দেখতে দেখতে টলিউড ইন্ডাস্ট্রিতে ১৮ বছর পার করে ফেললেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একের পর এক হিট উপহার দিয়ে, বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির পয়লা নম্বরের অভিনেত্রীর তালিকায় নাম আসে তাঁর। শুভশ্রীকে হিরোইন নিতে একেবারে মুখিয়ে থাকেন পরিচালকরা, আর এবার দেখা গেল, তাঁকে একঝলক দেখতে, কাছে পেতে কেমন হাঁসফাঁস করেন অনুরাগীরা। একটি ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা গেল, ইউভান আর ইয়ালিনির মাম্মাকে দেখে দুই অনুরাগী ভাসল চোখের জলে।
ভিডিয়োতে দেখা গেল লাল অফশোল্ডার গাউন পরে আছেন শুভশ্রী। দু দিক থেকে দুটি মেয়ে জড়িয়ে আছে তাঁকে। আর দুজনেরই চোখ ভরা জল। হাউমাউ করে কাঁদছে। তবে একটুও বিরক্ত হচ্ছেন না রাজ-পত্নী। বরং আদরে আগলে কান্না থামানোর চেষ্টা করছেন মেয়ে দুটির। মুখে লেগে আছে হাসি। এমনকী, দুজনের সঙ্গে খানিক কথাও বললেন। আর শুভশ্রীর এই মিষ্টি ভিডিয়ো মন কেড়ে নিল নেটপাড়ার।
দেখুন সেই ভিডিয়ো-
শুভশ্রীকে শেষ দেখা গিয়েছে সন্তান ছবিতে। তার আগে ২০২৪ সালে এসেছিল বাবলি। দুটিই রাজ চক্রবর্তীর পরিচালনা। আগামীতে শুভশ্রীর হাতে রয়েছে একাধিক কাজ। তাঁকে ইতিমধ্যেই ‘বিনোদিনী’ হিসেবে ঘোষণা করে দিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। লহ গৌরাঙ্গ নাম রে-তে তিনি থাকছেন, যা মুক্তি পাবে ২০২৫ সালের ডিসেম্বর মাসে।
আরও পড়ুন: সিসিএলের ১ম ম্যাচে জয় যিশুর ছেলেদের! সৌরভকে জড়িয়ে ধরল দর্শনা, এবারে নেই নীলাঞ্জনা-সারা-জারা
আরও এক পিরিয়ড ছবিতে কাজ করার সুখবর ভাগ করে নিলেন নায়িকা। নাম ‘রায়বাঘিনী ভবশংকরী’। পরিচালনায় শুভ্রজিৎ মিত্র। পরিচালকের আসন্ন ছবি ‘দেবী চৌধুরানি’ মুক্তির অপেক্ষায়, তার আগেই ‘কুইনস অফ বেঙ্গল ট্রিলজি’র দ্বিতীয় ছবির ঘোষণা সারলেন শুভ্রজিৎ। রানি ভবশংকরীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।
ইতিমধ্যেই সেই ছবির ফার্স্ট লুক পোস্টার সামনে এসেছে। সেখানে ঢাল-তলোয়ার হাতে দেখা মিলল শুভশ্রীর। তাঁর পরনে রাজরানির বেশ। যুদ্ধভূমে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সামনে বিপক্ষের সেনা এগিয়ে আসছে।
আরও পড়ুন: শালার বিয়ের দায়িত্ব বলে কথা! শনিবার এই বিশেষ কাজ করলেন বিদেশি জামাইবাবু নিক, সঙ্গ প্রিয়াঙ্কার
অভিনয়ের পাশাপাশি, এই মুহূর্তে শুভশ্রীর ফোকাসে তাঁর দুই সন্তান। ছেলে ইউভানের বয়স মাত্র চার। মেয়ে ইয়ালিনি তো আরও ছোট, সবে পেরিয়েছে ১ বছরের গণ্ডি। তাই কাজের ফাঁকে যেটুকু সময় মেলে, তা সন্তানদের সঙ্গেই কাটাতে পছন্দ করেন তিনি ও রাজ। ছেলেকে পড়তে বসানো, মেয়ের সঙ্গে খেলা করা, একসঙ্গে ঘুরতে যাওয়া, সবটাই করেন একেবারে দশভূজার মতো।