সেপ্টেম্বর মাসে রণবীর আর দীপিকার কোলে আসবে তাঁদের প্রথম সন্তান। আগেই সেই ঘোষণা করে দিয়েছেন বলিউড দম্পতি। সোমবার মুম্বইতে পঞ্চম দফা ভোটের দিন প্রকাশ্যে আসেন দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং। এতদিনে বেশ ছোট্ট মিষ্টি একটা বেবিবাম্পও চোখে পড়ে। যা দেখে বেশ খুশি হয়ে যায় অভিনেত্রীর ভক্তরা। তবে অনলাইনে কেউ কেউ ট্রোল করছেন পদ্মাবত নায়িকাকে।
ভোটের দিন দুজনে এসেছিলেন সাদা পোশাকে। ঢিলে শার্ট আর প্যান্ট পরেছিলেন দীপিকা। দেখা যায়, বেশ যত্ন করে হাত ধরে বউকে গাড়ি থেকে নামাচ্ছেন রণবীর। তারপর ভিড় আগলে নিয়ে যাচ্ছেন নির্বাচন কেন্দ্রে।
আরও পড়ুন: ‘সব অজুহাত মিথ্যে…’, আদৃতের সঙ্গে ভিডিয়ো শেয়ার, স্মৃতিচারণে কেন মজলেন সৌমিতৃষা
বেবি বাম্প নিয়ে ট্রোলে দীপিকা পাড়ুকোন:
দীপিকা পাড়ুকোনের ভিডিয়োটি তুমুল ভাইরাল হয় সোশ্যালে। আর তাতে হবু মা-কে নিয়ে নানা আপত্তিকর কমেন্টে ভরে যেতে শুরু করে কমেন্ট বক্স। একজন লিখলেন, ‘মোটেউ উনি প্রেগন্যান্ট নয়। এরকম ভাবে কেউ হাঁটেই না সন্তান সম্ভবা থাকলে।’ আরেকজন লেখেন, ‘ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে, দীপিকা প্রেগন্যান্ট হতে পারেই না’। তৃতীয়জন লিখলেন, ‘পিআর স্টান্ট হিসেবে ভুয়ো বেবিবাম্প পরা একটা জঘন্য কাজ। লজ্জা হওয়া উচিত ওঁর।’ চতুর্থজন লিখলেন, ‘এটা খুব হাস্যকর। হাতে, পায়ে, মুখে কোনও মেদ নেই। শুধু বেবিবাম্প হয়েছে। এই নাটক চালিয়ে নিয়ে যেতে ওদের আরও ভালো স্ক্রিপ্টের দরকার।’
আরও পড়ুন: আগেই বিয়ে করে নিয়েছে শোয়েব! ডিভোর্সের পর ‘নতুন’কে স্বাগত জানালেন সানিয়া মির্জাও
দীপিকার এক ফ্যানপেজের তরফে এইসব ট্রোলারদের ঘৃণা ছড়ানো বন্ধ করার আবেদন জানিয়ে একটি রিল শেয়ার করা হয়। কিন্তু সেখানে এসেও ট্রোল ভরা কমেন্ট করা শুরু করল নেটিজেনরা। একজন তো প্রশ্ন তুললেন দীপিকার চরিত্র নিয়েও। কমেন্টে লেখেন, ‘এই বাচ্চাটা আদৌ রণবীর সিং-এর তো?’
বিতর্কে রণবীর-দীপিকার সম্পর্ক:
কদিন আগেই শোনা গিয়েছিল, রণবীর ও দীপিকার মধ্যে নাকি বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। রণবীর ইনস্টাগ্রাম থেকে বিয়ের ছবি সরিয়ে ফেলার পরই এই গুঞ্জন শুরু হয়েছিল। এরপর অভিনেতার টিমের তরফে জানানো হয়, ছবিগুলো মোটেও ডিলিট করে দেননি রণবীর। শুধু সেগুলোকে আর্কাইভ করে দিয়েছেন।
আরও পড়ুন: আসিনের জন্য একটি প্লেন স্ট্যান্ডবাই মোডে রেখেছিলেন অক্ষয়, কী সম্পর্ক ছিল দুজনের
এর আগে করণ জোহরের শো-তে এসে রণবীর দীপিকা তাঁদের প্রেম জীবনের প্রথম দিককার ঘটনা নিয়ে এমন কিছু বলেছিলেন, যা নিয়ে কম ট্রোল হয়নি। দম্পতি জানিয়েছিলেন, রণবীরের সঙ্গে সম্পর্কের একদম প্রথমে (তখনও এনগেজমেন্ট হয়নি) দীপিকা আরও কিছু পুরুষের সঙ্গে সম্পর্কে গিয়েছিলেন। কিন্তু তারপর তিনি বুঝতে পারেন মাথার ভিতরে অনেকদিন আগেই তিনি রণবীরের সঙ্গে নিজেকে জুড়ে নিয়েছেন। এই কথা শুনে, অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে দীপিকার চরিত্র নিয়ে। অনেক নিন্দে, কটু মন্তব্য পড়তে থাকে অনলাইনে তাঁকে নিয়ে।