বাংলা নিউজ > বায়োস্কোপ > Farah Khan: শাহরুখের সঙ্গে কাজ করতে ভয় পেয়েছিলেন হৃতিক! সেই গোপন কথাই ফাঁস করলেন ফারহা

Farah Khan: শাহরুখের সঙ্গে কাজ করতে ভয় পেয়েছিলেন হৃতিক! সেই গোপন কথাই ফাঁস করলেন ফারহা

শাহরুখ খান, হৃতিক রোশন ও ফারাহ খান

'ম্যায় হুঁ না' অনেকেরই পছন্দের সিনেমার তালিকায় প্রথম সারিতে রয়েছে, বিশেষত শাহরুখ ভক্তদের। কিন্তু জানেন কি এই ছবিতে কিং খানের ভাইয়ের ভূমিকায় অভিনয় করার কথা ছিল হৃতিক রোশনের। এই বিষয়টি কোরিওগ্রাফার তথা পরিচালক ফারাহ খান একবার জানিয়েছিলেন।

'ম্যায় হুঁ না' অনেকেই পছন্দের সিনেমার প্রথম সারিতে রয়েছে, বিশেষত শাহরুখ ভক্তদের। কিন্তু জানেন কি এই ছবিতে কিং খানের ভাইয়ের ভূমিকায় অভিনয় করার কথা ছিল হৃতিক রোশনের। এই বিষয়টি কোরিওগ্রাফার তথা পরিচালক ফারাহ খান একবার জানিয়েছিলেন। তিনি জানান, প্রথমে 'ম্যা হুন না' ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার কথা ছিল হৃতিক রোশনের, কিন্তু বলিউডের বাদশার সঙ্গে স্ক্রিন শেয়ার করার বিষয়ে খুব নার্ভাস হয়ে পড়েছিলেন হৃতিক।

ফারহা জানান, 'কাহো না পেয়ার হ্যায়' করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন হৃতিক। তারপর এই দুই অভিনেতাকে নিয়ে গুঞ্জন শুরু হয়। খবর আসতে থাকে তাঁদের মধ্যে নাকি একটা ঠান্ডা লড়াই চলছে, হৃতিক নাকি শাহরুখের জায়গা নিতে পারেন। কিন্তু এই সব কিছুকে নস্যাৎ করে করণ জোহরের সহযোগিতায় শাহরুখ ও হৃতিককে ২০০১ সালে 'কভি খুশি কাভি গম'- এ দুই ভাইয়ের ভূমিকায় দেখা যায়।

আরও পড়ুন: শ্রেয়ার থেকে আসে গানের কথা বদলানোর আর্জি! বাংলায় ‘সামি’ লেখার অভিজ্ঞতা ভাগ শ্রীজাতর

তবে 'ম্যায় হুঁ না'-এর গল্পটা একটু আলাদা। রেডিও নাশাকে দেওয়া এক সাক্ষাৎকারে হৃতিক অথবা অভিষেক বচ্চনের 'ম্যায় হুন না'- তে 'লক্ষ্মণ'-এর চরিত্রটি করার যে গুঞ্জন ছড়িয়ে ছিল তা সত্যি কিনা ফারহা খানের কাছে জানতে চাওয়া হলে, পরিচালক জানান, হৃতিককে প্রথমে এটি করার কথা বলা হয়েছিল কারণ, 'কাহো না পেয়ার হ্যায়'-এর শ্যুটিংয়ের সময় ওঁর দেওয়া প্রথম শট দেখেই তিনি বুঝেছিলেন হৃতিক ভবিষতে একজন বড় তারকা হতে চলেছেন। একথা ফারহা হৃতিকের বাবা পরিচালক রাকেশ রোশনের কাছে গিয়েও বলেন যে, তাঁর ছেলে একজন বড় তারকা হতে চলেছেন।

আর এই সময় হৃতিককেও ফারহা জানান, যে তিনি একটি স্ক্রিপ্ট লিখেছেন, সেখানের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে হৃতিককে তিনি চান। এটা শুনে হৃতিক খুবই উত্তেজিত হয়ে পড়েছিলেন। শাহরুখ খানও সেই ছবিতে থাকছেন জেনে, হৃতিক জানাতে চেয়েছিলেন, 'শাহরুখ আমার সঙ্গে কাজ করতে চাইবেন কি?' এই প্রশ্নের উত্তের ফারহা হৃতিককে বলেছিলেন, 'অবশ্যই।' এবং তারপরই 'কাহো না পেয়ার হ্যায়' মুক্তি পায় এবং হৃতিক রাতারাতি একজন বিরাট মাপের তারকা হয়ে ওঠেন, তারপর বাকিটা তো ইতিহাস।'

আরও পড়ুন: ‘চেয়েছিলাম এমন কেউ করুক…’, তুমি আশেপাশে থাকলে-তে নতুন পারো রুকমা, কী বললেন অঙ্গনা?

এরপর ২০০১ সালে শাহরুখ ও হৃতিককে 'কভি খুশি কাভি গম'- এ দেখা যায় কিন্তু তাঁদের নিয়ে বাড়তে থাকা গুঞ্জনের জন্য তাঁরা দু'জনেই খুব সচেতন ভাবে এই ছবিতে কাজ করেন। আর এর প্রভাব পড়েছিল সেটেও। এই প্রসঙ্গে করণ জোহর একবার জানিয়েছিলেন, শাহরুখ সেটে হৃতিকের থেকে নিজের দূরত্ব বজায় রেখে চলতেন। হৃতিক তাঁর জায়গা নিতে পারেন বলে যে গুঞ্জন ছড়ানো হয়েছিল সেটা মোটেই ঠিক নয়, পাশাপাশি অন্যায়ও বটে। কারণ হৃতিক অনেক জুনিয়র ছিলেন শাহরুখের থেকে। যখন হৃতিক কাজ শুরু করেন তার বহু আগে শাহরুখ রীতিমতো বড় তারকা হয়ে উঠেছিলেন। কিন্তু এমন ভাবে পুরো বিষয়টি প্রচার করা হয়েছিল যে শাহরুখ ও হৃতিককের সম্পর্ক নিয়ে নেতিবাচকতা বাড়তে থাকে। যা খুবই দুঃখজনক। তাই 'কভি খুশি কাভি গম'- এর শ্যুটিংয়ের সময় হৃত্বিক ও শাহরুখের মধ্যে একটা বন্ধুত্বের জায়গা তৈরি করার চেষ্টা চলছিল, আর করণ জানান এই কাজে সাহায্য করেছিলেন নায়িকা কাজল।

২০০৭ সালে প্রকাশিত অনুপমা চোপড়ার লেখা 'কিং অফ বলিউড: শাহরুখ খান অ্যান্ড দ্য সিডাক্টিভ ওয়ার্ল্ড অফ ইন্ডিয়ান সিনেমা'- তে এই দুই অভিনেতার মধ্যে সম্পর্কের কথা উল্লেখ করে তিনি লেখেন, 'এটা খুব ভুল ছিল'। বইটিতে শাহরুখের উদ্ধৃতেও লেখা রয়েছে, 'আপনি আমার দশ বছরের কাজ কেড়ে নিতে পারবেন না। আপনি হঠাৎ একদিন সকালে এসে আমাকে বলতে পারবেন না, 'আরে আপনি আপনার জায়গা হারিয়েছে, আপনার অনেক বয়স হয়েছে, আপনাকে দিয়ে আর হবে না।' আসলে কেউ আমাকে জিজ্ঞাসাই করেননি। আমি হৃতিক রোশনকে নিয়ে কী ভাবছি সেটা কি কেউ জানতেন? তাই আমার ব্যাপারে এই লজ্জাজনক গুঞ্জন রটে গেল।'

যাই হোক, সেই সময় নানা কারণে হৃতিক আর 'ম্যায় হুঁ না' ছবিতে কাজ করেননি হৃতিক। তারপর 'লক্ষ্মণ' চরিত্রটির জন্য অফার করা হয় জায়েদ খানকে। পরবর্তীতে তাঁকেই এই ছবিতে শাহরুখের ভাইয়ের ভূমিকায় দেখা যায়।

বায়োস্কোপ খবর

Latest News

নতুন বছরে সান্দাকফু? বদলাচ্ছে নিয়ম, কোথায় দেখাবেন নথি? কোথায় মিলবে অক্সিজেন? 'ওদের থুতুতে স্নান করে...' জিরাফদের সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতিতে বুঁদ কৌশানি! ‘‌আরও সক্রিয় হয়ে কাজ করতে হবে’‌, বিধাননগরের কাউন্সিলরদের কড়া বার্তা পুরমন্ত্রীর লিলি ও রবার্টসের সঙ্গে তুলনা! ভূয়সী প্রশংসায় বুমরাহর মনোবল বাড়ালেন চ্যাপেল কলকাতায় আবর্জনার স্তূপে উদ্ধার মহিলার কাটা মুন্ডু? নিয়োগ দুর্নীতির ইডির মামলায় ১ ফেব্রুয়ারির মধ্যে জামিন পাবেন পার্থ: সুপ্রিম কোর্ট বাংলাদেশে নিস্তার নেই ৮০ বছরের হিন্দু বৃদ্ধারও, প্রাণ বাঁচাতে ভারতে ঢুকেই আটক ভারতের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত অভিনেতা কে জানেন? ৩০০ কোটি আয়ের পরও পিছিয়ে আল্লু শীতে এবার সিনা-মিনা, আর কারা এল দার্জিলিং চিড়িয়াখানায়?বেড়াতে গেলে মিস করবেন না ‘আমি তোমায় ভালোবাসি!’, নিজের জন্মদিনে কাকে প্রেম নিবেদন করলেন স্বস্তিকা?

IPL 2025 News in Bangla

ও বড্ড ভদ্র...রাহুলের সঙ্গে মন কষাকষির দিন শেষ, ভালো কথাই বললেন সঞ্জীব গোয়েঙ্কা KKR অধিনায়কের দৌড়ে রাহানে,বেঙ্কি,রিঙ্কুরা! SMATতে কেমন পারফরমেন্স? নজর রাখা যাক ২৭ কোটিতে LSGতে পন্ত…তবু কিসের আক্ষেপ গোয়েঙ্কার? কেন টানলেন মোহনবাগানের উদাহরণ? ১৭ বছরেও জেতা হয়নি IPL… খরা কাটাতে সবার আগে মাঠে নামল RCB! মাঠে ক্রুণাল,জিতেশরা… ধোনির সঙ্গে খেলতে চাই: CSK-কে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করতে চান KKR এর প্রাক্তনী আমায় KKR-এ ফেরাতে যা দরকার করবেন…CEO বেঙ্কিকে ফোনে বলেছিলেন বেঙ্কি! পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার? টাকার জন্য ছাড়িনি DC, দাবি করেছিলেন পন্ত, ঘুরিয়ে তাঁকে মিথ্যাবাদী বললেন বাদানি BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের… ভিডিয়ো-অ্যাডিলেডে কেকেআর নিয়ে খোঁটা স্টার্ককে, মুখের ওপর জবাব অজি পেসারের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.