২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘দুলহা মিল গালা’তে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ফারদিন খানকে। দীর্ঘ ১০ বছর গ্ল্যামার দুনিয়া থেকে গায়েব থাকার পর অবশেষে কামব্যাক করতে চলেছেন ফিরোজ খান পুত্র। মাঝে অনেক ঝড়ঝাপটা বয়ে গিয়েছে ফারদিনের উপর দিয়ে। ছ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর গর্ভেই নষ্ট হয়েছিল যমজ সন্তান। যার পর ভেঙে পড়েছিলেন অভিনেতা।
অবসাদের জেরে মারাত্মক ওজন বৃদ্ধিও হয়েছিল তাঁর। তবে এখন দুই সন্তানকে নিয়ে সুখী পরিবার ফারদিন-নাতাশার। বছর দুয়েক আগে বলিউডে ফেরার কথা জানিয়েছিলেন ফারদিন। ওজন কমিয়ে এখন আগের মতোই হ্যান্ডসাম ফারদিন। ‘প্যায়ার তুনে ক্যায়া কিয়া’ অভিনেতাকে আগামিতে দেখা যাবে সঞ্জয় লীলা বনশালির 'হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার'-এ।
নারীকেন্দ্রিক এই ওটিটি প্রোজেক্টে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সঞ্জিদা শেখ এবং শারমিন সেগালদের ভিড়েও নজরকাড়া ফারদিন। সিরিজে ফারদিনের ফার্স্ট লুক সামনে এল শনিবার।
ফারদিনের ফার্স্ট লুক পোস্টার
প্রোডাকশনের তরফে চারটি নতুন চরিত্রের পোস্টার উন্মোচন করা হয় শনিবার। হীরামন্দির সঙ্গে ১৪ বছর পর পর্দায় ফিরতে চলেছেন ফারদিন খান। নতুন পোস্টারে অভিনেতাকে নবাবি কায়দায় বসে থাকতে দেখা গেল। সোফায় হেলান দিয়ে বসে রয়েছেন ফারদিন, তাঁর পোশাকে আভিজাত্যের ছোঁয়া! সামনে রাখা বাক্স ভর্তি গয়না। ওয়ালি মহম্মদের চরিত্রে তাঁকে দেখা যাবে হীরামান্ডিতে।
শেখর সুমন এবং অধ্যয়ন সুমনের ফার্স্ট লুক পোস্টার
শেখর সুমন এবং ছেলে অধ্যায়ন সুমনও নেটফ্লিক্সের এই সিরিজের অংশ। শেখরের লুকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া পোস্টে অভিনেতাকে নবাবের ভূমিকায় দেখা গেছে। চোখেমুখে গর্ব আর নবাবিয়ানার ছোঁয়া, গোঁফ পাকাতে ব্যস্ত জুলফিকার। ক্যাপশনে লেখা হয়েছে, ‘মল্লিকাজানের পায়ে নিজের আনুগত্য সমর্পণ করে জুলফিকার এবং তাঁর ঝলমলে উচ্চাকাঙ্ক্ষার মধ্যে কেবল একটি জিনিসই দাঁড়িয়ে আছে- হীরামন্ডি। জুলফিকার চরিত্রে অভিনয় করেছেন বহুমুখী প্রতিভার অধিকারী শেখর সুমন।’
এদিকে ছেলে অধ্যয়ন সুমনও নজর কেড়েছেন তাঁর লুকের জন্য। কাজল-কালো চোখ, পরনে বিদেশি পোশাক। এই সিরিজে জোরাভারের ভূমিকায় রয়েছে অধ্যায়ন।
তাজদার চরিত্রে কে অভিনয় করেন?
এছাড়া হীরামন্ডিতে তাজদারের ভূমিকায় অভিনয় করেছেন তাহা শাহ বাদুশা। পোস্টারে দেখা যাচ্ছে, হাতে সাদা জরির রুমাল নিয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে রয়েছেন অভিনেতা। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ঐতিহ্য ও প্রেমের মধ্যে ছিন্নভিন্ন নবাবের ছেলে তাজদার মুক্তির মাধ্যমে উদ্দেশ্য খোঁজেন। মনোমুগ্ধকর তাহা শাহ বাদুশা তাজদারের চরিত্রে অভিনয় করেছেন!’
১৯৪০-এর দশকের ভারতীয় স্বাধীনতা সংগ্রামের উত্তাল পটভূমিতে ফুটিয়ে তোলা হয়েছে। এই গল্পের কেন্দ্রে থাকছে একঝাঁক গণিকা এবং তাদের পৃষ্ঠপোষকদের গল্প। ১ মে নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে হীরামান্ডি-র।
২০০০ সালে ‘জঙ্গল’ ছবিতে অভিনয় করে আলোচনায় এসেছিলেন ফিরোজ খান পুত্র। যদিও তাঁর প্রথম ছবি ‘প্রেম আগান’ মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে। এরপর এক দশক চুটিয়ে বলিউডে কাজ করেছেন ফারদিন খান। বলিউডে ফেরার পর ‘বিস্ফোট’ ছবিতে কাজ করেছেন তিনি, তবে সেটি এখনও মুক্তি পায়নি।