তিন ছেলেমেয়ে জার, ডিভা এবং আনিয়াকে নিয়ে এক বিলাসবহুল রেস্তোরাঁয় গিয়েছিলেন ফারহা খান। সেখানেই ছেলেমেয়েদের পরিচালকের নির্দেশ--- প্লেট ভাঙো। সন্তানদের নৈশভোজে নিয়ে গিয়ে এ কথা বললেন তিনি। সেই ভিডিয়ো নেটমাধ্যমে শেয়ার করতেই অনেক অনুরাগী কমেন্ট সেকশনে সমালোচনা করেন এত প্লেট ভেঙে 'টাকা নষ্ট করার' জন্য।
নেটমাধ্যমের পাতায় ভিডিয়ো শেয়ার করে ফারহা লেখেন, ‘হৃদয় ভাঙার চেয়ে ভালো প্লেট ভাঙা...’। ভিডিয়োতে ফারহা এবং তাঁর বাচ্চাদের মুম্বইয়ের এক রেস্তোরাঁয় প্লেট ভাঙতে দেখা যায়। ‘প্লেট স্ম্যাশিং’ বা কাচের প্লেট ভাঙা এক গ্রিক প্রথা, দুষ্ট আত্মাদের দূরে রাখতে প্লেট বা চশমা ভেঙে-ভেঙে ফেলা বহু দিনের প্রথা। আরও পড়ুন: Nora Fatehi: ফাল্গুনী শেন পিকক কালেকশনের স্কার্ট-টপে নোরা, উষ্ণতার পারদ চড়াচ্ছেন নেটদুনিয়ায়
একজন ব্যক্তি মন্তব্য করেছেন, ‘যখন আপনার অপচয় করার জন্য অনেক বেশি টাকা থাকে।’ এই মন্তব্যের উত্তরে একজন লিখেছেন, ‘আমি গ্রীসে থাকি এবং কাউকে প্লেট ভাঙতে দেখিনি।’ অন্য একজন লিখেছেন, ‘টাকার সম্পূর্ণ অপচয়।’ কেউ লিখেছেন, ‘হাহা, মা কুন্দার বাচ্চাদের চেয়ে বেশি ভয় পান।’ অন্য একজনের প্রশ্ন, ‘ম্যাম আপনি ঠিক বলেছেন। তবে নোংরা কে পরিষ্কার করবে?’ আরও পড়ুন: Malaika Arora: বডিকন ড্রেস থেকে শাড়ি, এই ৬ অবতারে নেটমাধ্যমে আগুন ধরিয়েছেন মালাইকা
শাহরুখ খান-অভিনীত ‘ম্যায় হুঁ না’-এর সেটে প্রেমে পড়ার পর ফারহা এবং চলচ্চিত্র সম্পাদক শিরীষ কুন্দর ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০৮ সালে মধ্যে তাঁদের তিন সন্তান জার, ডিভা এবং আনিয়ার জন্ম হয়। ছেলেমেয়েদের সঙ্গে প্রায়শই নেটমাধ্যমের পাতায় ছবি শেয়ার করেন ফারহা।
গত তিন দশক ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ফারহা। তিনি একজন কোরিওগ্রাফার। সহকারী পরিচালক এবং ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। ২০০৪ সালে ‘ম্যায় হুঁ না’ ছবি দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরে, ‘ওম শান্তি ওম’, ‘ম্যায় হুঁ না’, ‘তিস মার খান’ এবং ‘নিউ ইয়ার’-এর মতো ছবি পরিচালনা করেন। আরও পড়ুন: Hrithik Roshan: মঞ্চে ভক্তের পা ছুঁয়ে প্রণাম করলেন হৃতিক, সুপারস্টারের আচরণে মুগ্ধ নেটপাড়া
এছাড়াও ফারহা সেলিব্রিটি টক শো ‘তেরে মেরে বিচ মে’ হোস্ট করেন। পরে তিনি রিয়েলিটি টেলিভিশন সিরিজ ইন্ডিয়ান আইডল- প্রথম এবং দ্বিতীয় সিজন, জো জিতা ওহি সুপার স্টার, এন্টারটেইনমেন্ট কে লিয়ে কুছ ভি করেগা এবং ডান্স ইন্ডিয়া ড্যান্স লিল মাস্টার্স-এর বিচারক হন।
তিনি এখন পরিচালক করণ জোহরের আসন্ন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র জন্য সহযোগিতা করেছেন। ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, রণবীর সিং, শাবানা আজমি, ধর্মেন্দ্র এবং জয়া বচ্চন।