করণ জোহর বাড়িতে নেই, এদিকে টুক করে ঢুকে পড়লেন ফারহা খান। আর সেখানে ঢুকে নিজেকে বড়ই 'গরিব' বলেই মনে হল ফারহার। প্রসঙ্গত, পরিচালক পরিচালক করণ জোহরের মুম্বইয়ের বাড়িটি একটা সমুদ্রমুখী ডুপ্লেক্স। মুম্বইয়ের বান্দ্রায় রয়েছে করণের এই ৮,০০০ বর্গফুটের অ্যাপার্টমেন্ট। যার দাম প্রায় ৩০ কোটি টাকা। অর্থাৎ প্রতি স্কোয়ারফিট/ বর্গফুটের দামই ৪০ হাজার টাকা (সূত্র- হাউসিং.কম)। আর সেই বিলাসবহুল বিলাসবহুল অ্যাপার্টমেন্টের একটি ভিতরে ঢুকেই ভিডিয়ো বানিয়ে ইউটিউবে শেয়ার করেছেন করণ জোহর।
চলুন ঘুরে দেখা যাক, মুম্বইয়ে করণের সেই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট…
ভিডিয়োতে দেখা যাচ্ছে, করণের বাড়িতে ঢুকেই নিজের অনুগামীদের স্বাগত জানিয়ে ফারাহ। বলেন, 'হাই গাইজ, ওয়েলকাম টু নট মাই হাউস। আজ আমরা করণ জোহরের বাড়িতে এসেছি, তিনি এখন বাড়িতে নেই। আর এই সিরিজের নাম ‘হাউ গরিব ডু আই ওয়ান্ট টু ফিল’ । তাই চলুন গিয়ে দেখে আসি…
এরপর করণের বাড়ি ঘুরতে শুরু করেন ফারা৷ লবি থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন থেকে শাহরুখ খানks পর্যন্ত সকলকে আপ্যায়ন করা হয়, সেই ড্রয়িং রুম। ফারবা ড্রয়িং রুমে থাকা বারকাউন্টার দেখিয়ে বলেন, ‘ইয়াহা পর বার হ্যায়, আর ইয়াপর লোক বারবার আতে হ্যায়। আর করণ জোহর ইয়াহা বিলকুল খড়ে নেহি হোতে হ্যায়। বার টেন্ডার হোতে হ্যায়।’ এরপর ব্যালকনির দরজা খুলতেই পারলেন না ফারহা। তখনই সেখানে এসে হাজির হন করণ জোহর। এরই মাঝে বেশকিছুক্ষণ ধরে চলা কথাবর্তায় ফারহার ব্যাগ থেকে মজা করে ৫০০ টাকা বের করে নেন পরিচালক-প্রযোজক।
'কপার ওয়াশরুম'
এরপর করণ জোহরের শৌচালয়ে গিয়ে আরও চমকে যান ফারহা। যেটা কিনা 'কপার ওয়াশরুম' বলে জানান, করণ। তবে বাথরুমের তাকে একাধিক টিফিন বক্স কেন রাখা? ফারহার মজা করে প্রশ্ন, ‘তুমি কি পটি আর খাওয়াদাওয়া একই সঙ্গে করো?’ করণ বললেন, ‘লোকজন যখন এখান থেকে বের হন আমি তাঁদের কিছু দিতে চাই।’ এরই মাঝে করণের অনুমতি নিয়ে একটা টিফিন বক্সও নিয়ে নেন ফারহা।
এরপর করণের বাড়ির রান্নাঘরে ঢুকেও চমকে যান ফারহা। সেখানে রয়েছে সমস্ত অত্যাধুনিক সরঞ্জাম। ফারহা বলেন, ‘বুঝতে পারছি, আমি কতটা গরিব’। সেখানে রাঁধুনিদের সঙ্গেও আলাপ করান তিনি। সেখানে করণের দেওয়াল জুড়ে রাকা রেফ্রিজারেটর দেখেও চমকে যেতে হয়।
আরও পড়ুন-মিথিলা বাংলাদেশে, ঋতাভরীকে বুকে নিয়ে সেলফি! ফের কোন হিসেবনিকেশের কথা বললেন সৃজিত?
এরপর ফারহা ঢুকে পড়েন করণের ওয়ারড্রব দেখতে, নাহ, কোনও নির্দিষ্ট ওয়ারড্রব নয়, গোটা একটা ঘর জুড়ে ছিল আলমারি সাজানো। সেখানে একটা একটা করে জ্যাকেট বের করে থাকেন করণের এই বন্ধু। পরে তাঁরা ফের ফিরে যান করণের রান্নাঘরে। ততক্ষণে চকোলেট ফাজ তৈরি হয়ে গিয়েছিল। করণ নিজেই ফ্রিজ থেকে বের করে বন্ধু ফারহার সঙ্গে ভাগ করে খেলেন।
প্রসঙ্গত, বলে রাখা ভালো, করণের এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি সাজিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও ডিজাইনার গৌরী খান। তাঁর ডিজাইন করা এই বাড়িতে করণের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে আধুনিক বিলাসবহুল আসবাবের সঙ্গে মিলেমিশে রয়েছে বিশেষ নকশার নান্দনিকতাও। করণের বাড়ির বেশকিছু জায়গা আবার নামি ইন্টেরিয়র ডিজাইনার সিমোন দুবাশ পুন্ডোলের ডিজাইন করা।