সুরগার-গায়ক হিমেশ রেশামিয়ার একটি পুরনো ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে চেকড শার্ট ও ট্রাউজার পরেছেন হিমেশ। আর পাশে দাঁড়ানো অলকা ইয়াগনিকের পরেছেন কমলা রঙের চুড়িদার। আর হিমেশের পুরনো ছবি সামনে পেয়ে আপ্লুত তাঁর ফলোয়ার্সরা। যদিও অনেকেরই মত, গায়কের বয়স পিছন দিকে যাচ্ছে। মানে সময়ের সঙ্গে সঙ্গে বয়স কমছে তাঁর।
‘সময়ের সঙ্গে বয়স কমছে দেখছি’, হিমেশের ভাইরাল হওয়া সেই ছবিতে কমেন্ট করেন এক ইনস্টা ব্যবহারকারী। আরেক জনের মত, ‘এখনকার চেহারার সঙ্গে তো কোনও মিলই নেই!’ তবে গান নিয়ে খোঁটা দিয়েছেন একজন। তাঁর কমেন্টের উত্তরে অবশ্য অনকেই তাঁকে সমর্থন জানিয়েছেন। কী লিখেছেন সেই নেট-নাগরিক। হিমেশের ছবিতে তাঁর মন্তব্য, ‘আমাদের কিংবদন্তি হিমেশের বয়স আর সুর করা গান দুটোই সময়ের সঙ্গে সঙ্গে নীচের দিকে নামছে।’
গত সপ্তাহেই প্রকাশ্যে এসেছে হিমেশ রেশমিয়ার তৃতীয় স্টুডিয়ো অ্যালবাম, ‘সুরুর ২০২১’। এর আগের দুটি অ্যালবাম ‘আপ কা সুরুর’ (২০০৬), ‘আপ সে মৌসিকি’ (২০১৬) বেশ জনপ্রিয়তা পেয়েছিল।
‘সুরুর ২০২১’-র টাইটেল ট্র্যাক ইতিমধ্যেই ইউটিউবে ৩৩ মিলিয়ান ভিউস পেরিয়ে গিয়েছে। কারও বেশ মনে ধরেছে এই গান। কমেন্ট পড়েছে ‘হিমেশ ইজ ব্যাক’। অন্য দিকে, সমালোচনাও কম হয়নি। আপাতত ‘ইন্ডিয়ান আইডল ১২’র বিচারকের আসনে রয়েছেন তিনি। এর আগে ‘সারেগামাপা চ্যালেঞ্জ’, ‘দ্য ভয়েস ইন্ডিয়া’, ‘সুপারস্টার সিঙ্গার’-এর বিচারকের আসনে দেখা গিয়েছে তাঁকে।