বাংলা নিউজ > বায়োস্কোপ > আর্মি অফিসারের চরিত্রে আবিরের প্রথম হিন্দি ওয়েব সিরিজ, অবরোধ ২ কবে-কোথায় দেখবেন?

আর্মি অফিসারের চরিত্রে আবিরের প্রথম হিন্দি ওয়েব সিরিজ, অবরোধ ২ কবে-কোথায় দেখবেন?

হিন্দি ওয়েব সিরিজ ‘অবরোধ ২’-তে আবির চট্টোপাধ্যায়। 

আবির চট্টোপাধ্যায়ের প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘অবরোধ ২’ মুক্তি পাচ্ছে আগামী সপ্তাহে। সেনা অফিসারের ভূমিকায় এই বাঙালি অভিনেতাকে দেখতে উৎসাহে টগবগিয়ে ফুটছে দর্শক। 

মিলিটারি পোশাকে আবির চট্টোপাধ্যায়কে দেখে চোখ কপালে উঠেছে সোশ্যাল মিডিয়ার। খুব জলদি হিন্দি ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন বাংলার এই ভার্সেটাইল অভিনেতা। মিলিটারি ক্রাইম থ্রিলারে আবিরকে দেখতে এখন অধীরে অপেক্ষা সকলের। খুব সম্প্রতি মুক্তি পেল ওই ওয়েব সিরিজের ট্রেলারখানা। আবিরের চরিত্রের নাম প্রদীপ ভট্টাচার্য, ভারতীয় সেনার ক্যাপ্টেন।

‘অবরোধ ২’ ওয়েব সিরিজে ইনটেলিজেন্স অফিসারের চরিত্রে আবীরকে দেখা যাবে। ইতিমধ্যেই দর্শক বলছে আবির ধামাল করতে চলেছেন। ২৪ জুন থেকে সোনি লিভে দেখা যাবে ‘অবরোধ ২’। ২০২০ সালে এই একই প্লাটফর্মে মুক্তি পেয়েছিল ‘অবরোধ: দ্যা সিজ উইদিন’। সেটি তৈরি হয়েছিল সার্জিকাল স্ট্রাইকের প্রেক্ষাপটে। আর্মি অফিসারের চরিত্রে ছিলেন অমিত সাধ। দর্শক অধীর অপেক্ষায় ছিলেন দ্বিতীয় সিজেনের। সেই সিরিজের দ্বিতীয় মরশুমেই সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন আবির। প্রসঙ্গত, হিন্দি প্রোজেক্টে এর আগে ‘কাহানি’তে অভিনয় করেছিলেন আবির।

সোশ্যাল মিডিয়ায় তাই তো এখন আবিরকে নিয়ে মাতামাতি। আবিরের এই ট্রেলারে বলা ডায়লগকে একটু এডিট করে ব্যবহার করেই তাঁরা ছবির প্রচার চালাচ্ছেন নিজেদের মতো করে, ‘ইনকাম ট্যাক্স অফিসার কি সাথ ম্যায় মে আর্মি ক্যাপ্টেন, ব্যোমকেশ বক্সি, ফেলুদা, সোনাদা ভি হু।’ আরেকজন লিখেছেন, ‘বাংলার সবচেয়ে ভার্সাটাইল অভিনেতা আবির, বলিউডের উচিত আরও বেশি বেশি করে ডাকা।’

আগামী সপ্তাহ থেকেই দেখা যাবে ‘অবরোধ ২’। আবির বর্তমানে ব্যস্ত রয়েছেন অরিন্দম শীলের পরবর্তী ব্যোমকেশ বক্সির শ্যুটে।

 

বন্ধ করুন
Live Score