শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের বলিউড ডেবিউর জন্য যে সবাই মুখিয়ে আছে সেটা বলার অপেক্ষা রাখে না। এই স্টার কিডের সিরিজ কবে আসবে তারই প্রত্যাশায় সবাই। তবে আরিয়ান খান কিন্তু মোটেই তাঁর বাবা বা বোন সুহানা খানের মতো অভিনেতা হতে চান না। তিনি চান পর্দার পিছনে থাকতে। তিনি লেখক এবং পরিচালক হতে চান। আর সেই জন্যই যেন তাঁর অনুরাগীরা মুখিয়ে আছেন তাঁর প্রথম কাজের জন্য। আর সেই প্রত্যাশা কমিয়ে নাকি বাড়িয়ে সদ্যই প্রকাশ্যে এসেছে তাঁর প্রথম কাজের ঝলক। এই দুই মিনিটের ভিডিয়োটি সিরিজের নাম ঘোষণা করা হয়েছে, সঙ্গে এই সিরিজের আগমন বার্তা দেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে আরিয়ান তাঁর বাবাকে পরিচালনা করছেন আর শাহরুখ খান নিজে সবটুকু উজাড় করে অভিনয় করছেন। কিন্তু হলে কি হবে, এবার কিং খান নন। বরং সমস্ত লাইমলাইট কেড়ে নিলেন আরিয়ান একাই।
কী দেখা গিয়েছে এই ভিডিয়োতে?
এদিন The Ba***ds of Bollywood এর যে ঝলক প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে শাহরুখ একটা স্টাইলিশ এন্ট্রি দিয়ে ঢুকে শট দিচ্ছেন। কিন্তু পরিচালকের মোটেই ভালো লাগছে না কোনও শট। একটার পর একটা শট দিয়ে কান্ত হয়ে পড়েন শাহরুখ খান। নিজের সেরাটা দেওয়ার পরও যখন হয় না তখন তিনি বিরক্ত হয়ে হাল ছেড়ে দেন। চিৎকার করে বলে ওঠেন, 'চুপ! আরেকটা আরেকটা আরেকটা করেই যাচ্ছে! তোর বাবার রাজত্ব নাকি?' তখনই ক্যামেরার পিছন দিয়ে হাসিমুখে বেরিয়ে আসতে দেখা যায় আরিয়ানকে। বলেন, 'হ্যাঁ।'
এই ভিডিয়ো দেখেই মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। অনেকের মতেই শাহরুখ খান বলিউডের রাজা হতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে নজর কেড়েছেন আরিয়ান খান। এক ব্যক্তি লেখেন, 'আরিয়ান এতদিন ধরে ওর কণ্ঠস্বর আর হাসি বাঁচিয়ে রেখেছিল ডেবিউ করার জন্য।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'শেষের হাসিটা চেনা। কভি খুশি কভি গমে দেখেছিলাম।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'সুহানার থেকে শতগুণে ভালো যে ও সেটা আগেই বোঝা যেত। এখন আবার প্রমাণ হল। কিন্তু ওর বোন অভিনেতা না হয়ে যদি ও অভিনেতা হতো ভালো হতো।' আরেকজন লেখেন, 'একেবারেই যেন শাহরুখ খানের গলা।'
তবে অনুরাগীরা যতই চান আরিয়ান খানের কিন্তু এখন কোনও ভাবেই অভিনেতা হওয়ার পরিকল্পনা নেই। তবে তাঁর বানানো এই সিরিজটি The Ba***ds of Bollywood শীঘ্রই মুক্তি পেতে চলেছে। এই সিরিজটি দেখা যাবে নেটফ্লিক্সে। অন্যদিকে শাহরুখ খানকে আগামীতে দেখা যাবে কিং ছবিটিতে। সেখানে তাঁর সঙ্গে থাকবেন তাঁর মেয়ে সুহানা খানও।
আরও পড়ুন: ‘যাঁদের একার ছবি চলেনি, তাঁদেরকে নিয়ে প্রযোজকরা…’, বায়নাক্কা করা অনির্বানকে জোর বাউন্সার সৃজিতের