২০১৭ সালে প্রাক্তন তথা প্রথম স্ত্রী অধুনা ভবানীর সঙ্গে বিচ্ছেদ হয় ফারহান আখতারের। কিন্তু সেই খবর তিনি কীভাবে জানিয়েছিলেন তাঁর সন্তানদের। কী জানালেন অভিনেতা-পরিচালক?
আরও পড়ুন: বিতর্ক ঘনাতেই লোকসভার আগে ছেড়েছিলেন পদ, ফের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হলেন দেব
আরও পড়ুন: 'অতিরিক্ত হিংসা...', নন্দনে ঠাঁই পেল না রাতুলের কালিয়াচক! ক্ষুব্ধ পরিচালক কী বললেন?
বিচ্ছেদের খবর নিয়ে সন্তানদের কী জানিয়েছিলেন ফারহান?
হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন সন্তানদের কাছে তাঁর এবং অধুনা ভবানীর বিচ্ছেদের খবরটা জানানো সহজ ছিল না মোটেই। ফারহানের কথায়, 'ওরা বোকা বা অবুঝ নয় যে কী ঘটছে বা চলছে সেটা বুঝতে পারছিল না।' প্রসঙ্গত ফারহান আখতার এবং অধুনা ভবানী ২০০০ সালে গাঁটছড়া বাঁধেন। তাঁদের দুটি সন্তান হয়। তাঁদের দুই সন্তানের নাম শাক্য এবং আকিরা। তবে ২০১৭ সালে তাঁরা আলাদা হয়ে যান। যদিও বর্তমানে ফারহান আখতার বিবাহিত। তিনি ২০২২ সালে তাঁর দীর্ঘদিনের প্রেমিকা শিবানী দান্ডেকরকে বিয়ে করেন।
বিচ্ছেদের সময় ফারহান এবং অধুনা যৌথ ভাবে ঘোষণা করে জানিয়েছিলেন, 'অধুনা এবং ফারহান, আমরা সম্মিলিত ভাবে এবং অনেক ভেবে চিন্তে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ থাকবে আমাদের সন্তানরা। আর বাবা মা হিসেবে এটা আমাদের কর্তব্য যে অকারণ বিভিন্ন কথা, গুজবের হাত থেকে ওদের বাঁচানো। তাই আমরা এই সময় আমাদের প্রাইভেসি বজায় রাখতে চাই। এবং সামনের দিকে সম্মানের সঙ্গে এগোতে চাই।
ফারহান আখতার আগামীতে ডন ৩ ছবিটি নিয়ে আসতে চলেছেন। সেই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। তাঁর সঙ্গে থাকবেন কিয়ারা আডবানি।