ফারাহ খান এবং তার রাঁধুনি দিলীপের ইউটিউবে রান্নার শো-টি দুর্দান্ত জনপ্রিয়। শেষ যে এপিসোডটি সামনে এসেছে তাতে দেখা যায় যে, এই দুজন এসে ইন্টারনেট সেনসেশন ওরি-র বাড়িতে হাজির হয়। কিন্তু বাড়িতে ঢোকার গেটেই শুরু হয় ড্রামা! দেখা যায় যে, ওরির নিরাপত্তারক্ষীরা ‘ফালতু আদমি’ বলে ঢুকতে বাধা দেয়। যা দেখে রীতিমতো বাকরুদ্ধ হয়ে যান ফারহাষ
হতবাক ফারহা বলে ওঠেন, ‘আরে ও আমার শেফ’। ফারহা চেষ্টা করেন ওরির নিরাপত্তারক্ষীদের বোঝাতে। আর দিলীপ কান্নার ভান করতে থাকেন। অবশেষে ফারহার জেদ আর দিলীপের কান্না দেখে ওরির নিরাপত্তারক্ষীরা হাল ছেড়ে দেন।
ভিতরে ঢুকে ফারহা দিলীপকে জিজ্ঞাসা করেন যে, তিনি ওরিকে চেনেন কিনা। আর এবারেও দিলীপ নির্বিকারভাবে জবাব দেন, ‘না’! এই কথা শুনে, ‘এ হচ্ছে ওরি, লিভার…’! তাতে দিলীপ বলে ওঠেন, ‘মানে মাংসের কলিজা?’ এতে ফারহা ফের প্রশ্ন করেন, ‘আমি কে?’ এতে দিলীপের জবাব, ‘মানি গিভার’!
অরি এরপর ফারহাকে তার বিলাসবহুল বাড়িটি ঘুর দেখান। এমনকী নজের অদ্ভুত সব ফোন কেসের সংগ্রহও দেখান। তারপর, অরি রান্নাঘরে নিয়ে যান, যেখানে ফারহা তাঁকে চিকেনের একটি পদ রান্না করতে শেখাল। খাবার প্রস্তুত হওয়ার পর, অরি তা চেখে দেখেন এবং ভূয়সী প্রশংসাও করেন। ওরি জানান যে, তিনি এি বাড়িতে তাঁর আরও দুই ভাইয়ের সঙ্গে থাকেন। তবে তিনজন একত্রে কখনো আসেন না, এক-একজন করে পালা করে এসে এখানে থাকেন।