বাংলা নিউজ > বায়োস্কোপ > Faraaz Trailer: হোলি আর্টিজানের আতঙ্ক এবার পর্দায়, প্রকাশ্যে এল নৃশংসতায় ভরা ফারাজের ট্রেলার

Faraaz Trailer: হোলি আর্টিজানের আতঙ্ক এবার পর্দায়, প্রকাশ্যে এল নৃশংসতায় ভরা ফারাজের ট্রেলার

প্রকাশ্যে এল নৃশংসতায় ভরা ফারাজের ট্রেলার

Faraaz Trailer: বাংলাদেশের বুকে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর হোলি আর্টিজান বেকারি হামলার ঘটনা এবার পর্দায় ফুটে উঠবে। প্রকাশ্যে এল হংসল মেহতা পরিচালিত ছবি ফারাজের ট্রেলার।

ঢাকার হোলি আর্টিজান বেকারির সেই ভয়াবহ হামলার কথা মনে আছে? বেশি না মাত্র, ছয়, সাড়ে ছয় বছরের আগের ঘটনা। ২০১৬ সালের ১ জুলাই রাত ৯.২০ নাগাদ হোলি আর্টিজান বেকারিতে গুলি করা হয়েছিল। এবার সেই ঘটনার ভয়াবহতা ধরা পড়বে পর্দায়। হংসল মেহতা যে এই ঘটনা নিয়ে ছবি বানাচ্ছেন সেটা সকলেই এতদিনে জেনে গিয়েছে। কিছুদিন আগেই জানা গিয়েছে এই ছবির মুক্তির দিন। আগামী ৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে হংসল মেহতা পরিচালিত ছবি 'ফারাজ'।

ছবির মুক্তির দিনের পর প্রকাশ্যে এল এই ছবির ট্রেলার। সোমবার, ১৬ জানুয়ারি মুক্তি পেয়েছে ফারাজের ট্রেলার। টি সিরিজের প্রযোজনায় আসছে এই ছবি। ছবিটি মুক্তি পাওয়ার আগেই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ভারত, বাংলাদেশ, দুই দেশেই ছবিটি নিয়ে বিস্তর আলোচনা চলছে। স্ক্যাম ১৯৯২ খ্যাত পরিচালকের পরিচালনায় তৈরি ফারাজ কেমন হয় এখন সেটাই দেখার জন্য সকলে মুখিয়ে রয়েছেন। ফারাজ ছবির অন্যতম প্রযোজ্য হলেন অনুভব সিনহা।

এই ছবিটির ট্রেলার ২ মিনিট ৬ সেকেন্ডের। ট্রেলার দেখেই সকলে বুঝতে পারবেন এটা বাংলাদেশের হোলি আর্টিজানের ঘটনার চিত্ররূপ। পরিচালক নিজে এদিন তাঁদের ইনস্টাগ্রামে ছবির ট্রেলার পোস্ট করেন।

এই ট্রেলারের শুরুতেই দেখা যায়, সেই দিনটির কথা। ১ জুলাই ২০১৬। তারপরই দেখা যায় সেই রেস্তরাঁকে। বহু বিদেশি উপস্থিত। আচমকাই সেখানে আতঙ্কবাদীরা ঢুকে পড়ে নির্বিচারে গুলি চালাতে থাকেন। ভয়ে, আতঙ্কে গুটিয়ে যান সকলে। দেশজুড়ে তৈরি হয় একটা ভয়ের পরিবেশ।

এরপর দেখা যায় পুলিশি তৎপরতা। সেনাবাহিনীর কাজ। শুরু হয় আইনশৃঙ্খলা বজায় রাখার চেষ্টা।

এই ছবির ট্রেলার পরিচালক একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছেন যে তিনি আবিষ্কার করতে চেয়েছেন যে কীভাবে আর কেন তরুণরা সন্ত্রাসবাদ, হিংসাত্মক কাজকর্মে জড়িয়ে পড়েন। একই সঙ্গে মানবিকতা, সাহস, ইত্যাদির প্রয়োজনীয়তাকেও ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই ছবিতে। এমনটাই জানানো হয়েছে পরিচালকের তরফে।

এই ছবির বিষয়ে প্রযোজক অনুভব সিনহা বলেছেন, 'ফারাজ এমন একটি গল্প, যা বলা খুব প্রয়োজন। বিশ্বকে নাড়িয়ে নেওয়া এই ঘটনাটি সুন্দর ও নিপুণভাবে তুলে ধরেছেন হংসল।'

বন্ধ করুন