বাংলা নিউজ > বায়োস্কোপ > Munawwar Rana: CAA বিরোধিতা করে আলোচনায় এসেছিলেন, সঙ্কটজনক উর্দু কবি মুনওয়ার রানা, দেওয়া হল ভেন্টিলেটরে

Munawwar Rana: CAA বিরোধিতা করে আলোচনায় এসেছিলেন, সঙ্কটজনক উর্দু কবি মুনওয়ার রানা, দেওয়া হল ভেন্টিলেটরে

মুনওয়ার রানা, উর্দু কবি

সুমাইয়া লেখেন, ‘গত কয়েকদিন ধরে আমার বাবার স্বাস্থ্য ভালো যাচ্ছে না। ডায়ালাইসিসের সময় তাঁর পেটে ব্যথা হচ্ছিল। আর তাই চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি করে নেন। সিটি স্ক্যানে জানা যায়, ওঁর গল ব্লাডারে কিছু সমস্যা রয়েছে। পরে অস্ত্রোপচারও করা হয়। তিনি বর্তমানে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।'

আশঙ্কাজনক অবস্থায় ২২ মে থেকে হাসপাতালে চিকিৎসাধীন উর্দু কবি মুনওয়ার রানা। ভেন্টিলেটরে দেওয়া হল তাঁকে। বৃহস্পতিবার সকালে ১১টার হাসপাতালের তরফে দেওয়া হেলফ বুলেটিনে বলা হয়, মুনওয়ার রানার গলব্লাডারে পুঁজ হয়ে গিয়েছেন, সেখান থেকেই  তাঁর সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। প্রখ্যাত শিল্পী ইতিমধ্যেই কিডনি রোগ, অতিরিক্ত সুগার এবং হাই ব্লাড প্রেসারের দীর্ঘস্থায়ী সমস্যায় ভুগছেন।

উর্দু কবি মুনওয়ার রানার শারীরিক পরিস্থিতির কথা জানিয়ে তাঁর মেয়ে ও সমাজবাদী পার্টি নেত্রী সুমাইয়া তাঁর বাবার আরোগ্য কামনা করে অনুরাগীদের প্রার্থনা করতে বলেছেন। সুমাইয়া ফেসবুক পোস্টে লেখেন, ‘অনুগ্রহ করে আমার বাবার জন্য প্রার্থনা করুন। তিনি আইসিইউতে আছেন এবং কঠিন রোগের সঙ্গে লড়াই করছেন। বাবার জন্য প্রার্থনা করবেন।’ তিনি বুধবার রাতে তার মুনওয়ার রানার স্বাস্থ্যের অবনতির কথা জানিয়ে জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন মুনওয়ার রানার মেয়ে।

ভিডিও বার্তায় সুমাইয়া লেখেন, ‘গত কয়েকদিন ধরে আমার বাবার স্বাস্থ্য ভালো যাচ্ছে না। তাঁকে লখনউয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডায়ালাইসিসের সময় তাঁর পেটে ব্যথা হচ্ছিল। আর তাই চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি করে নেন। সিটি স্ক্যানে জানা যায়, ওঁর গল ব্লাডারে কিছু সমস্যা রয়েছে। পরে অস্ত্রোপচারও করা হয়। তিনি বর্তমানে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।'

আরও পড়ুন-Exclusive Super Singer Subhadeep: মায়ের ‘পায়ে’ খরচ করতে চান পুরস্কারের টাকা, সুপার সিঙ্গার শুভদীপের আছে আরও স্বপ্ন

আরও পড়ুন-সতীন কাঁটা! স্বামী ফাহাদ আহমেদের ‘আসল স্ত্রী’র কথা সামনে আনলেন স্বরা ভাস্কর

সুমাইয়া আরও লেখেন, ‘বর্তমানে আমার বাবা চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং ওঁর চিকিৎসা চলছে। চিকিৎসকরা সংক্রমণের বিস্তার কমানোর চেষ্টা করছেন। আগামী ৭২ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। আশাকরি বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।’

২০১৭ সালে মুনাওয়ার রানার ফুসফুস ও গলার সংক্রমণে শিকার হয়। তখন তাঁকে লখনউয়ের এসজি-পিজিআই-তে ভর্তি করা হয়। কবির দুই হাঁটুতেও অস্ত্রোপচার করা হয়। এছাড়াও বহু বছর ধরে তাঁর ডায়ালাইসিস চলছিল। কিডনির সমস্যার কারণে তিনি দিল্লিতেও চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখযোগ্যভাবে, মুনাওয়ার রানাকে ২০১৪ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার দেওয়া হয়। তবে, বিজেপি সরকার সমাজে অসহিষ্ণুতা বাড়াচ্ছে এমন অভিযোগ করে ২০১৫ সালে তিনি পুরস্কার ফিরিয়ে দেন।কৃষকদের আন্দোলনের সময় সংসদ ভবন ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কথা বলে শিরোনামে উঠে আসেন। এর আগে CAA বিরোধী বিক্ষোভের সময় মুনওয়ার রানা ও তাঁর মেয়ে প্রতিবাদকারীদের সমর্থন করেছিলেন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য একই আসনে জোড়া প্রার্থী বিজেপির, দেবাশিসের পর এলেন দেবতনু, জমা পড়ল মনোনয়ন কাঙ্কের লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য রাজনন্দগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: হারের হ্যাটট্রিক আটকানোই টার্গেট বাঘেলের রাহুল,হেমাদের ভাগ্য নির্ধারিত হবে দ্বিতীয় দফার ভোটে,নজরকাড়া কেন্দ্র কোনগুলি? ভাগলপুর লোকসভা কেন্দ্র ২০২৪: একদা গড়ে ফের জয়ের আশায় কংগ্রেস কাটিহার লোকসভা কেন্দ্র ২০২৪: অতীতে বারবার হয়েছে হাতবদল, এবার প্রেস্টিজ ফাইট

Latest IPL News

মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.