রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে হাসিনা সরকারে দেওয়া জমির বরাদ্দ বাতিল করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যেই এই মর্মে বংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের তরফে একটা নির্দেশিকা জারি করা হয়েছে। জানানো হয়েছে, ঢাকার মোহম্মদপুরে রামচন্দ্রপুর খালের উপর লিজ নেওয়া 'সুরের ধারা' জমিটি সরকার বাতিল করেছে।
ঠিক কী লেখা হয়েছে বাংলাদেশের বর্তমান সরকারে ভূমি মন্ত্রণালয়ের তরফে?
নির্দিশিকায় রয়েছে 'সুরের ধারা'র চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যাকে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়া ঢাকার মোহাম্মদপুর থানার অধীনে রামচন্দ্রপুর মৌজা ১ নম্বরে ০.৫১২০ একর জমি, যেটা কিনা সিএস হতে আরএস রেকর্ডে ‘খাল’ শেণিভুক্ত থাকায় উক্ত বন্দোবস্ত বাতিল করা হলো। এবিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে ভূমি মন্ত্রণালয়েতরফে ঢাকার জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, প্রসঙ্গত, ১৯৯২ সালে ‘সুরের ধারা’ গানের স্কুলটি গড়ে তোলেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। খালকে নাল জমি দেখিয়ে রেজওয়ানা চৌধুরী বন্যাকে ৯৯ বছরের জন্য এই জমি ইজারা দেওয়া হয়েছিল বলে সেদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তখন স্কুলটির উদ্বোধন করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, প্রাক্তন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রাক্তন মেয়র মো. আতিকুল ইসলাম সহ অন্যান্যরা।
আরও পড়ুন-দাদাগিরি ২ বিজয়ী অভিনেতার মৃত্যু, ৩৫-এই চলে গেলেন নীতিন, ঠিক কী ঘটেছিল?
আরো পড়ুন-পর্দায় 'বঙ্গবন্ধুর' চরিত্রে অভিনয়, এবার তাই ১০ কাঠা জমি হারালেন বাংলাদেশের আরিফিন শুভ!
রেজওয়ানা চৌধুরী বন্যা এমন একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী যিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক স্বাধীনতা পুরস্কার পেয়েছেন ২০১৬ সালে। ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পদ্মশ্রী পেয়েছেন ২০২৪ সালে। পশ্চিমবঙ্গ সরকারের তরফেও এই শিল্পীকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করা হয়। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ও নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন পদে কর্মরত রয়েছেন।
প্রসঙ্গত বেশকিছুদিন আগেই পর্দার 'মুজিব', অভিনেতা আরিফিন শুভর ১০ কাঠা জমি বাতিল করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।