সোজাসাপ্টা মন্তব্য করার জন্য বি-টাউনে বেশ পরিচিত ফারহা খান। অনেক বিষয়ে খোলাখুলি মতামত পরিবেশন করেন তিনি। এবার বলিউড তারকাদের বড় চাহিদা নিয়ে মন্তব্য করেছেন ফারহা।
‘প্রতিটি অভিনেতার প্রায় চারটি ভ্যানিটি ভ্যান রয়েছে’
নিজের ইউটিউব চ্যানেলে প্রায়শই নতুন নতুন ভ্লগ শেয়ার করেন ফারহা। নিজের নতুন একটি নতুন ভ্লগে ভ্যানিটি ভ্যানের জন্য অভিনেতা এবং অভিনেত্রীদের দাবি সম্পর্কে খোলামেলা কথা বলেছেন তিনি। ফারাহ খান বলেন, ‘ইন্ডাস্ট্রিতে এমন কিছু মানুষ আছেন যারা নিজের জন্য চারটি ভ্যানিটি ভ্যান দাবি করেন’। ভিডয়োতে দীপিকা কক্কর এবং শোয়েব ইব্রাহিমের সঙ্গে এই কথা বলতে শোনা যায় তাঁকে।
আরও পড়ুন: ‘তোমায় যেভাবে দেখি..’, ২১-এর জন্মদিন নিসার, অদেখা ছবি শেয়ার করে কী বললেন কাজল
আর কী বলেছেন..
তিনি বলেন, ‘আজকাল কিছু অভিনেতা-অভিনেত্রী ভ্যানিটি ভ্যান না পাওয়া পর্যন্ত কাজ শুরু করেন না। ভ্যানিটি ভ্যান ছবির সেটে আসার পরই তারা কাজ শুরু করে’। ফারাহ বলেন, ‘আজকাল প্রত্যেক অভিনেতার প্রায় চারটি ভ্যানিটি ভ্যান রয়েছে। একটি ভ্যান তাঁদের জিমের জন্য, একটি তাঁদের কর্মীদের জন্য, একটি তাঁদের জন্য এবং খাবারের ট্রাকটি আলাদা’।
আরও পড়ুন: প্যান্ট নামিয়ে টোনড অ্যাবস ফ্লন্ট, ডায়েটে ঘি-এর সঙ্গে আর কী খান, জানালেন সাবা
শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফের মতো তারকাদের কোরিওগ্রাফ করেছেন ফারহা। দীর্ঘ দিন ধরে কাজ করছেন বলিউডে।
‘আগে অভিনেত্রীরা গাছের আড়ালে পোশাক বদলাতেন’
একই ভিডিয়োতে তাঁর মন্তব্য, ‘আগে অভিনেত্রীরা গাছের আড়ালে পোশাক বদলাতেন। আউটডোর শ্যুটিং হলে এমনটাই করা হত। আমরা তাঁদের জন্য তোয়ালে ধরতাম। আমি নিজে করেছি। এমনকী সুইজারল্যান্ডেও বাসের পিছনে গিয়ে পোশাক বদলেছে। সেই সময় বিছানার চাদর ব্যবহার করা হয়েছিল’। আজকের অভিনেত্রীদের অবস্থা বর্ণনা করতে গিয়ে ফারাহ বলেন, আজকালকার অভিনেতারা ভ্যানিটি ভ্যান না আসা পর্যন্ত নড়াচড়া করেন না।
আরও পড়ুন: দিদাকে হাতে তৈরি বিশেষ উপহার দিল তৈমুর-জেহ, মা ববিতার জন্মদিনে কী করলেন করিনা
অক্ষয়-টাইগার কী জানিয়েছেন
বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ-র প্রচারের সময়, অক্ষয় কুমার জানিয়েছেন তাঁর একটি কাস্টমাইজড ভ্যান রয়েছে; যেখানে বিশেষভাবে তৈরি খাবার তাঁর পুষ্টির প্রয়োজনীয়তা পূরণ করে। একইভাবে, টাইগার শ্রফের নিজস্ব ভ্যানিটি ভ্যানটি রয়েছে, যেটি ব্যক্তিগত জিমে রূপান্তরিত হয়, দৃশ্যের মধ্যে কাজ করার সময় যেন অসুবিধা না হয় অভিনেতার।