বাংলা নিউজ > বায়োস্কোপ > Fardeen Khan: সন্তানদের মৃত্যু, অবসাদ পেরিয়ে ১৪ বছর পর কামব্যাক, বনশালির হীরামান্ডিতে ফারদিনের লুক প্রকাশ্যে

Fardeen Khan: সন্তানদের মৃত্যু, অবসাদ পেরিয়ে ১৪ বছর পর কামব্যাক, বনশালির হীরামান্ডিতে ফারদিনের লুক প্রকাশ্যে

সন্তানদের মৃত্যু, অবসাদ পেরিয়ে ১৪ বছর পর কামব্যাক ফারদিনের, রইল হীরামান্ডি-র লুক

Fardeen Khan in Heeramandi: সঞ্জয় লীলা বনশালির হীরামান্ডিতে নায়িকার ছড়াছড়ি। তবে এই পিরিয়ড ড্রামায় থাকছেন বেশকিছু পুরুষ চরিত্র, যার অন্যতম ফারদিন খান। এদিন প্রকাশ্যে এল অভিনেতার ফার্স্ট লুক পোস্টার। 

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘দুলহা মিল গালা’তে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ফারদিন খানকে। দীর্ঘ ১০ বছর গ্ল্যামার দুনিয়া থেকে গায়েব থাকার পর অবশেষে কামব্যাক করতে চলেছেন ফিরোজ খান পুত্র। মাঝে অনেক ঝড়ঝাপটা বয়ে গিয়েছে ফারদিনের উপর দিয়ে। ছ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর গর্ভেই নষ্ট হয়েছিল যমজ সন্তান। যার পর ভেঙে পড়েছিলেন অভিনেতা। 

অবসাদের জেরে মারাত্মক ওজন বৃদ্ধিও হয়েছিল তাঁর। তবে এখন দুই সন্তানকে নিয়ে সুখী পরিবার ফারদিন-নাতাশার। বছর দুয়েক আগে বলিউডে ফেরার কথা জানিয়েছিলেন ফারদিন। ওজন কমিয়ে এখন আগের মতোই হ্যান্ডসাম ফারদিন। ‘প্যায়ার তুনে ক্যায়া কিয়া’ অভিনেতাকে আগামিতে দেখা যাবে সঞ্জয় লীলা বনশালির 'হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার'-এ। 

নারীকেন্দ্রিক এই ওটিটি প্রোজেক্টে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সঞ্জিদা শেখ এবং শারমিন সেগালদের ভিড়েও নজরকাড়া ফারদিন। সিরিজে ফারদিনের ফার্স্ট লুক সামনে এল শনিবার।

ফারদিনের ফার্স্ট লুক পোস্টার 

প্রোডাকশনের তরফে চারটি নতুন চরিত্রের পোস্টার উন্মোচন করা হয় শনিবার। হীরামন্দির সঙ্গে ১৪ বছর পর পর্দায় ফিরতে চলেছেন ফারদিন খান। নতুন পোস্টারে অভিনেতাকে নবাবি কায়দায় বসে থাকতে দেখা গেল। সোফায় হেলান দিয়ে বসে রয়েছেন ফারদিন, তাঁর পোশাকে আভিজাত্যের ছোঁয়া! সামনে রাখা বাক্স ভর্তি গয়না। ওয়ালি মহম্মদের চরিত্রে তাঁকে দেখা যাবে হীরামান্ডিতে। 

শেখর সুমন এবং অধ্যয়ন সুমনের ফার্স্ট লুক পোস্টার

শেখর সুমন এবং ছেলে অধ্যায়ন সুমনও নেটফ্লিক্সের এই সিরিজের অংশ। শেখরের লুকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া পোস্টে অভিনেতাকে নবাবের ভূমিকায় দেখা গেছে। চোখেমুখে গর্ব আর নবাবিয়ানার ছোঁয়া, গোঁফ পাকাতে ব্যস্ত জুলফিকার। ক্যাপশনে লেখা হয়েছে, ‘মল্লিকাজানের পায়ে নিজের আনুগত্য সমর্পণ করে জুলফিকার এবং তাঁর ঝলমলে উচ্চাকাঙ্ক্ষার মধ্যে কেবল একটি জিনিসই দাঁড়িয়ে আছে- হীরামন্ডি। জুলফিকার চরিত্রে অভিনয় করেছেন বহুমুখী প্রতিভার অধিকারী শেখর সুমন।’

এদিকে ছেলে অধ্যয়ন সুমনও নজর কেড়েছেন তাঁর লুকের জন্য। কাজল-কালো চোখ, পরনে বিদেশি পোশাক। এই সিরিজে জোরাভারের ভূমিকায় রয়েছে অধ্যায়ন। 

তাজদার চরিত্রে কে অভিনয় করেন?

এছাড়া হীরামন্ডিতে তাজদারের ভূমিকায় অভিনয় করেছেন তাহা শাহ বাদুশা। পোস্টারে দেখা যাচ্ছে, হাতে সাদা জরির রুমাল নিয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে রয়েছেন অভিনেতা। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ঐতিহ্য ও প্রেমের মধ্যে ছিন্নভিন্ন নবাবের ছেলে তাজদার মুক্তির মাধ্যমে উদ্দেশ্য খোঁজেন। মনোমুগ্ধকর তাহা শাহ বাদুশা তাজদারের চরিত্রে অভিনয় করেছেন!’

১৯৪০-এর দশকের ভারতীয় স্বাধীনতা সংগ্রামের উত্তাল পটভূমিতে ফুটিয়ে তোলা হয়েছে। এই গল্পের কেন্দ্রে থাকছে একঝাঁক গণিকা এবং তাদের পৃষ্ঠপোষকদের গল্প। ১ মে নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে হীরামান্ডি-র। 

২০০০ সালে ‘জঙ্গল’ ছবিতে অভিনয় করে আলোচনায় এসেছিলেন ফিরোজ খান পুত্র। যদিও তাঁর প্রথম ছবি ‘প্রেম আগান’ মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে। এরপর এক দশক চুটিয়ে বলিউডে কাজ করেছেন ফারদিন খান। বলিউডে ফেরার পর ‘বিস্ফোট’ ছবিতে কাজ করেছেন তিনি, তবে সেটি এখনও মুক্তি পায়নি। 

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

কেউ লেখক, কেউ সাংবাদিক!সাহিত্য-শিক্ষার জগত থেকে ২০২৫ পদ্ম সম্মানে ভূষিতদের লিস্ট এইসব গান প্লেলিস্ট না থাকলে প্রজাতন্ত্র দিবস যেন অসম্পূর্ণ, শুনে নিন এখানেই দয়া করে কখনও অবসর নেবেন না- ভাইরাল হল রোহিতের জন্য লেখা ভক্তের হৃদয়স্পর্শী চিঠি রবীন্দ্রনাথ ঘোষ–পার্থপ্রতিম রায় কি বিজেপির লোক?‌ উদয়ন গুহের মন্তব্যে তোলপাড় ওটা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা, ICC-কে বেনজির আক্রমণ প্রাক্তন অজি তারকার ICC ইমার্জিং ক্রিকেটার অফ দ্য ইয়ার নির্বাচিত হলেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস '১৯৯২-এ ওদের বিচ্ছেদ হয় তারপর…', মা বাবার ডিভোর্স কতটা প্রভাবিত করেছিল সৃজিতকে? তৈরি হবে অমৃত স্বাদের পারফেক্ট চা! শুধু এই নিয়ম মেনে চিনি ও আদা দিন ভারতে বড়লোক হতে হলে কোন কেরিয়ার ভালো? কলেজ পাস করে কী করবেন জেরেভকে স্ট্রেট সেটে উড়িয়ে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সিনার

IPL 2025 News in Bangla

পন্তের শট নির্বাচন নিয়ে গাভাসকরের সমালোচনার জবাব দিলেন LSG মেন্টর জাহির খান চোয়াল চাপা লড়াই করে নাটকীয় শতরান, মহারথীদের ভিড়ে হিরো কমন ম্যান শার্দুল! ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ? RCB-র জার্সি হাতে মহাকুম্ভে শাহি স্নান ভক্তের, ভাইরাল ভিডিয়ো MI-এ অধিনায়ক হার্দিক, ভারতীয় দলে ভাইস ক্যাপ্টেনও নয়, জটিল সমীকরণ নিয়ে অকপট সূর্য ECB-র নতুন NOC নিয়ম IPL-এর পক্ষে! ভিন্সের মতে সমস্যায় পড়বে লাল বলের ক্রিকেট ওরা আমাকে ক্রিকেট খেলতে বাধ্য করবে: বাইশ গজে ফিরতে চলেছেন এবি ডি ভিলিয়ার্স! LSG captaincy Event: ঘণ্টা খানেক দেরিতে পৌঁছালেন পন্ত! ক্ষমা চাইলেন গোয়েঙ্কা LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.