বিগ বস ১৬-তে এসে গেল ফ্যামিলি উইক বা পারিবারিক সপ্তাহ। যখন প্রতিযোগীদের বাড়ির লোকেরা শো-তে আসেন, তাঁদের সমর্থন ঘরে। বিগ বসের ঘরে প্রতিযোগী হিসেবে থাকা তাঁদের পরিবারের সদস্যদের বন্ধুদের প্রশংসা করেন। আর শত্রুদের নিন্দে। হাসি-কান্নায় ভরা এই এপিসোডের টিআরপি বরাবরই যায় হিট। চলতি সপ্তাহের রবি ও সোম কিছু এরকম দৃশ্যই দেখতে পারবেন বিগ বসের দর্শকরা। আর সবচেয়ে বড় আকর্ষণ নিসন্দেহে হবেন সাজিদ খানের দিদি ফারহা খান।
শুরু থেকেই বিগ বসের ঘরে আসা নিয়ে খবরে আছেন সাজিদ। এক তো তাঁর উপরে ওঠা একাধিক মিটু-র অভিযোগে জর্জরিত ছিলেন বছরকয়েক। হাতে ছিল না কাজ। সেভাবে জনসম্মুখেও আসেননি। বিগ বসের ঘরে সর্বশেষ এন্ট্রি ছিল তাঁর। আর সেরকমই চমক নিয়ে আসবেন ফারহাও। যখন সব প্রতিযোগীর পরিবারকে একসঙ্গে স্টেজে বসিয়ে একটা বিতর্কসভা মতো বসিয়েছিলেন সলমন, তখন স্টেজে ছিলেন না ফারহা। তিনি সোজা এন্ট্রি নেন শো-তে। খবর রয়েছে নিজের জন্মদিনও (৯ জানুয়ারি) বিগ বসের সেটেই পালন করবেন ফারহা।
বিগ বসের ঘরে থাকা প্রতিযোগীদের জন্য লোভনীয় খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলেন এই পরিচালক-কোরিওগ্রাফার। ভেজ পোলাও, খাট্টা আলু, ইয়াখনি নিয়ে এসেছিলেন সঙ্গে করে। আবদুর জন্য ছিল বার্গার।
শিব ঠাকরে, আবদু রোজিক এবং এমসি স্ট্যানকে উদ্দেশ্য করে ফারহা বলেন, ‘শিব, আবদু, অর স্ট্যান-- আরও তিনটে ভাই পেয়ে গিয়েছে আমি।’ সাজিদের নামে অভিযোগ আছে প্রিয়াঙ্কা চাহার চৌধুরী এবং সুম্বুল তৌকিরকে উপহাস করেন প্রতিনিয়ত। ফারহা কিন্তু বিগ বসের ঘরে এই দুই মেয়েরই খুব তারিফ করে। প্রিয়াঙ্কাকে বিগ বসের ঘরের দীপিকা বলেন তিনি। আর সম্বুলকে বলেন বাড়িতেও সাজিদ তাঁর সব বোনকে এভাবেই বিরক্ত করেন, যেভাবে শো-তে তাঁকে করেন।
সঙ্গে সকল প্রতিযোগীদের উদ্দেশে ফারহা বলেন, ‘বিগ বস ১৬-র ফাইনালের পরই আমার বাড়িতে পার্টি হবে।’ আবদুর উদ্দেশে তাঁর বার্তা, ‘আমার বাড়িতে তোমার সাঁতার কাটার মতো পুলও আছে’।
বিগ বসের পারিবারিক সপ্তাহে ফারহা ছাড়াও অতিথি হিসেবে আসবেন শিব ঠাকরে, এমসি স্ট্যান, টিনা দত্ত, শালিন ভানোটের মা। নিমরত কৌর আহলুওয়ালিয়ার বাবা, সুম্বুলের জেঠু, অর্চনা গৌতম এবং প্রিয়াঙ্কার ভাই, শ্রীজিতা দে-এর বাগদত্তা এবং সৌন্দর্য শর্মার মা।