বাংলা নিউজ > বায়োস্কোপ > RRR's Oscar Nomination: কাশ্মীর ফাইলসের নাম কোথায়? অস্কার মনোনয়ন তালিকা প্রকাশ হতেই নেটপাড়ার কটাক্ষ বিবেক অগ্নিহোত্রীকে

RRR's Oscar Nomination: কাশ্মীর ফাইলসের নাম কোথায়? অস্কার মনোনয়ন তালিকা প্রকাশ হতেই নেটপাড়ার কটাক্ষ বিবেক অগ্নিহোত্রীকে

অস্কারের মনোনয়ন প্রকাশ হতেই নেটপাড়ার কটাক্ষ বিবেককে

RRR's Oscar Nominations: অস্কারের জন্য মনোনীত হল আরআরআর। ছবির কলাকুশলী থেকে ভক্তদের উচ্ছ্বাস যেন আর বাঁধ মানছে না।তবে উল্টোদিকে দৌড় থেকে ছিটকে গেল দ্য কাশ্মীর ফাইলস। রিমেইন্ডার লিস্টে ছিল এই ছবি।

সামনে বিশ্বজয়ের হাতছানি। সমস্ত প্রতিকূলতা পেরিয়ে অস্কারের মনোনয়ন পেল আরআরআর। টুইটার ভরে গিয়েছে এই ছবিকে জানানো শুভেচ্ছা বার্তায়। এসএস রাজামৌলির এই ছবি ইতিহাস তৈরি করে ৯৫ তম আকাদেমি পুরস্কারের জন্য মনোনীত হল। সেরা গান বিভাগে মনোনীত হয়েছে এই ছবির নাটু নাটু গানটির তামিল ভার্সন। ফলে সবটা মিলিয়েই দেশজুড়ে এখন বেশ খুশির আবহ। সকলেই এসএস রাজামৌলির এই জয় উদযাপন করছেন। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু এর মাঝেও কেউ কেউ বিবেক অগ্নিহোত্রীকে খোঁচা দিতে ছাড়লেন না।

বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস অস্কারের দৌড় থেকে ছিটকে গেল। এক টুইটার ব্যবহারকারী লেখেন, '২০২৩ সালের অস্কার এবার শুরু হোক নাটু নাটু গান দিয়ে। অসংখ্য শুভেচ্ছা আরআরআর ছবিটিকে। ঐতিহাসিক।' আরেক ব্যক্তি বিবেককে খোঁচা দিয়ে লেখেন, 'শুনেছিলাম অস্কারে নাকি কাশ্মীর ফাইলস যাচ্ছিল...' আরেক টুইটারবাসী মজা করে লেখেন, ' দ্য কাশ্মীর ফাইলস কোথায়? বয়কট অস্কার।'

কেউ কেউ তো সোজা পরিচালককে ট্যাগ করেই পোস্ট করে ফেললেন! এক ব্যক্তি বিবেক অগ্নিহোত্রীকে ট্যাগ করে লেখেন, 'বিবেক অগ্নিহোত্রী, ভাই আপনার কাশ্মীর ফাইলসের কোনও খবর আছে? কোনও টুইট এল না এখনও।' আরেক ব্যক্তি লেখেন, 'কাশ্মীর ফাইলসের জন্য কিছুই নেই!'

মঙ্গলবার ২৪ জানুয়ারি অস্কারের জন্য মনোনীত ছবির নাম ঘোষণা করা হয়। এদিন অভিনেতা অ্যালিসন উইলিয়ামস এবং রিজ আহমেদ ক্যালিফোর্নিয়া থেকে এই মনোনয়নের তালিকা ঘোষণা করেন। আরআরআর ছাড়া সেরা তথ্যচিত্র এবং সেরা ছোট তথ্যচিত্র বিভাগেও ভারতের দুটি ছবি মনোনীত হয়েছে। এই দুই ছবি হল শৌনক সেনের অল দ্যাট ব্রিদজ এবং কার্তিকির দ্য এলিফ্যান্ট হুইস্পার্স।

এর আগে ৩০১টি ছবির তালিকা ঘোষণা করা হয়েছিল যা অস্কারের জন্য এলিজিবল ছিল। সেখানে একাধিক ভারতীয় জায়গা করে নিয়েছিল। এর মধ্যে গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি থেকে দ্য কাশ্মীর ফাইলস, রকেট্রি, কান্তারা, দ্য লাস্ট ফিল্ম শো, বিক্রান্ত রোনা, ইত্যাদি ছিল।

আরআরআর এই মনোনয়ন পাওয়ার পর এই ছবির তরফে রাম চরণ, জুনিয়র এনটিআর, এমএম কিরাবাণী টুইটারে পোস্ট করে নিজেদের খুশি প্রকাশ করলেন। ফারহান আখতার থেকে মধুর ভান্ডারকার সহ অনেকেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।

বন্ধ করুন