পরিবার এবং বন্ধুদের সঙ্গে প্রাক জন্মদিন পার্টিতে মেতে উঠেছিলেন অভিনেতা-প্রযোজক-পরিচালক ফারহান আখতার। গত সপ্তাহের পার্টির ঝলক শেয়ার করে, ফারহানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী করিশ্মা কাপুর।
পার্টিতে অমৃতা অরোরা, ফারহানের প্রযোজক পার্টনার রিতেশ সিধওয়ানি, রিয়া চক্রবর্তী, অনুষা দান্ডেকর সহ আরও অনেকে যোগ দিয়েছিলেন। সোমবার ফারহানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পার্টির অন্দর থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন করিশ্মা। একই পার্টিতে ফারহানের শ্যালিকা অনুষা দান্ডেকরের জন্মদিনও একসঙ্গে সেলিব্রেট করা হয়েছিল।
একটি গ্রুপ ছবি শেয়ার করে করিশ্মা লেখেন, ‘শুভ জন্মদিন ফারহান’। ছবিতে কালো টি-শার্ট এবং খাকি প্যান্টে পরে দেখা মিলেছে ফারহানের। উজ্জ্বল কমলা পোলকা ডট পোশাকে ধরা দিয়েছেন করিশ্মা। গোলাপি পোশাকে ক্যামেরার দিকে পাউট করে আছেন অমৃতা। আরও পড়ুন: বকেয়া পারিশ্রমিক মেটাচ্ছে না টলি প্রযোজনা সংস্থা, অভিযোগ তুলে পোস্ট শ্রীতমা দে-র
শনিবার ইনস্টাগ্রামে গেট-টুগেদার থেকে একটি পারিবারিক ছবি শেয়ার করেছিলেন ফারহান। ছবিতে তাঁকে স্ত্রী শিবানী দান্ডেকর এবং তাঁর দুই মেয়ে শাক্য ও আকিরার দেখা মিলেছে। শাক্যর পরনে সাদা পোশাকে, আকিরা বাদামী পোশাকে। তাঁরা ফারহানের প্রাক্তন স্ত্রী অধুনা ভবনানীর কন্যা। অধুনার সঙ্গে বিচ্ছেদের বেশ কয়েক বছর পর গত বছর শিবানী দান্ডেকরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা-প্রযোজক।
৯ জানুয়ারি, ২০২৩, ৪৯-এ পা দিলেন ফারহান। ‘ভাগ মিলখা ভাগ’ অভিনেতা নিজের প্রতিভার জোরেই বলিউডে পায়ের তলার মাটি শক্ত করেছেন। চিত্রনাট্যকার দম্পতি জাভেদ আখতার ও হানি ইরানির পুত্র ফারহান। ছেলেবেলায় তাঁর বাবা-মায়ের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে।
‘লমহে’ (১৯৯১) ও ‘হিমালয় পুত্র’ (১৯৯৭) ছবিতে সহকারী পরিচালক হিসাবে বলিউডে কর্মজীবন শুরু করেন ফারহান। এরপর এক্সেল এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা সংস্থা স্থাপন করে ঋতেশ সিধ্বনির সঙ্গে ফারহান প্রথম পরিচালনা করেন ‘দিল চাহতা হ্যায়’ (২০০১)। আধুনিক যুবসমাজকে চিত্রায়িত করার জন্য ছবিটি সমালোচকদের প্রশংসা অর্জন করে এবং জাতীয় পুরস্কারও লাভ করে। ২০২২ সালে হলিউডে ডেবিউ করেন ফারহান আখতার। 'মিস মার্ভেল' ছবিতে ওয়ালিদের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।
আপাতত, একটি 'রোড ট্রিপ ড্রামা' পরিচালনায় মন দিয়েছেন ফারহান। ছবির নাম 'জি লে জরা', অভিনয়ে আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফ।