বাংলা নিউজ > বায়োস্কোপ > Farha Khan: ৪০-এ বিয়ে! প্রেগন্যান্ট হতে সহায় IVF, দিনে ৫টা ইঞ্জেকশন নিতেন, ৩ সন্তানের জন্ম দেন ফারহা

Farha Khan: ৪০-এ বিয়ে! প্রেগন্যান্ট হতে সহায় IVF, দিনে ৫টা ইঞ্জেকশন নিতেন, ৩ সন্তানের জন্ম দেন ফারহা

৪০-এ বিয়ে! প্রেগন্যান্ট হতে IVF-এর সহায় হন, মা হতে দিনে ৫টা ইঞ্জেকশন নিতেন ফারহা

৪৩ বছর বয়সে মা হন ফারহা খান। তবে প্রাকৃতিকভাবে গর্ভবতী হতে পারেননি। চিকিৎসাবিজ্ঞানের অন্যতম বরদান, আইভিএফের সাহায্যে সন্তানসুখ লাভ করেছিলেন তিনি। 

৯ জানুয়ারি পরিচালক-কোরিওগ্রাফার ফারাহ খান তাঁর ৬০ তম জন্মদিন সেলিব্রেট করলেন। মন খুলে বাঁচতে ভালোবাসেন মেয় হুঁ না পরিচালক, তার জন্য এটা সিনিয়র সিটিজেন হওয়া নয়, বরং 'সুইট সিক্সটি' প্রবেশ করেছেন তিনি। সম্প্রতি ‘দ্য দেবিনা ব্যানার্জি শো’ হাজির হয়েছিলেন ফারহা, সেখানে নিজের মাতৃত্বের জার্নি নিয়ে খোলামেলা কথা বলেন পরিচালক। ৪২ বছর বয়সে আইভিএফের মাধ্যমে অন্তঃসত্ত্বা হয়েছিলেন ফারহা। তাঁর অভিজ্ঞতার মাধ্যমে, তিনি স্বাস্থ্যকর শিশুদের প্রসবের জন্য ভাল পুষ্টি এবং ডায়েটের গুরুত্ব তুলে ধরেছিলেন।

চল্লিশের কোঠায় এসে মাতৃত্বকে স্বাগত জানিয়েছেন ফারহা। তিনি বলেন যে দেরিতে বিয়ে করার কারণে মা হওয়ার সম্ভবনা প্রায় শেষ হতে বসেছিল। ৪০ বছরে পা দেওয়ার এক মাস আগে বয়সে ছোট শিরিশ কুন্দরকে বিয়ে করেছিলেন ফারহা। ২০০৮ সালে আইভিএফের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন ফরহা খান। তখন তাঁর বয়স ছিল ৪৩ বছর। 

ফারহা জানান, প্রথম দু-বছর স্বাভাবিক পদ্ধতিতে মা হওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন। পরে এক বন্ধুর পরামর্শে আইভিএফ স্পেশ্যালিস্ট এক চিকিৎসকের কাছে পৌঁছান। তবে সহজ ছিল না সেই জার্নি। প্রথম তিনটি ঋতুচক্রের পর অন্তঃসত্ত্বা হন ফারহা। একবার তো চিকিৎসকের ক্লিনিকে কেঁদে ফেলেছিলেন তিনি। দিনে পাঁচটা ইঞ্জেকশন নিতে হত তাঁকে। ২০০৮ সালেও আইভিএফের মাধ্যমে মা হওয়ার কথা গোপন করেননি ফারহা, বোঝাতে চেয়েছিলেন এটি 'অবৈধ' কিছু নয়। বরং মা হতে চান যে সব মহিলারা, এটা তাঁদের কাছে আর্শীবাদ। এটা কোনও খামতির বহিপ্রকাশ নয়। 

আইভিএফ প্রক্রিয়াটি চ্যালেঞ্জিং তবে ফারহা মনে করিয়ে দেন যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা এটিকে সহজ তোলে। ভয়ঙ্কর ইনজেকশনগুলির সাথে জড়িত যন্ত্রণা কমে যেত যখন নিজের ভবিষ্যতের সন্তানের মুখ কল্পনা করতেন। তিনি আইভিএফকে একটি 'অলৌকিক প্রক্রিয়া' বলে অভিহিত করেছেন। এখন তাঁর সন্তান ডিভা, আনিয়া ও জারের বয়স ১৬ বছর।

আইভিএফ ট্রিটমেন্ট চলাকালীন ফারহা ওম শান্তি ওমের শুটিংও করছিলেন। ফারহা খান বর্ণনা করেছিলেন যে কীভাবে গর্ভাবস্থার শেষ পর্যায়ে তিনি হিট ট্র্যাক দরদ-ই-ডিস্কো এবং ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং করেছিলেন। প্রসবের ১০ দিন আগে পুরো বেড রেস্টে গিয়েছিলেন। সন্তান প্রসবের দুই মাস পর ফের কাজে ফিরেন ফারহা। সঠিক মানসিকতা, আবেগ এবং ইচ্ছাশক্তি দিয়ে, কেউ গর্ভাবস্থাতেও কাজ চালিয়ে যেতে পারে বলে মনে করেন ফারহা।

ফারহার তিনটি নিষিক্ত ভ্রূণ ছিল এবং ডাক্তার তাঁকে যমজ হিসাবে কেবল দুটি বহন করার বিষয়টি বিবেচনা করার জন্য সতর্ক করেছিলেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে সাধারণত ধারণা করা হয় যে ভ্রূণগুলির মধ্যে একটি অন্যদের তুলনায় বিকাশে পিছিয়ে যেতে পারে। ভ্রূণগুলির মধ্যে একটি পর্যাপ্ত পুষ্টি নাও পেতে পারে। তবে একসঙ্গে তিনটি সন্তান নেওয়াকে 'জ্যাকপট' হিসেবে দেখে চিকিৎসকের পরামর্শ প্রত্যাখ্যান করেন ফারহা।

পুষ্টি পরিকল্পনা গ্রহণ এবং পুষ্টিবিদের সাথে পরামর্শ নিয়েছিলেন। তাঁর মেয়াদের শেষের দিকে, তিনি লক্ষ্য করেছিলেন যে তাঁর ওজন খুব বেশি বাড়েনি তবে পেটটি বড় ছিল, কারণ সমস্ত পুষ্টি তার গর্ভের দিকে পরিচালিত হয়েছিল। তিনটি স্বাস্থ্যকর বাচ্চা প্রসব করেছিলেন ফারহা, প্রত্যেক সন্তানের ওজন ছিল ২.৫ কিলো। অর্থাৎ ফারহা গর্ভে ৭.৫ কিলো ওজন বহন করেছেন গর্ভাবস্থায়। সঠিক পুষ্টি আর শিরিশের সাপোর্টেই মা হওয়ার স্বপ্ন পূরণ হয় ফারহার। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

'খুশি নই,' সঞ্জয়ের সাজা ঘোষণার পরে সিবিআইয়ের হয়ে ব্যাট ধরলেন শুভেন্দু ভুলেও খাবেন না এই ২টি ফল একসঙ্গে, তাহলেই সর্বনাশ! মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ‘এটা শেষ সুযোগ ছিল….’, সারেগামাপা-র ফাইনালে হার, অরিজিৎ অনুপ্রেরণা শুভশ্রীর! এই ঠাণ্ডা এই গরম, খামখেয়ালি আবহাওয়া ৬ রোগের আঁতুড়ঘর! কীভাবে থাকবেন সুস্থ পড়াশোনায় সাফল্যের শীর্ষে থাকবে সন্তান! ৫ বিষয়ে অভিভাবকদের খেয়াল থাক এখন থেকেই জামিনে মুক্তি, বিধানসভায় গেলেন বালু, খোঁজ নিলেন বকেয়া মাইনের, সংগঠনেরও ‘ইশ্বরের দোহাই…’! সোমবার ছাড়া পাচ্ছেন না সইফ, পাপারাৎজিদের উপর রাগলেন করিনা ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ সর্দি ছাড়াও ৬ রোগের যম কাঁচা হলুদের এই জিভে জল আনা পদ, জানুন রেসিপি

IPL 2025 News in Bangla

মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত ‘একটাই টেনশন ছিল, পঞ্জাব যদি আমায়…’ LSG অধিনায়ক হয়ে কোন চিন্তার কথা ফাঁস পন্তের? LSGর অধিনায়ক ঋষভ পন্ত! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, বললেন ‘যেভাবেই হোক ওকে দলে নিতাম’ সোমবার কলকাতায় ঘোষণা করা হবে LSG-র নতুন অধিনায়কের নাম! সিংহাসনে বসতে চলেছেন পন্ত ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.