সুপারস্টার জিতের জন্মদিন বলে কথা! জনপ্রিয়তায় বলিউডের শাহরুখ-সলমনদের থেকে কোনো অংশে কম যান না তিনি। তাই তো রাত থাকতেই অভিনেতার বাড়ির সামনে পৌঁছে গেল ভক্তরা। দেখ গেল, বাজি ফাটিয়ে উদযাপন করলেন তাঁরা। এরপর ব্যালকনিতে বেরিয়ে এসে উপস্থিত সকলের উদ্দেশে হাত নাড়তেও দেখা যায় তাঁকে। একটি পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে।
সেই ভিডিয়োর ক্যাপশনে লেখা রয়েছে, ‘জন্মদিনে মাঝরাতে জিতের বাড়ির সামনে বাজি ফাটিয়ে এক দল ফ্যানেদের উচ্ছ্বাস...ব্যালকনি থেকে দাঁড়িয়ে হাত দেখালো সুপারস্টার’।
আরও পড়ুন: কালী দর্শণে দিলজিৎ, কলকাতা কনসার্টের আগে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন দিলজিৎ
দেখুন ভিডিয়ো-
৪৬ বছরে পা রাখলেন টলি-সুপারস্টার। নন বেঙ্গলি পরিবারের জন্ম হওয়া জিতেন্দ্র মদনানি যে এভাবে একসময় টলিউডে রাজত্ব করবেন, কে-ই বা ভেবছিল। ২০০১ সালে চান্দু নামে একটি তেলেগু সিনেমা দিয়ে তিনি সিনেমার জগতে পা রেখেছিলেন, যা ভালো ব্যবসা করতে পারেননি। এরপর বলিউডে কিছু সাইড রোল ও মিউজিক ভিডিয়োতেও কাজ করেন।
তবে বাংলার দর্শকরা কিন্তু প্রথম সিনেমাতেই হাত খুলে অভ্যর্থনা করেন তাঁকে। ২০০৩ সালে সঙ্গীর মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ। প্রেমী, মস্তান, আক্রোশ, বন্ধনের মতো সিনেমা এরপর তাঁর ভাগ্য বদলে দেয়। তাঁকে শেষ দেখা গিয়েছে ব্যুমেরাং ছবিতে, যেখানে তিনি রুক্মিণী মৈত্রের বিপরীতে অভিনয় করেছেন। কেরিয়ারের শুরু থেকেই পুরোপুরি বানিজ্যিক ঘরনার ছবিতে নিজেকে সঁপে দিয়েছেন অভিনেতা। যা নিয়ে কম কটাক্ষের মুখে পড়েননি। কিন্তু তাতেও নিজের সিদ্ধান্ত থেকে অন্তত সরে আসেননি।
২০০৪ সালে মস্তান সিনেমায় কাজ করার সময়, জিতের নাম জড়ায় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে। তবে এরপর ২০১১ সালে ফেব্রুয়ারি মাসে তিনি লখনৌ-এর মেয়ে পেশায় স্কুল শিক্ষিকা মোহনা রতলানিকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান, নবন্যা আর রোনভ।