বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh Khan: ‘মিথ্যেবাদী’ শাহরুখের নামে এফআইআরের হুমকি ভক্তের! চাপের মুখে সত্যিটা বললেন পাঠান

Shah Rukh Khan: ‘মিথ্যেবাদী’ শাহরুখের নামে এফআইআরের হুমকি ভক্তের! চাপের মুখে সত্যিটা বললেন পাঠান

শাহরুখ খান (PTI)

‘প্লিজ ভাই করিস না। ঠিক আছে আমি মেনে নিচ্ছি…’, কী কারণে ভক্ত থানা-পুলিশ করার হুমকি দিল শাহরুখকে?

‘পাঠান’-এর সাফল্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন শাহরুখ খান। বক্স অফিসে দর্শক ‘পাঠান’ যতটা উপভোগ করেছে, গত কয়েক সপ্তাহে টুইটারে শাহরুখের #AskSRK সেশনও ততটাই এনজয় করেছে ভক্তরা। সত্যি বলতে মাত্র ১৫ মিনিটেই টুইটারে ঝড় তুলে দেন শাহরুখ। এদিনও তার ব্যতিক্রম হল না। সপ্তাহের প্রথম দিনই দুপুরবেলা ভক্তদের সঙ্গে মজাদার আড্ডা দিলেন রুপোলি পর্দার এই নায়ক।

‘#AskSRK’ সেশনে প্রিয় তারকার কাছে যেমন খুশি প্রশ্ন রাখার সুযোগ পায় ভক্তরা, পরিবর্তে মেলে মজাদার জবাব। এদিন শাহরুখকে সরাসরি এফআইআরের হুমকি দিয়ে বসল এক ভক্ত! মোক্ষম জবাবও দিলেন 'পাঠান'। ভাবছেন ব্যাপারটা কী? শাহরুখের পাঠান লুকের একটি ছবি পোস্ট করেন ওই শাহরুখ ভক্ত। যেখানে ৫৭ বছরের সুপারস্টারের সুঠাম চেহারা আপনাকে মুগ্ধ করবে। শাহরুখের সুপার-হট ছবি শেয়ার করে ওই অনুরাগী লেখেন, ‘খান সাহাব আপনার বিরুদ্ধে এফআইআর দায়ের করছি। বলব এই মানুষটা মিথ্য়া কথা বলে যে ওঁর বয়স ৫৭ বছর।’ নিজের আসন্ন ছবি ‘জওয়ান’-এর রেশ টেনে অভিনেতা জবাব দেন, ‘প্লিজ ভাই করিস না। ঠিক আছে আমি মেনে নিচ্ছি যে আমার বয়স ৩০ বছর। তাহলে এবার তো সত্যিটা বলে দিলাম… এই জন্যই আমার পরের ছবির নামটা হল জওয়ান’।

ভক্তের শেয়ার করা ছবির কোলাজে শার্টলেস শাহরুখকে দেখলে সত্যি বোঝা দায় এই মানুষটার বয়স ৫৭! বলিউডেই তিন দশক পার করে ফেলেছেন ‘পাঠান’। শেয়ার করা ছবিটি ‘বেশরম রং’ গানের নেপথ্যের দৃশ্য তা পরিষ্কার। ছবিতে অলিভ রঙা কার্গো প্যান্ট আর সানগ্লাসে পাওয়া গিয়েছে সুপার সেক্সি কিং খানকে। এইট প্যাক অ্যাবসে ঠিকরে বেরোচ্ছে হটনেস, শাহরুখের এই লুক ফিটনেস গোলস দেবে যে কোনও তরুণকে। 

গত ১৪ই ফেব্রুয়ারি টুইটারে ভক্তদের সঙ্গে আড্ডা দিয়েছিলেন শাহরুখ, মাত্র ৬ দিন পর ফের #AskSRK সেশন নিয়ে হাজির সুপারস্টার। এদিন নিজের বিরক্তিকর আচরণ থেকে সুখী দাম্পত্যের চাবিকাঠি ফাঁস করেছেন শাহরুখ। অভিনেতার নিজের বিরক্তিকর স্বভাবের কথা বলতে গিয়ে জানান, ‘আমি একটা বিষয় বারবার ব্যাখা করি…..আমি একটা বিষয় বারবার ব্যাখা করি'। আর গৌরীর ‘সোনায় মোড়া হৃদয়’-এর জেরেই সুখী গৃহকোণ শাহরুখের তাও জানাতে ভুললেন না অভিনেতা। 

গত ২৫শে জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত ‘পাঠান’। মুক্তির ২৬দিন পর এই ছবিতে বিশ্ব বক্স অফিসে ৯৯২ কোটি টাকার ব্যবসা করে নিয়েছে এই ছবি। চলতি সপ্তাহেই ১০০০ কোটির এলিট ক্লাবে প্রবেশ কবে ‘পাঠান’। 

বন্ধ করুন