিস্থিতির ছবি উঠে এসেছে তাঁর তুলিতে। করোনাই বা তাহলে ব্রাত্য থাকবে কেন? 

নারায়ণ দেবনাথের ছেলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, করোনা নিয়েও কমিকস আঁকার পরিকল্পনা ছিল তাঁর। ভেবেছিলেন, বাঁটুলকে দিয়ে জব্দ করবেন করোনাকে। কিন্তু সেটি আর হল না। টেবিল ভর্তি রং-তুলি-আঁকার কাগজে সে সব অপূর্ণ কাজের ছোঁয়া এখন দেখতে পাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা, অনুরাগীরা।

বায়োস্কোপ খবর

Latest News

‘‌অমিত শাহ একজন গুণ্ডা দাঙ্গাবাজ’‌, কর্নাটক মুখ্যমন্ত্রীর ছেলের আক্রমণে তোলপাড় ওখান থেকেও আয় হয়…হলফনামায় দাবি জলপাইগুড়ির BJP প্রার্থীর, জনতার চোখ ছানাবড়া! কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.