বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh-Salman: সলমনকে ‘GOAT’ তকমা 'পাঠান’-এর, টাইগারের পাশে একটু জায়গা চাইলেন শাহরুখ

Shah Rukh-Salman: সলমনকে ‘GOAT’ তকমা 'পাঠান’-এর, টাইগারের পাশে একটু জায়গা চাইলেন শাহরুখ

‘পাঠান’ ছবির দৃশ্যে সলমন-শাহরুখ

Shah Rukh Khan on Salman: শাহরুখের সাফ কথা, ভাইজানের সঙ্গে মোকাবিলা অসম্ভব! ‘পাঠান’-এর সাফল্যের মাঝেই টুইটারে ফ্যানেদের সঙ্গে ফের আড্ডা জামালেন কিং খান। 

‘পাঠান’-এর ত্রাতা হিসাবে এন্ট্রি ‘টাইগার’ সলমনের। শাহরুখ খানের কামব্যাক ছবি ‘পাঠান’-এর অন্যতম হাই-পয়েন্ট সলমন খানের ক্যামিও। পর্দায় করণ-অর্জুনকে একসঙ্গে দেখে সিটি-হাততালিতে ফেটে পড়েছে সিনেমা হল। শাহরুখ ফ্যানেদের চার বছরের প্রতীক্ষা পুরোপুরি সফল, মুক্তির প্রথম তিন দিনেই রেকর্ড গড়ে বিশ্ব বক্স অফিসে ৩০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে শাহরুখ খানের ছবি।

ছবি মুক্তির পর ফের একবার টুইটারে ফিরলেন শাহরুখ। আবারও ফ্যানেদের সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন বাদশা। শনিবার বিকালে টুইট বার্তায় শাহরুখ লেখেন, ‘আমার ভালো লাগছে এটা ভেবে যে তোমাদের পাঠান ভালো লাগছে। চটজলদি একটা #AskSRK সেশন হয়ে যাক, আরেকটু ভালোবাসা ভাগ করেনি… আর প্রশ্নগুলো যেন প্রাণবন্ত হয়’।

সলমনের ক্যামিও নিয়ে এক অনুরাগী লেখেন, ‘অসাধারণ, মন জিতে নিয়েছো, দুর্দান্ত, আগে কখনও দেখিনি… গিয়েছিলাম টাইগারের ফ্যান হিসাবে, পাঠানের ফ্যান হয়ে ফিরলাম’। জবাবে শাহরুখ লেখেন, ‘আমিও টাইগারের ফ্যান, ব্যাস ওঁনার সঙ্গে আমাকেও মনে একটু জায়গা দাও’। এক সলমন ভক্ত হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘স্যার, পাঠান হিট হয়ে গেছে,কিন্তু সলমনের সঙ্গে মোকাবিলা করতে পারবেন না বক্স অফিসে’। এমন বাঁকা প্রশ্নের জবাবে শাহরুখ লেখেন, ‘সলমন ভাই হল… ওই তরুণরা আজকাল কী যেন বলে… হ্যাঁ, GOAT (greatest of all time)’।

ছবি দেখে ভক্তদের আবদারের শেষ নেই। ট্রেনের মধ্যে টাইগার-পাঠানের দুর্দান্ত অ্যাকশন সিকুয়েন্স দেখেও মন ভরেনি। একজন লেখেন, ‘স্যার, ওই ট্রেনের দৃশ্যে সলমন স্যারের সঙ্গে একটু ছাঁইয়া ছাঁইয়াতে ডান্সও করে দিতেন’। এমনটা শুনে ভিরমি খেয়েছেন শাহরুখও, তিনি লেখেন- ‘যা করতে পারতাম করে দিয়েছি, এবার কী বাচ্চা ছেলের জান নেবে?’

চারিদিকে ‘পাঠান’ জ্বর। শাহরুখ-দীপিকার ছবির তালে ‘ঝুমে যো ইন্ডিয়া'। ‘জিরো’র ব্যর্থতা ভুলে এই বাদশাহী কামব্যাকে নিঃসন্দেহে সন্তুষ্ট শাহরুখ। গত তিন দিনে কী অনুভূতি কিং খানের? অনুরাগীর প্রশ্নে সুপারস্টার জানান, ‘সন্তানের সাফল্য দেখলে একজন বাবার যা অনুভূতি হয়…’।

‘পাঠান’-এর বিজয় পতাকা উড়ছে চারিদিকে। বয়কট গ্যাং-কে বুড়ো আঙুল দেখিয়ে সুপারহিট শাহরুখে প্রত্যাবর্তন। যদিও কামব্যাক তকমায় আপত্তি রয়েছে খোদ কিং খানের। শুক্রবার ‘পাঠান’ রিলিজের পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় ১৯৯৭ সালের হলিউডের ছবি ‘গ্যাচার’ প্রসঙ্গ টেনে অভিনেতা লেখেন, ‘সাঁতরে ফিরে আসার জন্য তো কিছু বাঁচিয়ে রাখা যায় না। ফিরে আসার তো কোনও পরিকল্পনা হতে পারে না। সামনে দিকে এগিয়ে যাওয়াই যে জীবন। ফিরে আসা বা ‘কামব্যাক’ নয়, বরং চেষ্টা করো যেখানে শেষ করেছিলে, সেখান থেকেই শুরু করার। এক জন বছর ৫৭ লোকের তরফ থেকে ছোট্ট উপদেশ।’

বন্ধ করুন