বিয়ে করেন জার্মান মহিলাকে। এবার বাবা হলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। প্রথম সন্তানের জন্মের সুখবর নিজেই দিয়েছেন ধ্রুব। সোশ্যাল মিডিয়ায় নিজের সদ্যজাত সন্তানের ছবি শেয়ার করে ইউটিউবার লিখেছেন, ‘এই বিশ্বে আমাদের ছোট্ট শিশু পুত্রটিকে বিশ্বে স্বাগত জানাচ্ছি’। এই পোস্টের সঙ্গে ধ্রুব রাঠি একটা লাভ ইমোজিও জুড়ে দিয়েছেন৷
নিজের x হ্যান্ডেল, ইনস্টাগ্রাম হ্যান্ডেল সহ সমস্ত সোশ্যাল মিডিয়াতেই নবজাতকের ছবি পোস্ট করছেন ধ্রুব রাঠি। এমনকি পাপারাৎজি ভাইরাল ভায়ানির সোশ্যাল মিডিয়াতেও উঠে এসেছে সেই পোস্ট।
প্রসঙ্গত, ধ্রুব রাঠির ইউটিউব ভিডিওগুলি ভীষণভাবে জনপ্রিয়। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্ষমতাসীন বিজেপিকে লক্ষ্য করে তাঁর কিছু ভিডিও ভাইরাল হয়।
ব্যক্তিগত জীবনে ধ্রুব রাঠি একজন জার্মান নাগরিক জুলি এলব্র-রাঠিকে বিয়ে করেছেন৷ ইউটিউবার ও তাঁর স্ত্রীকে তাঁর রাজনৈতিক ভিডিও ইন্টারনেটে ঝড় তোলার পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আক্রমণের শিকারও হতে হয়।
প্রসঙ্গত, আরজি করের মৃত চিকিৎসককে নিয়ে ভিডিয়ো বানাতে গিয়েও ক্ষোভের মুখে পড়ছিলেন ইউটিউবার ধ্রুব। কারণ, তিনি নিজের সেই ভিডিয়োতে নিয়ম ভেঙে মৃতার নাম ফাঁস করে বসেছিলেন। এরপরই তুমুল সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। বাধ্য হয়ে তিনি পরে সেই ভিডিয়ো ডিলিট করে দেন। কেউ কেউ বলেন যে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে সেই ভিডিয়ো ডিলিট করে দিয়েছেন।
সেসময় এই বিতর্কের মধ্যে এক নেটিজেনধ্রুবকে কটাক্ষ করে লিখেছিলেন, 'এর আগে মোদীর সরকার নিয়ে নানা বিরোধিতা মূলক পোস্ট করলেও মমতার সরকারের বিরুদ্ধে সুর চড়ানোর সাহস নেই। তাও নাকি লোকজন একে বিপ্লবী বলে!'
তবে সাফাই দিয়ে ধ্রুব জানিয়েছেন, তিনি মৃতার নাম তাঁর পোস্টে নেওয়ায় অনেকে সেটার বিরোধিতা করেছেন বলে তিনি সেই পোস্ট সরিয়ে দিয়েছেন। একজনের কমেন্টের উত্তরে ইউটিউবার লিখেছিলেন, 'অনেকে আমার ভুল ধরিয়ে দিয়ে মৃতাকে নির্ভয়া ২ বলায় ইনসেনসিটিভ বলছেন। তাই ভাবলাম ওঁরা হয়তো ঠিক। তাই ডিলিট করে দিলাম।'