বাংলা নিউজ > বায়োস্কোপ > Sonam Kapoor: প্রথমবার ছেলে কোলে শ্বশুরবাড়িতে সোনম, দেখুন তাঁর দিল্লির বাড়ির রাজকীয় সাজ

Sonam Kapoor: প্রথমবার ছেলে কোলে শ্বশুরবাড়িতে সোনম, দেখুন তাঁর দিল্লির বাড়ির রাজকীয় সাজ

ঠিক মাঝ বরাবর বৈঠকখানা, সেখানে বিছানো কার্পেট, বড় একটা টেবিল, উপর থেকে ঝোলানো ঝাড়বাতি, আর উপরে লাগানো কাঁচে আকাশ দেখা যায়। দিল্লির এই বাড়ির অন্দরমহলের সাজসজ্জায় মুগ্ধ হতে হয় বৈকি।