বাংলা নিউজ > বায়োস্কোপ > Adipurush: শুধু ‘আদিপুরুষ’-এর ট্রেলার নয়, প্রচারেও বাদ সইফ! ‘ধর্মের কারণে’ এমন সিদ্ধান্ত?

Adipurush: শুধু ‘আদিপুরুষ’-এর ট্রেলার নয়, প্রচারেও বাদ সইফ! ‘ধর্মের কারণে’ এমন সিদ্ধান্ত?

কেন আদিপুরুষ-এর প্রচারে নেই সইফ?

৪০০-৪৫০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে আদিপুরুষ। ছবির প্রচারে ব্যস্ত প্রভাস-কৃতিরা। কেন দেখা নেই সইফ আলি খানের?

ওম রাউতের সিনেমা আদিপুরুষ মুক্তির অপেক্ষায়। যদিও শুরুর থেকেই বিতর্কে রয়েছে এই সিনেমা। আর মুক্তির দিন যত এগিয়ে আসছে, তত এই বিতর্ক যেন বাড়ছে। এই ছবি রামের চরিত্রে রয়েছেন প্রভাস। আর সীতার চরিত্রে কৃতি শ্যানন। এই ছবিতে রাবণের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। তবে আশ্চর্যের ব্যাপার হল, ট্রেলার এবং গান লঞ্চ সহ কোনও প্রচারমূলক ইভেন্টেই নেই সইফ। এমনকী, ট্রেলারেও দেখা মেলেনি রাবণের চরিত্র অর্থাৎ সইফের। শুধু একটি দৃশ্যে এক ঋষির ছদ্মবেশে সইফের আভাস দেখতে পাওয়া গিয়েছে। 

একজন রেডডিট ব্যবহারকারী সম্প্রতি এই নিয়ে একটি পোস্টও করেন। যার মূল বক্তব্যই হল, কেন সইফ আদিপুরুষের প্রচারের অংশ নন। অনেকেই সেই পোস্টে সম্ভাব্য নানা কারণ জানিয়ে মন্তব্য করেছেন। একজন আবার লিখেছেন ‘সেফ (Safe) খেলতে সেইফ (Saif)-কে ডাকা হচ্ছে না’!

কেন বাদ সইফ?

বেশিরভাগেরই ধারণা আদিপুরুষ (Adipurush) ছবি মুক্তির আগে সইফের (Saif Ali Khan) বক্তব্য থেকে যাতে নতুন কোনও বিতর্ক তৈরি না হয়, তাই এই রাস্তা বেছে নিয়েছেন আদিপুরুষ-এর নির্মাতারা। একজন লিখেছেন, ‘খুব সম্ভবত সইফ মিথ্য়ে বলতে বা অতি উৎসাহ দেখাতে পারেন না বলে। মনে আছে নিশ্চয়ই তিনি হামশকলস বা নিজের মেয়ের ছবি লাভ আজ কাল নিয়ে কী প্রতিক্রিয়া দিয়েছিলেন।’ আরেকজন লিখেছেন, ‘ছবির শ্যুটিং চলাকালীন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন এই ছবিতে রাবণকে অন্যভাবে দেখানো হয়েছে। ভালো লোক বা এরকম কিছু। আর সইফের ইতিহাসপ্রীতির কথা মাথায় রেখে নির্মাতারা তাঁকে বেশি কিছু বলার মতো সুযোগ দিতে চাইছেন না হয়তো।’

ধর্ম-ই কারণ নয় তো!

কেউ কেউ মনে করছেন বাধা হয়ে দাঁড়াতে পারে সইফ আলি খানের ধর্মও। একজন মন্তব্য করলেন, ‘কাস্টদের প্রত্য়েকেই জয় শ্রী রাম বলে নিজের বক্তব্য শুরু করছেন। কিন্তু সইফ তো তা করবেন না। যা নিয়ে আবার নতুন বিতর্ক হবে।’  আরেকজন লিখলেন, ‘হতে পারে সইফের উপস্থিতি কারও কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করবে ভেবে হয়তো তাঁকে আনা হচ্ছে না।’

আরেকজন আবার লিখলেন, ‘ছবির আসল হিরো তো রাম-সীতা-হনুমান। তাই তাঁরা চাইছেন এঁদের দিয়েই ছবির প্রচার করাতে। নেগেটিভ ক্যারেক্টারকে আনতে চাইছে না। হিরো তো এরাই।’

প্রসঙ্গত, আদিপুরুষের প্রথম ট্রেলারে লম্বা ঘন দাড়ি, ছোট ছোট চুল আর চোখে সুরমা পরা সইফকে রাবণের বেশে তুলে আপত্তি তুলেছিল অনেকেই। সেই লুক দেখে কারও মন্তব্য ছিল ‘রাবণ লাগছে কম, খিলজি লাগছে বেশি’। হতে পারে সেই বিতর্কও যাতে ফের মাথাচাড়া দিতে না পারে তাই রাখঢাক করে রাখা। যাতে দর্শকরা একেবারে হলে গিয়েই রাবণরূপী সইফ আলি খানকে দেখতে পান। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

১৭ বছর বয়সেই ব্যাডমিন্টনে প্রথম আন্তর্জাতিক খেতাব জয়! নজির গড়লেন আনমোল খরব ‘এক উদ্দেশ্যে লড়াই করা গোষ্ঠীর ১জনকে আলাদা করা…’, কিঞ্জল নন্দকে নিয়ে টলিপরিচালক মলত্যাগের সমস্যা ডেকে আনতে পারে ক্যানসার, বাঁচার উপায় বাতলে দিলেন চিকিৎসক 'CM বাইরে ভিজেছেন…', 'অতি বাম চিকিৎসকদের' ওপর বিরক্ত সার্ভিস ডাক্তার ফোরাম আজ বামন জয়ন্তী, কেন ভগবান বিষ্ণু নিয়েছিলেন বামন অবতার জেনে নিন সেই কাহিনি ‘সাড়ে ৯ মিনিটের বক্তব্যে ৭৬ বার ‘আমি’, উনি একজন আত্মকেন্দ্রিক মেগালোম্যানিয়াক’ ফিস বা চিকেন নয়, ইন্টারনেটে জনপ্রিয় গোলাপ পাকোড়া! ভাইরাল ভিডিয়ো ঐতিহাসিক টেস্ট জয়ের জন্য শান্ত-শাকিবদের কোটি টাকার পুরস্কার দিল দেশের সরকার আরজি করে চিকিৎসক খুনের মামলায় সন্দীপ গ্রেফতার হতেই সরব তৃণমূলের 'বিদ্রোহী নেতা' কেনিয়ার কোচ হওয়ার এক মাসের মধ্যেই ছাঁটাই সচিন, দ্রাবিড়দের প্রাক্তন সতীর্থ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.