বাংলা নিউজ > বায়োস্কোপ > সেজে উঠেছে বিয়ের মণ্ডপ, পৌঁছে গেলেন রণবীর-অর্জুনরা, আজ বিয়ের পিঁড়তে লাভ রঞ্জন

সেজে উঠেছে বিয়ের মণ্ডপ, পৌঁছে গেলেন রণবীর-অর্জুনরা, আজ বিয়ের পিঁড়তে লাভ রঞ্জন

বিয়ের সানাই বলিউডে

বলিউডে বিয়ের মরসুম। এবার সাত পাক ঘুরবেন ‘প্যায়ার কা পঞ্চনামা’ পরিচালক। 

বি-টাউন জুড়ে এখন বিয়ের মরসুম। বিক্রান্ত ম্যাসি, ফারহান আখতার, আফসানা খানদের পর এবার সাত পাক ঘুরবেন পরিচালক লাভ রঞ্জন। কলেজ জীবনের বান্ধবী আলিশা বেদের সঙ্গে বিয়ের পর্ব সারছেন ‘প্যায়ার কা পঞ্চনামা’ পরিচালক। রবিবার আগ্রায় বসেছে এই জুটির বিয়ের আসর। যেখানে হাজির থাকবেন বলিউডের হাই প্রোফাইল ব্যক্তিত্বরা। রণবীর কাপুর, অর্জুন কাপুর, বরুণ শর্মারা ইতিমধ্যেই আগ্রা পৌঁছে গিয়েছেন এই বিয়েতে শামিল হতে। 

রণবীর কাপুর, দীনেশ বিজন, প্রীতমরা ইতিমধ্যেই আগ্রায় বিয়ের ভেন্যুতে পৌঁছে গেছেন, সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শনিবার এয়ারপোর্টে লেন্সবন্দি হয়েছেন অর্জুন। নিজে বিয়ে থেকে দূরে থাকলেও বন্ধুর বিয়েতে কব্জি ঢুবিয়ে খেতে প্রস্তুত বলিউডের ‘ইশকজাদে’। 

কলেজজীবন থেকেই একসঙ্গে রয়েছেন আলিশা-লাভ। শিল্পকলার প্রতি দুজনেরই প্রবল টান, সেই থেকেই নাকি শুরু তাঁদের বন্ধুত্ব, তারপর প্রেম। তাঁদের চোখ ধাঁধানো বিয়ের ভেন্যুর ঝলক ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

জানা গিয়েছে বিয়েতে মণীশ মালহোত্রার ডিজাইনার পোশাকে সাজবেন মিঁয়া-বিবি। ২০১১ সালে ‘প্যায়ার কা পঞ্চনামা’ ছবির সঙ্গে বলিউড সফর শুরু লাভ রঞ্জনের। পরবর্তী সময়ে ‘প্যায়ার কা পঞ্চনামা’, ‘প্যায়ার কা পঞ্চনামা ২’, 'সোনু কে টিট্টু কি সুইটি'-র মতো ছবি পরিচালনা করেছেন লাভ রঞ্জন।

বন্ধ করুন