বাংলা নিউজ > বায়োস্কোপ > 'দোকানটাই তো সব, এবার খাব কী?' হকার উচ্ছেদে সিঁদুরে মেঘ দেখছেন নন্দিনী দিদি-সাগররা, প্রশাসনের কাছে কী আবেদন করলেন?

'দোকানটাই তো সব, এবার খাব কী?' হকার উচ্ছেদে সিঁদুরে মেঘ দেখছেন নন্দিনী দিদি-সাগররা, প্রশাসনের কাছে কী আবেদন করলেন?

হকার উচ্ছেদে মাথায় হাত নন্দিনী দিদি-সাগরদের

Hawker Eviction: গোটা শহর জুড়ে চলছে হকার উচ্ছেদ। মাথায় হাত পড়েছে দোকান মালিকদের। এবার এই বিষয় নিয়ে কী বলছেন জনপ্রিয় স্ট্রিট ফুড বা রাস্তার পাশের খাবার দোকানের মালিকরা?

সম্প্রতি গোটা রাজ্য জুড়ে চলছে হকার উচ্ছেদ। স্বাভাবিক ভাবেই মাথায় হাত পড়েছে দোকান মালিকদের। 'ফুটপাথ দখল মুক্ত করতে হবে'-র নির্দেশে এক প্রকার ঘুম উড়েছে তাঁদের। এবার এই বিষয় নিয়ে জনপ্রিয় স্ট্রিট ফুড বা রাস্তার পাশের বিখ্যাত ভাতের দোকানের মালিকরা কী বলছেন?

আরও পড়ুন: বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই প্রিয়জনকে হারালেন কৌশাম্বি, কার জন্য লিখলেন, 'আমায় এবার কে বুঝবে...'?

হকার উচ্ছেদ নিয়ে কী বলছেন সাগর, নন্দিনী দিদিরা?

ফুড ব্লগারদের দৌলতে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ট্রেন্ডে আজ অনেক রাস্তার ধারের খাবারের দোকানের লোকেশন এবং মালিকরা পরিচিত। এঁদের মধ্যে অবশ্যই নাম করা যেতে পারে রাগী মাসি, নন্দিনী দিদি, সাগর, প্রমুখদের। তাঁরা সকলে এই হকার উচ্ছেদের বিষয়টা নিয়ে কী ভাবছেন, বা কীভাবে বিষয়টা দেখছেন জানালেন।

রাস্তার ধারে হারমাশ কালি করে সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে খদ্দেরদের মুখে খাবার তুলে দেন তাঁরা। আর দোকানের সেই আয় দিয়েই চলে তাঁদের সংসার। তাই স্বাভাবিক ভাবেই এভাবে হকার উচ্ছেদ দেখে মনে আশঙ্কার মেঘ উঁকি দিয়েছে তাঁদের। নন্দিনী দিদি এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে জানিয়েছেন, 'দোকানটাই যদি না থাকে আগামী দিনে খাব কী? কোথায় যাব? আমাদের দিকটাও তো ভাবা উচিত। এই দোকানই তো সব আমাদের। সরকারের কাছে আবেদন করব যাতে আমাদের কিছু ব্যবস্থা করে দেওয়া হয়।'

রাগী মাসি জানিয়েছেন তিনি আগের তুলনায় রান্না করা কমিয়েছেন। কম পরিমাণে রান্না করছেন কারণ অনেকের থেকেই মাসিক টাকা নেওয়া আছে তাঁর। হোটেল তিনি বন্ধ করবেন না, তাহলে তাঁর চলবে না।

আরও পড়ুন: প্রথমদিনই ভারতে প্রায় ১০০ কোটি ছুঁয়ে ফেলল প্রভাস-দীপিকার কল্কি ২৮৯৮ এডি! বিশ্বজুড়ে কত লক্ষ্মী লাভ হল?

আরও পড়ুন: 'ওঁর কন্ঠ রোধ করা যাবে না...' এবারের পেন পিণ্টার প্রাইজ পাচ্ছেন অরুন্ধতী রায়

তবে মুখ্যমন্ত্রীর এই নির্দেশে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন রাসবিহারী গড়িয়াহাট অঞ্চলের জনপ্রিয় খাবার দোকানের মালিক সাগর। তিনি জানিয়েছেন, 'আমি পজিটিভ দিকটাই দেখি। প্রশাসন হয়তো আমাদের ভালোর জন্যই এটা করছে। মুখ্যমন্ত্রী হয়তো চাইছেন পরবর্তীতে আমরা যেন আরও বেশি করে গুছিয়ে দোকান করতে পারি।'

তবে সম্প্রতি নতুন করে বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এক মাস সময় দেওয়া হবে। হকারদের তিনি বেকার করে দিতে চান না। তবে ফুটপাথ দখল মুক্ত হোক সেটা তিনি চান। তবে দুটো দিক একসঙ্গে কীভাবে বজায় রাখা হবে সেটা এখনই সুস্পষ্ট নয়।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

শনিতে বৃষ্টি ১৪ জেলায়! ভারী বর্ষণেও ভাসবে বাংলা? লক্ষ্মীপুজোয় একই অবস্থা হবে কি? শততম বর্ষে কুমারী পুজো জয়রামবাটিতে, দেবী দুর্গার আরাধনা মা সারদার জন্মভিটেয় বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.